Shatarup Ghosh : রাজনীতি থেকে পরিচালনা, তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন সিপিএমের শতরূপ

author img

By

Published : May 21, 2022, 3:44 PM IST

Documentary on Tarun Majumder

সত্যজিৎ, ঋত্বিক, মৃণালদের পর এবার বাংলা চলচ্চিত্রের আরও এক প্রণম্য ব্যক্তির জীবনকে পর্দায় তুলে ধরে রাখার কাজ শুরু হল ৷ পরিচালক তরুণ মজুমদারের জীবন এবং ছবি তৈরির নানা গল্প নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন বামনেতা শতরূপ ঘোষ (Bengali Documentary Film on Tarun Majumder) ৷

কলকাতা, 21 মে : সত্যজিত রায়ের জন্ম শতবর্ষে 'অপরাজিত' মুক্তি পাওয়ার পর থেকে তা এখন অন্যতম চর্চার বিষয় । অনীক দত্তের এই ছবি রীতিমত প্রশংসা কুড়োচ্ছে ৷ প্রয়াত আরও এক পরিচালক মৃণাল সেনকে নিয়েও তৈরি হচ্ছে তিনটি ছবি । ঋত্বিক ঘটককে নিয়ে কাজ তো আগেই হয়েছে ৷ এর পাশাপাশি আরও একটি নাম রয়েছে যাঁর হাত ধরে বাংলা পেয়েছে 'বালিকা বধূ', 'আগমন','দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা'-র মত একের পর হিট ছবি ৷ এবার সেই তরুণ মজুমদারকে নিয়েই তথ্যচিত্র তৈরি করছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Bengali Documentary Film on Tarun Majumder)।

অনুমতি দিয়েছেন খোদ বর্ষীয়ান পরিচালকই ৷ কাজও অনেক খানি এগিয়ে গিয়েছে । চিরকালই বাম রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা তরুণ মজুমদারকে নিয়ে এমন প্রয়াস ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল । এই ডকুমেন্টরিতে থাকছে গুলজার, সৃজিত মুখোপাধ্যায়ের মত তারকা ডিরেক্টরদের সাক্ষাৎকার । থাকছে দেবশ্রী রায়ের সাক্ষাৎকারও । তথ্যচিত্রে দীর্ঘ সাক্ষাৎকারে থাকছে তরুণ মজুমদারের ছবির তৈরির নেপথ্যের নানা অজানা গল্প ।

থাকছে বাম আন্দোলন নিয়ে তাঁর মনের কথাও । কীভাবে ফের লড়াইয়ের মূলস্রোতে ফিরতে পারবে বামপন্থী দলগুলি তা নিয়েও নিজের মনোভাব জানিয়েছেন তরুণ মজুমদার । বিভিন্ন জায়গা ঘুরে শ্যুট হয়েছে এই ছবির । তবে আলাদা করে বলতে হয় শতরূপ ঘোষের কথা । গোটা রাজ্যে বাম আন্দোলনের অন্যতম মুখ শতরূপ হাজার ব্যস্ততার মাঝেও সিনেমাটোগ্রাফার পঞ্চানন পোদ্দারকে সঙ্গে নিয়ে চষে ফেলেছেন বিভিন্ন গ্রাম ।

Documentary on Tarun Majumder
তরুণ মজুমদারকে নিয়েই তথ্যচিত্র তৈরি করছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সাংস্কৃতিক লড়াই জারি রেখেই ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে বামেরা । আর সেই রাস্তায় নিঃসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ ৷ তরুণ মজুমদারের ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, তা একইভাবে যেমন সাধারণ মানুষের মন জিতে নিয়েছে, তেমনই আদায় করে নিয়েছে সিনেমা বোদ্ধাদের প্রশংসা ৷ সাম্প্রতিককালের পরিচালকরা একবাক্যে স্বীকার করে নেন বাংলা সিনেমায় তাঁর বিরাট অবদানের কথা ৷ আর তাই এহেন নির্মাতার জীবনের অজানা গল্পকে যে তথ্যনিষ্ঠভাবে সংরক্ষণ করা একান্তই জরুরি তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: আইপিএল ফাইনালের দিনেই লাল সিং চাড্ডার ট্রেলার সামনে আনছেন আমির

তবে এই তথ্যচিত্র তৈরি নিয়ে শতরূপ এখনই মুখ খুলতে রাজি নন । চলতি মাসের শেষে কয়েকদিন শ্যুটিং করবেন । কিন্তু এখনই বিষয়টি প্রচারের আলোয় আসুক তা চান না এই বাম নেতা । পরিচালক বা অভিনেতা থেকে রাজনীতিতে গিয়েছেন এমন মানুষ বাংলায় প্রচুর রয়েছেন । তবে রাজনীতি থেকে নির্দেশনায় আসার নজির এদেশে অন্তত খুব একটা নেই । সেক্ষেত্রেও ছক্কা হাকিয়েছেন শতরূপ । ইনিংসের শুরুটাই তিনি করলেন তরুণ মজুমদারকে দিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.