ETV Bharat / entertainment

RRKPK Box Office Collection: কী বলছে বক্স অফিস রিপোর্ট, স্ক্রিনে কেমন জমল আলিয়া-রণবীরের 'প্রেম কাহানি'?

author img

By

Published : Jul 29, 2023, 4:15 PM IST

প্রথম দিনে আশাপ্রদ আয় করতে পারল না আলিয়া-রণবীরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ প্রায় 11.50 কোটি টাকা আয় করল এই ছবি ৷

RRKPK Box Office Collection
রকি অউর রানি কি প্রেম কাহানির বক্সঅফিস রিপোর্ট

হায়দরাবাদ, 29 জুলাই: প্রায় সাত বছরের দীর্ঘ বিরতির পর ফের পরিচালনায় ফিরেছেন করণ জোহার ৷ করণের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার ৷ সমালোচকদের কাছে ইতিমধ্য়ে বেশ ভালোই রিভিউ পেয়েছে ছবিটি ৷ অনেকেই বলেছেন করণের ছবির নিয়ম মেনে আরও একটি দুরন্ত ছবি বানিয়েছেন পরিচালক ৷ কারও কারও আবারও আপত্তি রয়ে গিয়েছে চিত্রনাট্য ঘিরে ৷ তবে এরই মাঝে বক্স অফিসের রেজাল্ট কেমন হল?

প্রথম দিনে কিন্তু ছবির পারফরম্যান্স খুব আশা জাগাতে পারল না ৷ বরং দৌড়টা একটু ধীর গতিতেই শুরু করল রণবীর আলিয়ার এই ছবি ৷ স্যাকনিল্কের হিসাব বলছে প্রথম দিনে এই ছবি সারা দেশে আয় করেছে মাত্র 11 কোটি 50 লক্ষ ৷ মনে রাখতে হবে, প্রায় 178 কোটি টাকায় তৈরি হয়েছে এই প্রেমের গল্প ৷ করণও তাঁর ছবির কাহিনির প্রতি পুরোপুরি সৎ থাকার চেষ্টা করেছেন ৷ গল্পের অন্তরে পুরে দেওয়ার চেষ্টা করেছেন একটি সামাজিক বার্তাও ৷

গল্পের মধ্যে যেমন রয়েছে নারীবাদী আদর্শের প্রতিফলন তেমন রয়েছে প্রেম ৷ পুরোনো নস্টালজিয়া ফুটিয়ে তোলার জন্য কাশ্মীরের বরফে আলিয়ার নাচও তুলে এনেছেন ছবিতে ৷ টোটা, শাবানা, চূর্ণী থেকে রণবীর সিং পর্যন্ত অভিনয় দক্ষতায় মন ছুঁয়েছেন সকলেই ৷ কান্না-হাসির এই রোলার কোস্টার রাইড কিন্তু প্রথম দিনে ঠিক ততটাও আসর জমাতে পারল না ৷ করণ, যেমন নিজে এই ছবির হাত কামব্যাক করলেন তেমনই বক্স অফিসে শনি ও রবিবার দুরন্ত কামব্যাক করুক 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সেটাই চাইবে সকলে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সাজন থেকে মুন্না ভাই, সঞ্জুবাবার জীবনে অঘটনই 'বাস্তব'

কোথাও কোথাও আবার কিন্তু করণের ছবির জেরে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ছবির ব্যবসায় প্রভাব পড়েছে ৷ নোলানের এই ছবি এতদিন ভারতে বেশ দাপটের সঙ্গেই চলছিল কিন্তু ব্যবসায় কিছুটা প্রভাব ফেলল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ জানা গিয়েছে, গত শুক্রবার ছবির ব্যবসা এলাকা অনুসারে 50-75 শতাংশ পড়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.