ETV Bharat / international

আফগানিস্তানে দুটি হামলায় মৃত 18

author img

By

Published : Jun 14, 2020, 12:18 AM IST

গতরাতে পুলিশ চেক পয়েন্টে হামলা চালায় তালিবান । দশজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয় । অন্যদিকে,  পূর্ব খোস্ত-এ এক দুষ্কৃতী বন্দুক নিয়ে প্রাক্তন এক ওয়ারলর্ডকে হামলা করে । তার গুলিতে অন্তত আটজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ।

afg
afg

কাবুল, 13 জুন : আফগানিস্তানে বাড়ছে হিংসাত্মক ঘটনা । গতকাল দুই জায়গায় সন্ত্রাসবাদী হামলায় মোট 18 জনের মৃত্যু হয়েছে ।

পশ্চিম ঘোরের স্থানীয় পুলিশ প্রধান ফাখরুদিন জানিয়েছেন, গতরাতে পুলিশ চেক পয়েন্টে হামলা চালায় তালিবান । দশজন পুলিশ আধিকারিকের মৃত্যু হয় । পাসাবান্দ জেলার এই হামলায় এক পুলিশকর্মী জখম হন । এখনও নিখোঁজ অন্য আর একজন পুলিশকর্মী । তালিবানকেই এই হামলার জন্য দায়ি করেছে পুলিশ ।

অন্যদিকে, পূর্ব খোস্ত-এ এক দুষ্কৃতী বন্দুক নিয়ে প্রাক্তন এক ওয়ারলর্ডকে হামলা করে । তার গুলিতে অন্তত আটজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে । আবদুল ওয়ালি এখলাস হামলার লক্ষ্য ছিলেন । গতবছর লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি । কিন্তু কোনও আসন জিততে পারেননি । হামলায় তাঁর মৃত্যু হয়েছে ।

খোস্তের এই হামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি । গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে হিংসাত্মক ঘটনা বেড়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.