ETV Bharat / entertainment

Urfi New Look : বর্ষার জন্য রেডি তো? উরফি আনলেন নতুন স্টাইল

author img

By

Published : Apr 22, 2022, 4:30 PM IST

Updated : Apr 22, 2022, 5:00 PM IST

রেনকোটের প্লাস্টিক প্যান্টকে স্টাইলিশ বানিয়ে সকলের চোখ কপালে তুলে দিলেন উরফি (Urfi Javed New Look Goes Viral) ৷

Urfi New Look
বর্ষার জন্য় রেডি তো? উরফি আনলেন নতুন স্টাইল

হায়দরাবাদ, 22 এপ্রিল : তাঁর উদ্ভট ফ্যাশন দেখে চোখ মাঝে মধ্যেই চক্ষু ছানাবড়া হয়ে যায় নেটিজেনদের ৷ কখনও সেফিটিপিন দিয়ে জামা বানিয়ে, কখনও সারা শরীরে ছবি আটকে ক্য়ামেরার সামনে এসে সকলকে চমকে দিয়েছিলেন তিনি ৷ ফ্যাশানের এই রানির নাম যে উরফি জাভেদ তা আর আলাদা করে না বললেও চলে ৷

কটনক্যান্ডি দিয়ে পোশাক তৈরি করে ফ্যাশন পুলিশদের চোখ কপালে তুলে দেওয়ার পর, এবার ফের একবার বড় চমক দিলেন এই সুন্দরী ৷ তাঁর শেষ দু'টি ভিডিয়োর একটিতে তিনি দু'টি প্যান্টকে সেলাই করে বানালেন অদ্ভুত এক পোশাক ৷ অন্য়টিতে তিনি দেখালেন রেনকোটের প্লাস্টিক প্যান্টকেও কীভাবে স্টাইলিশ বানিয়ে নেওয়া যায় ৷ তাঁর নতুন এই ভিডিয়োগুলিও একইরকম ভাইরাল হয়েছে দর্শকদের মধ্য়ে ৷ প্রথম ভিডিয়োতে উরফি যে শুধু প্যান্ট নিয়েই কারিকুরি দেখিয়েছেন তা কিন্তু নয়, তিনি জানিয়েছেন ছবিতে যে টপটি পড়েছেন, তাও তৈরি হয়েছে জামার কলার দিয়ে (Urfi Javed New Look Goes Viral)৷

আরও পড়ুন : ছবির পর এবার সেফটি পিন! উরফি পোশাক দেখে চোখ কপালে নেটিজেনদের

আর এবারও একইরকমভাবে গোলাপি বিকিনির ওপর রেনকোটের কাটআউট প্যান্ট পরে সামনে এসে সকলকে অবাক করে দিলেন তিনি ৷ ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, "এর পিছনের আইডিয়াটি ছিল মৎসকন্য়ারা যদি আমাদের মধ্য়ে এসে হেঁটে বেড়াত তাহলে কেমন হত ৷" তাঁর পোশাক নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ উপচে পড়েছে কমেন্টবক্স ৷

Last Updated : Apr 22, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.