ETV Bharat / entertainment

RRKPK BO Collection: 50 কোটির ক্লাবে রকি আর রানির গল্প, দেখে নিন চতুর্থ দিনের রিপোর্ট

author img

By

Published : Aug 1, 2023, 2:04 PM IST

চার দিনেই 50 কোটির ক্লাবে জায়গা পেল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ চতুর্থ দিনের শেষে ছবির আয় অবশ্য কিছুটা কমল ৷

RRKPK BO Collection
চার দিনেই 50 কোটির ক্লাবে করণের ছবি

হায়দরাবাদ, 1 অগস্ট: চার দিনের মধ্যেই 50 কোটির ক্লাবে জায়গা পেল আলিয়া ভাট-রণবীর সিংয়ের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ করণ জোহরের এই কামব্যাক ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা ৷ অভিনয় দক্ষতার গুণে রণবীর ফের একবার সকলের মন কেড়েছেন ৷ পঞ্জাবি তরুণের ভূমিকায় তাঁকে শুধু যে ভীষণ ভালো মানিয়েছে তা নয় তাঁর এনার্জি চরিত্রটিকে আরও প্রাণবন্ত করেছে ৷ অন্যদিকে, বাঙালি মেয়ের চরিত্রে বেশ মানিয়েছে আলিয়াকেও ৷ আর তাই ভালো ব্যবসা করছে ছবিটি ৷

যদিও সোমবার ব্যবসা কিছুটা পড়েছে ৷ শনি ও রবিবারের পর সেটা হওয়া অস্বাভাবিকও নয় ৷ অনেক ছবির ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে ৷ শনিবার ও রবিবার এই 2 দিনে 34.80 কোটি টাকা ঘরে তুলে ফেলেছিল 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ আর প্রথম দিনেও এই ছবি খাতা খুলেছিল 11.10 কোটি টাকা দিয়ে ৷ এর জেরে প্রথম তিন দিনেই ছবির আয় দাঁড়িয়েছিল 45 কোটির কিছু বেশি ৷

চতুর্থ দিনে কত টাকা ঘরে তুলল করণের এই ছবি? সোমবার কিছুটা ধ্বস খেলেও দেশজুড়ে 7.50 কোটি টাকার ব্যবসা করেছে রকি আর রানির এই প্রেমের গল্প ৷ ইন্ড্রাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি তেমনটাই ৷ এর ফলে ছবির মোট আয় হয়েছে 53.40 কোটি ৷ প্রথম দিনের পর দ্বিতীয় দিনে 44% এরও বেশি আয় করেছিল ছবিটি ৷ সেই রেকর্ডে কিছুটা পতন হলেও অনেকেই বলছেন আবারও ঘুরে দাঁড়াবে করণের এই স্বপ্নের প্রজেক্ট ৷

আরও পড়ুন: সামনে এল শাহরুখের 'জিন্দা বান্দা', ঝড় নেট দুনিয়ায়

আলিয়া-রণবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, টোটা রায় চৌধুরী, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং শাবানা আজমির মতো অভিনেত্রীরা ৷ করণের ছবির নিয়ম মেনে ক্যামিয়োও রয়েছে কিছু ৷ কিন্তু তার প্রভাবে বক্স অফিসের দৌড়ে করণ উইনার ট্রফি ছিনিয়ে নিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.