ETV Bharat / entertainment

Sushmita Sen Series Taali: স্বাধীনতা দিবসে বড় চমক নিয়ে আসছেন সুস্মিতা, দেখুন 'তালি' সিরিজের ঝলক

author img

By

Published : Jul 29, 2023, 10:03 PM IST

মুক্তি পেল সুস্মিতা সেনের নতুন ওয়েব সিরিজ 'তালি'র প্রথম ঝলক ৷ সঙ্গে সিরিজের মুক্তির দিনক্ষণও জানিয়ে দিলেন নির্মাতারা ৷

Sushmita Sen Series Taali
মুক্তি পেল তালির ঝলক

হায়দরাবাদ, 29 জুলাই: আরও একবার বলিষ্ঠ চরিত্রে ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ অভিনেত্রী একটু অন্য ধরনের চরিত্রেই নিজেকে মেলে ধরতে ভালোবাসেন ৷ একসময় 'ম্যায় হুঁ না'-র মতো কমার্শিয়াল ছবিতে শাহরুখের সঙ্গে জমিয়ে রোম্যান্স করা এই নায়িকা এবার ফুটিয়ে তুলবেন রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সাওয়ন্তের চরিত্রটি ৷ আগামিদিনে ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ শনিবার মুক্তি পেল তাঁর নতুন ওয়েব সিরিজ 'তালি'র ঝলক ৷

শনিবার একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ৷ ভিডিয়োতে গৌরীর সাজে নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন, "নমস্কার আমি সেই গৌরি ৷ যাকে কেউ হিজরা বলে কেউ বা সমাজকর্মী ৷ কেউ বলে তামাশা আবার কেউ বলে গেমচেঞ্জার ৷" রূপান্তরকামীদের জন্য লড়াই করা গৌরীকে পর্দায় প্রথম ঝলকে ঠিক এতটাই দাপটের সঙ্গে তুলে ধরেছেন নায়িকা ৷

তাঁর সংলাপ বলে দেয়, তিনি ভালোই জানেন আলোচনা এবং সমালোচনা চলতেই থাকবে ৷ কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার সকলের রয়েছে ৷ আর সেই কারণেই এখানে গৌরীর কণ্ঠে শোনা যায়, "আত্মাভিমান, স্বাধীনতা আর সম্মান আমার এই তিনটেই চাই ৷" তিনি যেন পিতৃতান্ত্রিক সমাজের দিকে ছুড়ে দেন এক চ্যালেঞ্জ ৷ আর সেই কারণেই এই ঝলকটি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, "গালি থেকে তালি পর্যন্ত, এই সফরের গল্প ৷ শ্রী গৌরী সাওয়ন্তের ভারতের থার্ড জেন্ডারদের জন্য লড়াইয়ের কাহিনি ৷"

আরও পড়ুন: কী বলছে বক্স অফিস রিপোর্ট, স্ক্রিনে কেমন জমল আলিয়া রণবীরের 'প্রেম কাহানি'?

কবে আসছে এই গল্প? আগামী স্বাধীনতা দিবসে জিয়ো সিনেমায় মুক্তি পেতে চলেছে আরেক স্বাধীনতা সংগ্রামের কাহিনি ৷ এই সংগ্রাম দেশের মাটির জন্য নয় বটে তবে এও এক অস্বিত্বের লড়াই ৷ সিরিজটির পরিচালনা করেছেন রবি যাদব ৷ তাঁর হাত ধরেই আগামী আরও একটি বায়োপিক উপহার পেতে চলেছেন অনুরাগীরা ৷ ছবিটির নাম 'ম্যায় অটল হুঁ' ৷ এখানে ফুটে উঠবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.