ETV Bharat / international

কাস্ত্রো-যুগের অবসান, কিউবার গদি ছাড়লেন রাউল, শাসনভার মিগেলের হাতে

author img

By

Published : Apr 17, 2021, 8:25 PM IST

দীর্ঘ সময় ধরে কিউবার শাসন ক্ষমতায় ছিলেন দেশের কমিউনিস্ট পার্টির প্রধান ফিদেল কাস্ত্রো ৷ তার পর এই ভার বর্তায় ভাই রাউলের উপর ৷ এবার 89 বছরের কমিউনিস্ট নেতা সেই ক্ষমতা হস্তান্তর করলেন পরবর্তী প্রজন্মের মিগেল দিয়াজ-ক্যানেল-এর হাতে ৷ কোভিড ও নানাবিধ কারণে দেশজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কটে ৷ হতাশায় তরুণরা ৷ শাসক বদলে কি অবস্থা পাল্টাবে?

কিউবার নেতা রাউল কাস্ত্রো
কিউবার নেতা রাউল কাস্ত্রো

হাভানা, 17 এপ্রিল: দীর্ঘ ছ'দশকের শাসনের অবসান ঘটিয়ে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিলেন পরবর্তী প্রজন্মের নেতার হাতে, ঘোষণা রাউল কাস্ত্রোর ৷ শুক্রবার কিউবার কমিউনিস্ট পার্টি-র কংগ্রেস সম্মেলনে 89 বছরের নেতা জানান, নতুন নেতৃত্ব পার্টির অনুগত আর অভিজ্ঞ, সঙ্গে "উৎসাহে পরিপূর্ণ সাম্রাজ্যবাদ বিরোধী মানিসকতা" সম্পন্ন ৷

প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই কংগ্রেস পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন ৷ এখানে দলের নীতিগুলির পর্যালোচনা আর নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ চারদিনের সম্মেলনের প্রথম দিনে কাস্ত্রো জানান 2018 সালেই দেশের শাসনভার তুলে দিয়েছেন অনুগামী 60 বছর বয়সী মিগেল দিয়াজ-ক্যানেল-এর হাতে ৷

হাভানায় অনুষ্ঠিত সম্মেলনে জড়ো হয়েছিলেন হাজার হাজার দলীয় প্রতিনিধি ৷ সেখানে তিনি বলেন, "আমি দেশবাসীর শক্তিতে, তাদের দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য আর উপলব্ধি করার ক্ষমতায় ভীষণ রকম বিশ্বাসী ৷ আর যত দিন বাঁচব, ততদিন আমি দেশ রক্ষার্থে বিপ্লবের জন্য সব সময় তৈরি ৷" চার দেওয়ালের মধ্যে অনুষ্ঠিত হলেও এর অংশবিশেষ সম্প্রচারিত হয় স্থানীয় দূরদর্শনের মাধ্যমে ৷

2008-এ দাদা ফিদেল কাস্ত্রোর থেকে কিউবার শাসনভার পান রাউল ৷ দেশের অগ্রগতিতে নানাবিধ সামাজিক আর অর্থনৈতিক উন্নয়ন করেছেন তিনি ৷ কাস্ত্রোর অলিভ আর সবুজ রঙের সামরিক পোশাকের সঙ্গে কোনও মিল নেই তাঁর অনুগামী দিয়াজের সাধারণ পোশাকের ৷ কিউবার একমেবদ্বিতীয়াম দলের সবচেয়ে শক্তিশালী পদ ফার্স্ট সেক্রেটারির পদে আসীন হওয়ার সম্ভাবনা প্রবল দিয়াজের ৷

কিউবার প্রবীণদের মতে দেশের সর্বোচ্চ পদে কাস্ত্রোর না-থাকা দুঃখের হলেও, তাঁরা একমত যে কিউবায় নেতৃত্ব হস্তান্তরের যথার্থ সময় এসেছে এবার ৷ মারিয়া দেল কারমেন হিমেনেজ, 72 বছরের অবসরপ্রাপ্ত নার্স বলেন, "এটা অন্যরকম পদক্ষেপ, কিন্তু নিঃসন্দেহে আমরা তাঁর অভাব বোধ করব ৷"

আমেরিকার সঙ্গে সম্পর্ক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে আমেরিকার সঙ্গে তিক্ত সম্পর্ক ফিরে আসার তীব্র সমালোচনা করেছিলেন রাউল ৷ যদিও জো বাইডেন ট্রাম্পের কিছু অনুমোদন ফিরিয়ে আনার কথা বলেছেন ৷ আর কিউবার এই ক্ষমতা হস্তান্তর হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ বিদেশ নীতিগুলির অগ্রাধিকারের মধ্যে স্থান পায়নি, জানিয়েছে মার্কিন সরকার ৷

কাস্ত্রো অবশ্য "আমেরিকার সঙ্গে নতুন সম্পর্কে আগ্রহী" তবে কিউবা কখনোই তাদের বৈপ্লবিক আর সামাজিক নীতিগুলিকে পরিত্যাগ করবে না ৷

আরও পড়ুন: হাডসন নদী থেকে তরুণ বাঙালি গণিতবিদের দেহ উদ্ধার

কিউবার অর্থনৈতিক পরিস্থিতি

ফিদেলের দেশের প্রাক্তন পৃষ্ঠপোষক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া, কোভিডের কারণে আমেরিকার সঙ্গে ব্যবসায় নিষেধাজ্ঞা জারির ফলে ইতিমধ্যেই দেশের তরুণ প্রজন্ম হতাশায় ভুগছে ৷ স্বাভাবিক অবস্থায় ফিরতে ভেনেজুয়েলার সংগ্রামই তার প্রমাণ ৷ এমনকি মানুষকে রোজকার জীবনের প্রয়োজনীয় জিনিস পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মুদির দোকানে ৷

হাভানার বাসিন্দা 31 বছরের গিগেরমো এস্ত্রাদা বললেন, "দেশের ভিতরে আর বাইরে এত রকমের সীমাবদ্ধতা ছাড়া একটা ভালো ভবিষ্যৎ চাই আমি ৷"

দলের সামরিক সদস্য রোহেলিও মাচাদো, একজন অঙ্কের শিক্ষক বললেন, "আমাদের দেশে পরিবর্তন দরকার আর নতুন প্রজন্ম বৈজ্ঞানিক পথে সোশ্যালিজমকে চালিয়ে নিয়ে যেতে তৈরি ৷"

তবে এই ক্ষমতা হস্তান্তরের সমালোচনা করে কেউ কেউ অবশ্য বলছেন রাউল যাঁকে দেশ চালানোর ভার দিচ্ছেন, তাঁর ক্যারিশমা খুবই কম আর জনপ্রিয়তার নিরিখেও তিনি পিছিয়ে ৷ এমনকি এভাবেই নাকি কিউবা গণতন্ত্রের পথে আরেক ধাপ এগিয়ে গেল, দাবি সমালোচকদের ৷ উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.