ETV Bharat / entertainment

কবে আসছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার-2 ? মুক্তির তারিখ ঘোষণা নির্মাতাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 9:18 PM IST

War-2 Release Date: টাইগার-3'র সাকসেসের পর আসছে যশ রাজ ফিল্মসের অ্যাকশন থ্রিলার ওয়ার-2 ৷ কবে মুক্তি পাবে সিনেমাটি ৷ প্রকাশ করলেন ছবির নির্মাতারা ৷

War 2 Release Date
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 সিনেমা

মুম্বই, 29 নভেম্বর: বক্স অফিসে ঝড় তুলেছে যশ রাজ ফিল্মস প্রযোজিত টাইগার-3 ৷ সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমার সাফল্যের পর অধীর আগ্রহে ওয়ার-2 অপেক্ষায় দর্শক ৷ টাইগার-3 ফিল্মের পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার-2 ৷ বুধবার নির্মাতারা জানিয়ে দিলেন, কবে আসছে এই সিনেমা ৷ যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে ৷

যশ রাজ ফিল্মসের তরফে অফিসিয়াল রিলিজের মাধ্যমে সিনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ আসন্ন স্পাই-থ্রিলার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে 2025 সালের 14 অগস্ট ৷ স্বাধীনতা দিবসের ছুটিতে হলে গিয়ে অ্যাকশন প্যাকড ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক ৷ এই সিনেমায় হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি ।

সিনে সমালোচক তরণ আদর্শ ইনস্টাগ্রামে 2025 সালে ওয়ার-2 সিনেমা মুক্তির খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত ওয়ার-2 নিঃসন্দেহে বক্স অফিসে ঝড় তুলবে । এক্স পোস্টে তিনি বলেন, "ওয়ার-2 মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ 2025 সালের স্বাধীনতা দিবসের ছুটিতে আসছে এই সিনেমা ৷ 14 অগস্ট 2025 সালের জন্য সকলে প্রস্তুত থাকুন ৷

টাইগার 3-এর ক্রেডিটের পরবর্তী দৃশ্যে পর্দায় যশ রাজ ফিল্মস হৃতিক রোশনের চরিত্রের আভাস দিয়েছে ৷ যা উত্তেজনা বাড়িয়েছে সিনেমা অনুরাগীদের মধ্যে । ওয়ার -2 হল 2019 সালের অ্যাকশন থ্রিলার ওয়ার-এর সিক্যুয়াল ৷ যেটিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর ।

বিপুল সাফল্য অর্জন করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ৷ মুক্তির এক সপ্তাহের মধ্যে 200 কোটি টাকা আয় করে এই সিনেমা ৷ এটি ছিল সেই বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার মধ্যে একটা । আগামিদিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন হৃতিক রোশন । অন্যদিকে জুনিয়র এনটিআরকে প্যান-ইন্ডিয়া ফিল্ম দেবরাতে সঈফ আলি খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে ।

আরও পড়ুন:

  1. নতুন পোস্টারে চমক! কবে মুক্তি পাবে 'ম্যায় অটল হু'; জানালেন পঙ্কজ ত্রিপাঠী
  2. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো
  3. প্রেক্ষাগৃহে ফাটল আতসবাজি! অনুরাগীদের 'গুণ্ডামি'তে আতঙ্কিত দর্শক, দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.