ETV Bharat / international

দ্বিতীয়বার জাতিসংঘের মহাসচিব পদে আন্তোনিও গুতেরস

author img

By

Published : Jun 19, 2021, 5:30 AM IST

সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনে জেনারেল অ্যাসেম্বলির নির্বাচনে দ্বিতীয় বারের জন্য জাতিসংঘের মহাসচিব হলেন

Antonio Guterres becomes second term Secretary General of United Nations
জাতিসংঘে দ্বিতীয়বার মহাসচিব পদে আন্তোনিও গুতেরস

নিউ ইয়র্ক, 19 জুন : 193 দেশের সম্মিলিত বিশ্ব সংস্থা জাতি সংঘের দ্বিতীয়বার মহাসচিব হলেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরস ৷ তাঁর প্রথম মেয়াদের কার্যকাল 2021 এর ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে ৷ সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনে জেনারেল অ্যাসেম্বলি ফের তাঁকে দ্বিতীয় মেয়াদে(2022-2026) নির্বাচন করে ৷ জাতিসংঘ শুক্রবার টুইট করে তা জানায় ৷

মহাসচিব আন্তোনিও গুতেরস টুইট করে জানান, জাতিসংঘ দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসাবে দায়িত্ব পালনে আমার উপর আস্থা রেখেছে ৷ আমি তার জন্য কৃতজ্ঞ । জাতিসংঘের দায়িত্ব পালন এক মহৎ কর্তব্য ৷ " শপথ নেওয়ার সময় তিনি বলেন,"আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে আমাদের সবচেয়ে বড় সুযোগ বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের ভবিষ্যত উন্নত করতে হবে ৷"

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকেও একই কথা বলেন মহাসচিব ৷ তিনি বলেন,"প্যান্ডেমিক পরিস্থিতিতে দেখলাম, আমরা একাকী কিছুই করতে পারি না ৷ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ৷ সংহতি ও বিশ্বাসের পুণর্নিমাণ করা দরকার আমাদের ৷"

আরও পড়ুন : ভূমি ক্ষয় রোধে রাষ্ট্রসংঘের ভার্চুয়াল বৈঠক সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদি

আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন আন্তোনিও গুতেরসকে অভিনন্দন জানিয়ে বলেন, " আমাদের মজবুত ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখতে দেশ বদ্ধপরিকর ৷ জাতিসংঘ সচিবালয়ে একটি সহযোগী, কার্যকর, এবং ফলাফল-ভিত্তিক নেতা প্রয়োজন ৷ আন্তোনিও গুতেরস তার উপযুক্ত ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.