Ashraf Ghani : দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, আফগানিস্তানে ফিরবই; বার্তা গনির

author img

By

Published : Aug 19, 2021, 7:01 AM IST

আশরাফ গনি

সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি । সেখান থেকেই গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন । দেশ ছাড়ার পর এই প্রথম তিনি জনসমক্ষে আসেন । এর আগে শুধুমাত্র একবার সোশ্যাল মিডিয়ায় মেসেজ দিয়েছিলেন । গতকালই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন গনি ।

আবুধাবি, 19 অগস্ট : কয়েকদিন আগেই জানিয়েছিলেন রক্তপাত এড়ানোর জন্য দেশ ছেড়েছেন তিনি । এবার তাঁর বক্তব্য, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে । তা না হলে তালিবানরা হয়ত তাঁকে পিটিয়ে মেরে ফেলত । গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে এমনই বলেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani) । সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে যে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গনি ।

রবিবার তালিবানরা দখল করে কাবুলিওয়ালার দেশ । রাষ্ট্রপতি ভবন দখলের আগেই দেশ ছেড়ে চলে যান প্রেসিডেন্ট আশরাফ গনি । সেখান থেকে পালিয়ে যাওয়ার পর প্রথমে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন । আফগানবাসীদের বার্তা দেন । বলা যেতে পারে, দেশ ছাড়ার সাফাই দেন । সাফাই দিয়ে বলেন, রক্তপাত এড়ানোর জন্যই তিনি দেশ ছেড়েছেন ।

এর ঠিক দুইদিন পর অর্থাৎ গতকাল তিনি একটি ভিডিয়ো বার্তা দেন । তার আগে আমিরশাহির বিদেশ মন্ত্রক লিখিত বিবৃতিতে জানায়, সপরিবারে গনিকে সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় দেওয়া হয়েছে । এর ঠিক পরেই তিনি একটি ভিডিয়ো বার্তা দেন । সেখানে ফের দেশ ছাড়ার সাফাই দেন । বলেন, দেশ ছাড়তে তাঁকে বাধ্য করা হয়েছে । তা না হলে তালিবানরা তাঁকে পিটিয়ে মেরে ফেলত । কিংবা তাঁর পরিণতি হত প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাজিবুল্লার মতো । ল্যাম্পপোস্টে ঝুলতে হত তাঁকে । তবে তিনি ফের আফগানিস্তানে ফিরে আসার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন, Ashraf Ghani : সপরিবারে সংযুক্ত আরব আমিরশাহিতে গনি

একইসঙ্গে ভিডিয়ো বার্তায় আফগানিস্তানের নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন গনি । তবে শান্তি বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন । তাঁর বিরুদ্ধে যে চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, তাকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন গনি । তাঁর বক্তব্য, সামান্য কিছু জামাকাপড়, যে চপ্পলটা পরেছিলাম সেটা নিয়েই বেরিয়ে এসেছিলাম । টাকা নেওয়ার বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.