ETV Bharat / entertainment

Tamil Actor Babu Passes Away: বিনোদন জগতে শোকের ছায়া! 30 বছর কোমায় থাকার পর প্রয়াত জনপ্রিয় অভিনেতা বাবু

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 11:08 PM IST

ফের শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে! প্রয়াত তামিলের জনপ্রিয় অভিনেতা বাবু ৷ 30 বছর কোমায় ছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভক্তরা। শোকস্তব্ধ কলিউড ৷

প্রয়াত জনপ্রিয় অভিনেতা বাবু
Tamil Actor Babu Passes Away

চেন্নাই, 19 সেপ্টেম্বর: একের পর এক মৃত্যুর খবর ৷ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা বাবু মঙ্গলবার প্রয়াত হয়েছেন ৷ 30 বছর তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন ৷ তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা। শোকস্তব্ধ কলিউডও ৷ চলতি বছরের মে মাসে তামিল এবং তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা-পরিচালক শরৎ বাবু প্রয়াত হন ৷ তার ঠিক আগেই প্রযোজক মনোবালার আকস্মিক মৃত্যু হয়।

কে এই বাবু: অভিনেতা বাবু, যিনি 1990-এর দশকে খ্যাতি অর্জন করেছিলেন ৷ বিখ্যাত পরিচালক ভারতীরাজের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে যোগদানও করেছিলেন তিনি। ভারতীরাজ তাঁকে 'এন উয়ির থোজান' (1990) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুয়োগ দেন। ব্যস! তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি ৷ ছবিটি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলে ৷ এই সাফল্যের পরে, বাবু ভক্তদের কাছ থেকে প্রিয় উপাধি 'আমার জীবনসঙ্গী বাবু' অর্জন করেন। তিনি পরবর্তীকালে 'পেরুম পুলি (1991),' 'থায়াম্মা (1991),' এবং 'পোন্নুকু শেঠি ভানথাচু (1991)'-র মতো সিনেমার মাধ্যমে গ্রামীণ গল্পের উপরে গড়ে ওঠা কাহিনিতে নিজেকে উৎসর্গ করেন। যখন তিনি কলিউডে একজন প্রতিশ্রুতিমান অভিনেতা হিসাবে অগ্রসর হচ্ছিলেন, তখন এক সিদ্ধান্ত তাঁর জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়।

বাবু কখন দুর্ঘটনার সম্মুখীন হলেন: 'মানসারা ভাজথুঙ্গালেন (1991)'-এর চিত্রগ্রহণের সময় একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের দৃশ্য শুটিংয়ের জন্য নির্ধারিত হয়েছিল। সততার প্রতি তাঁর নিবেদন এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে, বাবু জোর দিয়েছিলেন যে দৃশ্যটি স্টান্ট ডাবল ব্যবহার বা নিরাপত্তা সতর্কতা ছাড়াই সঞ্চালিত হবে। তিনি চেয়েছিলেন, বাস্তবতার সঙ্গে সেই দৃশ্য ফুটিয়ে তোলা হোক ৷ পরিচালকের মনে উদ্বেগ থাকা সত্ত্বেও, বাবু নিজেই ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ দৃশ্যটি সম্পাদন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আর তাতেই ঘটে অঘটন ৷

দুঃখজনকভাবে, ওই লাফে দেওয়ার সময়, তিনি পিঠে গুরুতরভাবে আঘাত পান ৷ তাতেই তিনি প্যারালাইজড হয়ে যান ৷ 30 বছরের জন্য কোমায় চলে যান ৷ তিন দশক ধরে কত চিকিৎসা করা হয়েছে তাঁর কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ তিনি বসতেও পারতেন না ৷ তাঁকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আজ মঙ্গলবার, বাবুর স্বাস্থ্যের অবনতি হচঅছিল ৷ কোনওপ্রকার চিকিৎসায় তিনি আর সাড়া দিচ্ছিলেন না ৷ তারপরই তাঁর মৃত্যু ৷

আরও পড়ুন: প্রয়াত সাহিত্যিক গীতা মেহতা, নবীন পট্টনায়কের দিদির মৃত্যুতে শোকবার্তা মোদি-মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.