Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

author img

By

Published : Nov 9, 2021, 7:56 PM IST

Elderly woman becomes worlds first patient to be diagnosed with Climate Change

দূষণ এবং অত্যধিক গ্রিন হাউস গ্যাসের নির্গমনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দীর্ঘ দিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা ৷ উন্নত দেশগুলিকে এব্যাপারে সতর্ক করতে রাস্তায় নেমে একটানা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন পরিবেশ সচেতন মানুষজন ৷ তাতে প্রাথমিক ভাবে সাড়া মিললেও, হাঁকডাকই সার ৷ জলবায়ু পরিবর্তন রুখতে তেমন কোনও বড় পদক্ষেপ করতে দেখাই যায়নি বিশ্বের তাবড় দেশকে ৷

টরন্টো, 9 সেপ্টেম্বর: আর শুধু পরিবশ নয়, জলবায়ু পরিবর্তনের হানা এ বার সরাসরি মানবশরীরে ৷ কানাডায় 70 বছর বয়সি এক মহিলা আক্রান্ত হলেন ‘জলবায়ু পরিবর্তন’ রোগে ৷ একটানা তাপপ্রবাহ এবং দূষিত বাতাসে তাঁর শরীরে বাসা বেঁধেছে এই রোগ ৷ পরিবেশের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা ৷ কিন্তু সরাসরি এবার মানবশরীরে থাবা বসালো জলবায়ু পরিবর্তন ৷ আক্রান্ত ওই মহিলাই বিশ্বের প্রথম ‘ক্লাইমেট চেঞ্জ’ অর্থাৎ জলবায়ু পরিবর্তনে আক্রান্ত রোগী ৷

আক্রান্ত ওই মহিলা কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অধিবাসী ৷ বেশ কিছু দিন আগে হাঁপানির উপসর্গ দেখা দেয় তাঁর ৷ সেই থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন ৷ দীর্ঘ দিন ওই মহিলাকে পর্যবেক্ষণ করে, তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করে ওই চিকিৎসকেরাই জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রথম রোগী ওই মহিলা ৷ এমনিতেই ডায়বিটিস রয়েছে ওই মহিলার ৷ হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে ৷ একটি ট্রেলারের মধ্যে তাঁর বাস, যার মধ্যে বাতাস চলাচলের সঠিক ব্যবস্থা নেই ৷ কিছুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷

আরও পড়ুন: America: দেড় বছর পর উঠল নিষেধাজ্ঞা, বিদেশি ভ্রমণকারীদের জন্য দরজা খুলে দিল আমেরিকা

সংবাদমাধ্যমে ওই মহিলার চিকিৎসকেরা জানিয়েছেন, আচমকা দুর্বল হয়ে পড়েন ওই মহিলা ৷ যতই জল খান না কেন, মুখের ভিতরটা শুকিয়ে যেতে থাকে বার বার ৷ অস্বাভাবিক রকম ঝিমুনি এবং ক্লান্তি বোধ করতে থাকেন ৷ ডিহাইড্রেশন হয়েছে বুঝেই চিকিৎসা করাতে আসেন ৷ কিন্তু পরীক্ষা করে দেখা যায়, সমস্যা আরও গভীরে ৷ তাতেই তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ খুঁটিয়ে দেখে, বিশ্লেষণ করে দেখা হয় প্রত্যেক উপসর্গ ৷ তাতেই বোঝা যায় যে, ওই মহিলা জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছেন ৷

দূষণ এবং অত্যধিক গ্রিন হাউস গ্যাসের নির্গমনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দীর্ঘ দিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা ৷ উন্নত দেশগুলিকে এব্যাপারে সতর্ক করতে রাস্তায় নেমে একটানা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন পরিবেশ সচেতন মানুষজন ৷ তাতে প্রাথমিক ভাবে সাড়া মিললেও, হাঁকডাকই সার ৷ জলবায়ু পরিবর্তন রুখতে তেমন কোনও বড় পদক্ষেপ করতে দেখাই যায়নি বিশ্বের তাবড় দেশকে ৷ বরং পাহাড়-জঙ্গল সাফ করে খনিজ উত্তোলন, বহুতল নির্মাণ, কয়লার জোগান বাড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে আরও শক্তিশালী করা থেকে বিরত হচ্ছে না কেউই ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

ঘরে ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, রাস্তাঘাটে থিকথিক করা যানবাহন, বাজি পোড়ানো, শিল্প এবং রাসায়নিক বর্জ্য দহনের প্রভাবে দিন দিন আরও বিষময় হয়ে উঠছে বাতাস ৷ মাত্রাতিরিক্ত দূষণের কারণে বেড়ে চলেছে তাপমাত্রা ৷ এমনকি ঋতুর পর্যায়ক্রমেও বদল দেখা দিতে শুরু করেছে ৷ এমনকি উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলে বাড়তে শুরু করেছে সমুদ্রের জলস্তরও ৷ এমন পরিস্থিতিতে কানাডার ওই মহিলা জলবায়ু পরিবর্তনের শিকার হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশ এবং সমাজ সচেতন মানুষ ৷

উল্লেখ্য, উষ্ণায়নের ফলে গত জুন মাসে কানাডার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রিতে পৌঁছয় । তীব্র তাপপ্রবাহে দেশে 500-র বেশি মানুষ মারা যান । জুলাই-আগস্ট মাসে দেশে বাতাসের গুণমান 43 গুণ বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় । সেখান থেকেই সত্তরোর্ধ্ব ওই মহিলা জলবায়ু পরিবর্তনের প্রকোপে পড়েছেন বলে মত চিকিৎসকদের । তাই দেশের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা মিলে পৃথিবীর স্বাস্থ্যরক্ষায় ‘ডক্টর্স অ্যান্ড নার্সেস ফর প্ল্যানেটারি হেলথ’ সংগঠন গড়ে তুলেছেন ৷ জলবায়ু পরিবর্তন পরিবেশ তো বটেই, মানবশরীরের পক্ষে কতটা বিপজ্জনক, তা বোঝাতে সচেতনতামূলক কর্মসূচি চালাবেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.