Jaishankar at UNSC: দেশবাসীকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনাই ভারতের প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন জয়শঙ্কর

author img

By

Published : Aug 19, 2021, 11:05 AM IST

Updated : Aug 19, 2021, 1:11 PM IST

জয়শঙ্কর

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, এই সময়ে আমরা কাবুলের পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছি । স্পষ্টতই, তালিবান এবং তার প্রতিনিধিরা কাবুল দখল করেছে । সুতরাং এই মুহূর্তে আমরা প্রত্যেকের মতো আফগানিস্তানের দিকে নজর রাখছি । আমাদের মূল লক্ষ্য হল আফগানিস্তানের নিরাপত্তা এবং ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা ।

নিউইয়র্ক, 19 অগস্ট : তালিবানরা কাবুল দখলের পর থেকে বেশ কয়েকটি দেশ তাদের মত দিয়েছে । চিন, পাকিস্তান তালিবানদের পাশে দাঁড়িয়েছে । কিন্তু ভারত এনিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও মন্তব্য করেনি । শুধুমাত্র দফায় দফায় বৈঠক করছেন মোদিরা । এদিকে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়ে দিলেন, তালিবানরা কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র । এই মুহূর্তে ভারতের প্রধান লক্ষ্য হল দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় এখানে ফিরিয়ে আনা ।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, এই সময়ে আমরা কাবুলের পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছি । স্পষ্টতই, তালিবান এবং তার প্রতিনিধিরা কাবুল দখল করেছে । সুতরাং এই মুহূর্তে আমরা প্রত্যেকের মতো আফগানিস্তানের দিকে নজর রাখছি । আমাদের মূল লক্ষ্য হল আফগানিস্তানের নিরাপত্তা এবং ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা ।

আরও পড়ুন, Afghanistan : আফগান সেনার জন্য খরচ করা কয়েক বিলিয়ন ডলারে লাভ হয়েছে তালিবানদেরই

2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত, ভারতের সঙ্গে আফগানিস্তানের ভাল সম্পর্ক ছিল । তখন তালিবানরা ছিল না । এই সময় আফগানিস্তানে প্রচুর টাকা বিনিয়োগ করেছিল ভারত । সেই বিনিয়োগ এখন আদৌ কাজে লাগবে কি না সন্দেহ আছে । এই বিষয়ে জয়শঙ্কর বলেন, এই বিনিয়োগ মূলত আফগানিস্তানের জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন ঘটায় । এটাই আগামীদিনে তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পথপ্রদর্শক হবে ।

Last Updated :Aug 19, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.