ETV Bharat / entertainment

Aarya Season 3 Teaser: চুরুট মুখে পিস্তলে শান সুস্মিতার, সামনে এল আরিয়ার তৃতীয় সিজনের ঝলক

author img

By

Published : Jan 30, 2023, 5:57 PM IST

সামনে এল সুস্মিতা সেনের বিখ্যাত ওয়েব সিরিজ 'আরিয়া'র পরবর্তী অধ্যায়ের টিজার ৷ সোমবার নির্মাতারা জানালেন শুটিং চলেছে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এই গল্প (Sishmita Sen Aarya season 3 teaser Out )৷

Aarya Season 3 Teaser
সামনে এল সুস্মিতা সেনের বিখ্যাত ওয়েব সিরিজ আরিয়ার পরবর্তী অধ্যায়ের টিজার

মুম্বই, 30 জানুয়ারি: সামনে এল 'আরিয়া সিজন 3'-এর ঝলক ৷ সোমবারই নির্মাতারা এই নতুন প্রজেক্টের প্রথম ঝলক শেয়ার করেছেন নির্মাাতাদের জন্য় ৷ চমক ছাড়াই মূল ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন ৷ এই সিরিজ আগেই এমি পুরস্কারের জন্য় মনোনয়ন পেয়েছে ৷ তৃতীয় সিজনে যোগ দিতে পেরে তিনি ভীষণই উত্তেজিত, এমনটাই জানিয়েছেন সুস্মিতা ৷ প্রাক্তন বিশ্ব সুন্দরীকে এই সিরিজে দেখা গিয়েছে একেবারে 'দাবাং' মেজাজে ৷ কখনও তাঁর হাতে সিগার কখনও বা ব্যারাটো পিস্তল ৷ বোঝাই যায় ক্ষমতার কেন্দ্রে থাকতে চলেছেন নায়িকা । তাঁকে ঘিরেই গড়ে উঠবে গল্পের রোমাঞ্চকর জাল ।

সোশাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন, "ফিরছেন তিনি...আর তিনি মানেই ব্যবসা । আরিয়া 3-এর শুটিং চলছে । সিরিজটি শীঘ্রই আসতে চলেছে ডিজনি+হটস্টারে (Sishmita Sen Aarya season 3 teaser Out )।" রাম মাধবানি এবং সন্দীপ মোদি নির্মিত সিরিজটির তৃতীয় সংস্করণ কবে আসছে, তা অবশ্য় জানা যায়নি। আসলে 'আরিয়া 3' সিরিজটি একটি ডাচ ক্রাইম ড্রামা 'পেনোজার'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷

এখানে তুলে ধরা হয়েছে একজন মধ্যবয়সি মহিলার গল্প ৷ যিনি পরিবারকে বাঁচানোর লড়াইয়ে নেমেছেন ৷ এর আগে দু'টি সিজনেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিজটি ৷ প্রথম সিজনটি শুরু হয়েছিল 2020 সালে আর দ্বিতীয় সিজনটি মুক্তি পায় 2021 সালে ৷ নির্মাতাদের ভালোবাসা জানিয়ে সুস্মিতা লিখেছেন, "আমি আরিয়া হিসাবে দু'টো মরশুম ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছি ৷ দর্শকদের কাছে পাওয়া অগনিত ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করেছে ৷"

আরও পড়ুন:ছোড়া হল বোতল, কর্ণাটকে আক্রান্ত কৈলাশ খের

অভিনেত্রীর হাতে এখন আরও কয়েকটি কাজ রয়েছে ৷ 'তালি' নামে একটি নতুন ওয়েব সিরিজে আগামিদিনে অভিনয় করতে চলেছেন তিনি ৷ বেশ অন্যরকম এই গল্প ৷ এখানে ট্রান্সজেন্ডার কর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে সুস্মিতাকে ৷ এই ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রবি যাদব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.