ETV Bharat / entertainment

500 কোটি পার করলেন প্রভাস, 'সালার'-'ডাঙ্কি' সম্মুখ সমরে কত পিছিয়ে শাহরুখ ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 10:37 PM IST

Salaar-Dunki Box Office Collection: বক্স অফিসে রীতিমতো লড়াই চলেছে শাহরুখ খানের 'ডাঙ্কি' এবং প্রভাসের 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার'-এর মধ্যে ৷ এখনও পর্যন্ত কত আয় করল দু'টি ছবি? দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্য়েই 300 কোটি পার করেছে 'ডাঙ্কি' ৷ 500 কোটি ছুঁয়েছে 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' ৷

Salaar And Dunki Box Office Collection
'সালার'-'ডাঙ্কি' সম্মুখ সমরে কত পিছিয়ে শাহরুখ

হায়দরাবাদ, 29 ডিসেম্বর: প্রশান্ত নীল পরিচালিত 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে ৷ পাশাপাশি রাজকুমার হিরানির 'ডাঙ্কি' নিয়ে উৎসাহ কম নেই ৷ যদিও দু'টি ভিন্ন ঘরানার দুই ছবির মধ্যে তুলনা চলে না ৷ তবে বক্স অফিসে আপাতত সম্মুখ সমরে শাহরুখ খান এবং প্রভাস ৷ দুই সুপারস্টারের লড়াই দেখতে রীতিমতো মুখিয়েছিলেন সকলেই ৷ এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে এগিয়ে রয়েছে 'সালার'-ই ৷

বিশ্বব্যাপী আয়ের নিরিখে এই ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে 500 কোটির ক্লাবে ৷ সপ্তম দিনের রেকর্ড বলছে শুধু ভারতে 'সালার' আয় করেছে 300 কোটি টাকা ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী ভারতে 13.50 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ যার জেরে 'সালার'-এর বর্তমান আয় দাঁড়িয়েছে 308.90 কোটি টাকা ৷ প্রথম দিনে 90 কোটি টাকা দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসানের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ সপ্তমদিনের পর দেশ-বিদেশ মিলিয়ে এখন 550 কোটি ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে এই ছবি ৷

অন্যদিকে সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল 'ডাঙ্কি' ছবিটিও ৷ এই সিনেমাকে অনেকেই রাজকুমার হিরানির দাপুটে ছবির তালিকায় জায়গা দিতে চাননি ৷ কিন্তু এই ফ্যামিলি ড্রামা বেশ সফল বক্স অফিসে ৷ ইতিমধ্যেই ছবিটি ভারতে আয় করে ফেলেছে প্রায় 161.01 কোটি টাকা ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী ছবিটি অষ্টম দিনে ভারতে আয় করেছে প্রায় 9 কোটি টাকা ৷

আর রেড চিলিস এন্টারটেইনমেইন্টের রিপোর্ট বলছে বিদেশ এবং দেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 323.77 কোটি টাকা ৷ একথা ঠিক যে দু'টি ছবি বাজেটের ক্ষেত্রেও অনেকটাই বেশি বাজেটে তৈরি হয়েছে 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' ৷ 'সালার' তৈরি করতে খরচ হয়েছে প্রায় 270 কোটি ৷ পাশাপাশি 'ডাঙ্কি' তৈরি হয়েছে 120 কোটি টাকায় ৷

আরও পড়ুন:

  1. মারুতি দশারির সঙ্গে হাত মেলাচ্ছেন প্রভাস ! সালারের সাফল্যের মাঝেই এল নতুন ছবির খবর
  2. আসল হাল্কের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর, টুইঙ্কলের জন্মদিনে একি বললেন অক্ষয় ?
  3. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.