ETV Bharat / state

Gita Mehta Passes Away: প্রয়াত সাহিত্যিক গীতা মেহতা, নবীন পট্টনায়কের দিদির মৃত্যুতে শোকবার্তা মোদি-মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 12:26 PM IST

শনিবার মৃত্যু হয়েছে সাহিত্যিক, ফিল্ম নির্মাতা গীতা মেহতার ৷ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দিদি ৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
গীতা মেহতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি ও কলকাতা, 17 সেপ্টেম্বর: প্রয়াত গীতা মেহতা ৷ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দিদি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ দিল্লির বাসভবনে বার্ধক্যজনিত কারণেই শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের বাইরে থাকলেও এই মৃত্যুতে শোকবার্তা দিতে ভোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) তিনি লেখেন, "সাহিত্যিক গীতা মেহতার মৃত্যুতে আমি শোকাহত ৷ বিজু পট্টনায়কের কন্যা এবং ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন ছিলেন তিনি ৷ একজন সাহিত্যিক, চিত্রনির্মাতা এবং বহুমুখী প্রতিভার অধিকারী গীতা মেহতায় মৃত্যুতে আমরা আহত ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রতি এবং তাঁর পরিবার, বন্ধু, সাহিত্যানুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷ তাঁর আত্মা শান্তিতে থাকুক ৷"

  • Feel sad at the news of the passing away of the author Gita Mehta. Daughter of a titan, Biju Patnaik, and sister of the current Chief Minister of Odisha, Naveen Patnaik, she was a distinguished writer, film-maker, and a multi-dimensional cultural personality. Her death diminishes…

    — Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লেখেন, "লেখিকা শ্রীমতি গীতা মেহতার মৃত্যুতে আমি দুঃখিত ৷ তিনি বহুবিধ প্রতিভার অধিকারী ছিলেন ৷ তাঁর চিন্তাভাবনা, লেখার প্রতি তাঁর অনুরাগ, এমনকী ফিল্ম তৈরির জন্য তিনি বিখ্যাত ছিলেন ৷ তিনি প্রকৃতিপ্রেমীও ৷ জল সংরক্ষণের বিষয়ে তিনি উৎসাহী ছিলেন ৷ এই শোকের সময়ে নবীন পট্টনায়ক এবং পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি !"

1943 সালের দিল্লিতে জন্মগ্রহণ করেন গীতা মেহতা ৷ তাঁর এক পুত্র রয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, তিনি তাঁর ছোট ভাই নবীন পট্টনায়কের খুব কাছের মানুষ ছিলেন ৷ ভুবনেশ্বরে এসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, "ওড়িশার মানুষ খুবই ভাগ্যবান ৷ তাঁরা নবীন পট্টনায়কের মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন ৷"

  • I am saddened by the passing away of noted writer Smt. Gita Mehta Ji. She was a multifaceted personality, known for her intellect and passion towards writing as well as film making. She was also passionate about nature and water conservation. My thoughts are with @Naveen_Odisha

    — Narendra Modi (@narendramodi) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পুজো দিতে এসেছেন, পট্টনায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ; ওড়িশা পৌঁছে জানালেন মমতা

গীতা মেহতা প্রথমে ভারতেই পড়াশোনা করেন ৷ পরে উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান ৷ তাঁর বিখ্যাত বইগুলির মধ্যে অন্যতম 'কর্মা কোলা', 'স্নেক অ্যান্ড ল্যাডারস', 'আ রিভার সূত্র', 'রাজ', 'দ্য ইটারনাল গণেশা' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.