BFTA Award: 'বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড'-এ লিভিং লেজেন্ড পুরস্কার পরাণ বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Aug 14, 2023, 3:40 PM IST

Pic Credit Jeet Prosenjit Instagram

'বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড'-এ সম্মানিত হলেন একঝাঁক টলি তারকা ৷ লিভিং লেজেন্ড পুরস্কারে সম্মানিত পরাণ বন্দ্যোপাধ্যায় ৷ তালিকায় প্রসেনজিৎ, জিতরাও ৷

কলকাতা, 14 অগস্ট: যে কোনও পুরস্কারই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় এবং প্রেরণা জোগায় । বছরের নানা সময়ে শিল্পীদের সম্মানিত করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা । চলতি বছরের 'বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড' (বেসরকারি) অনুষ্ঠানটি সম্পন্ন হল 13 অগস্ট । এদিন পুরস্কার তুলে দেওয়া হল একঝাঁক কলাকুশলীদের হাতে ৷

এবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিভিং লেজেন্ড হিসেবে পুরষ্কৃত হলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে পরাণ বন্দোপাধ্যায় অভিনীত এবং রাজ চক্রবর্তী পরিচালিত সিরিজ 'আবার প্রলয়' । ছয় বছর পরে বড় পর্দায় যখন 'ফেলুদা' এল 'হত্যাপুরী' র মাধ্যমে, তখনও সেই ছবিতেও বাদ পড়েননি তিনি । হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ । বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র । মনে প্রাণে আজও একেবারে যুবক সকলের প্রিয় পরাণদা । হীরালাল সেন এবং দেবকী কুমার বসু স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে ।

Bengali film and television award
লিভিং লেজেন্ড পুরস্কারে সম্মানিত হলেন পরাণ বন্দোপাধ্যায়

এ ছাড়াও 'আয় খুকু আয়' ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য পুরষ্কৃত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । 'অপরাজিত' ছবির জন্য 'বেস্ট মেক আপ আর্টিস্ট ইন ফিল্ম'-এর জন্য পুরষ্কৃত হলেন ইন্ডাস্ট্রির ব্যস্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু । 'লক্ষ্মী ছেলে' ছবির জন্য 'বেস্ট অ্যাক্টর ইন এ নেগেটিভ রোল'-এর পুরস্কার পেলেন ইন্দ্রাশিস রায়। 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের জন্য 'বেস্ট নেগেটিভ মেল অ্যাক্টর'-এর পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা রাজীব বসু।

Winners List of Bengali film and television award
পুরস্কৃত হলেন অনির্বাণ ভট্টাচার্যও
পুরস্কৃত হলেন সুপারস্টার জিতও ৷ 'রাবণ' ছবির জন্য পুরস্কার পেলেন জিৎ । 'কলকাতা চলন্তিকা' ছবিতে তাঁর কণ্ঠ ছুঁয়ে গিয়েছিল সকলের মন ৷ আর সেই কারণেই এবার 'সেরা সঙ্গীত শিল্পী (মহিলা)'র পুরস্কার জিতে নিলেন লগ্নজিতা চক্রবর্তী । 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে সেরা নেগেটিভ চরিত্রের জন্য সৌরভী মল্লিকও জিতে নিলেন পুরস্কার ।
Bengali film and television award
রাবণ ছবির জন্য় সম্মানিত জিৎ

'প্রজাপতি' ছবিতে কমিক রোলের জন্য সেরা অভিনেতার পুরস্কার গেল খরাজ মুখোপাধ্যায়ের ঘরে । 'ডাকঘর' ওয়েব সিরিজের জন্য পুরষ্কৃত হলেন দিতিপ্রিয়া রায় । 'মন্দার' ওয়েব সিরিজে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন অনির্বাণ ভট্টাচার্য । 'অপরাজিত' ছবির সম্পাদনার জন্য পুরষ্কৃত হন অর্ঘ্যকমল মিত্র । 'কিশমিশ' ছবির সঙ্গীত পরিচালনার জন্য পুরষ্কৃত হলেন নীলায়ন চট্টোপাধ্যায় ।

Winners List of Bengali film and television award
আয় খুকু আয় ছবির জন্য় পুরস্কৃত প্রসেনজিৎ
পুরস্কার তুলে দেওয়া হল 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের দু'জন শিশু শিল্পী সোনা এবং রূপা অর্থাৎ মিশিতা রায়চৌধুরী এবং সৃষ্টি মজুমদারের হাতেও । 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের জন্য পুরষ্কৃত হন নায়িকা অন্বেষা হাজরা । 'মিঠাই' ধারাবাহিকের জন্য পুরস্কার জিতে নিলেন সৌমিতৃষা কুণ্ডু। 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে পার্শ্বচরিত্রের জন্য সম্পূর্ণা লাহিড়ীও পেলেন বিএফটিএ পুরস্কার ।
Bengali film and television award
গোরা ওয়েব সিরিজের জন্য পুরস্কার পেলেন ঋত্বিক চক্রবর্তী

আরও পড়ুন: 'হাউসফুল ছবি', টুইটে ধন্যবাদ দেবের, জানালেন পরবর্তী ছবির প্রি টিজার মুক্তির দিন

'সারেগামাপা' পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন অভিজিৎ সেন । 'বল্লভপুরের রূপকথা' ছবিতে পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার জিতে নিলেন শ্যামল চক্রবর্তী । 'মিঠাই' ধারাবাহিকে পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার পেলেন বিশ্বজিৎ চক্রবর্তী । 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের সেরা লেখক হিসেবে পুরস্কার পেলেন স্নেহাশিস চক্রবর্তী । 'বেলাশুরু' ছবির জন্য অপরাজিতা আঢ্য, 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের জন্য বাংলা টেলিভিশনের সেরা মিউজিক কম্পোজার হিসেবে পুরষ্কৃত হলেন শোভন গঙ্গোপাধ্যায় । 'মহানন্দা' ছবির জন্য গার্গী রায়চৌধুরী, ওয়েব সিরিজ 'গোরা'র জন্য ঋত্বিক চক্রবর্তী, 'প্রজাপতি' ছবির জন্য কনীনিকা বন্দ্যোপাধ্যায়কেও সম্মানিত করা হল এদিন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.