ETV Bharat / entertainment

সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 4:35 PM IST

Updated : Jan 9, 2024, 8:45 PM IST

Rashid Khan Dies: প্রয়াত সঙ্গীতশিল্পী রশিদ খান ৷ 55 বছর বয়সেই থেমে গেল সঙ্গীত জীবনের যাত্রা ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 9 জানুয়ারি: প্রয়াত সঙ্গীতশিল্পী রশিদ খান ৷ মঙ্গলবার বিকেল 3টে 45 মিনিটে প্রয়াত হলেন তিনি ৷ এদিন পিয়ারলেস হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম পৌঁছন ৷ তারপরেই সাংবাদিক সামনে তাঁর প্রয়াণের খবর প্রকাশ করা হয় ৷

পিয়ারলেস হাসাপাতালেই সন্ধ্যে 6টা পর্যন্ত রাখা হবে উস্তাদ রশিদ খানের দেহ ৷ বুধবার রবীন্দ্র সদনে বেলা 1টায় নিয়ে আসা হবে সঙ্গীতশিল্পীর মরদেহ ৷ সেখানে তাঁকে দেওয়া হবে গান স্যালুট ৷ এরপর মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন মরদেহ নিয়ে যাবেন বাড়িতে ৷ সেখানে বেশ কিছু নিয়ম পালন করার পর টালিগঞ্জ কবরস্থানে সম্পন্ন হবে শেষকৃত্য ৷

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, সঙ্গীত দুনিয়ায় অপূরণীয় এই ক্ষতি ৷ ভাবতে পারছি না রশিদ নেই ৷ আমার ওর মুখটা খুব মনে পরছে ৷ ওকে বেশি বেশি করে গান করতে বলতাম ৷ ছেলেকে খুব ভালো করে গান শিখিয়েছেন ৷ আমি পরিবারকে জানিয়েছি, অভিভাবক হিসাবে সবসময় তাঁদের পাশে থাকব ৷ মানবিক মানুষ হিসাবে তাঁকে হারানো মানে নিজের কোনও প্রিয়জনকে হারালাম ৷ কাল রাতেও নাকি কথা বলেছে ৷ ইনফেকশন বেড়ে যাওয়ায় এই অবস্থা ৷ চেহারা একদম ভেঙে গিয়েছে ৷ ক্যানসারের ট্রিটমেন্ট চলছিল দু-তিনবছর ধরেই ৷

এদিন চিকিৎসক বলেন, " 21 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রশিদ খান ৷ 22 নভেম্বর আমাদের হাসপাতালে ভর্তি হন৷ মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল ৷ পরে নিউরোসার্জনদের নজরদারিতে ছিলেন তিনি ৷ কনজারভেটিভ চিকিৎসা করা হয় ৷ কিন্তু সবরকম চেষ্টা করেও বাঁছানো গেল না শিল্পীকে ৷ আজ ভোর রাতেই ভেন্টিলেট করতে হয় শিল্পীকে ৷ বিকেল 3.45 মিনিট নাগাদ আমরা হারাই প্রিয় শিল্পীকে ৷"

মঙ্গলবারই জানা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রখ্যাত এই শিল্পী ৷ ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল ৷ ভেন্টিলেশনে রাখার পাশাপাশি তাঁকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছিল বলেও জানা যায় ৷ চিকিৎসক সুদীপ্ত মিত্রের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। এছাড়াও মেডিসিন ও ক্যান্সার বিভাগের একটি চিকিৎসকের দল তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছিলেন ৷

দীর্ঘদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত শিল্পীর চিকিৎসা চলছিল। পরবর্তীকালে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি হন 22 নভেম্বর ৷ তবে শেষ রক্ষা হল না ৷ মাত্র 55 বছরেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন সঙ্গীতশিল্পী রশিদ খান ৷

2004 রূপোলি পর্দার আত্মপ্রকাশ হয় শিল্পীর ৷ ইসমাইল দরবারের সঙ্গীত পরিচালনায় 'কিষণা: দ্য ওয়ারির পোয়েট' ছবিতে দুটি গান গাওয়ার সুযোগ পান রশিদ খান ৷ তবে তিনি দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন সন্দেশ শান্ডিল্যের সুরে 'জব উই মেট' ছবির গান 'আয়োগে জব তুম সজনা' দিয়ে ৷ এরপর বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবির গান গেয়ে রশিদ খান মন জয় করে নেন শ্রোতাদের ৷

তালিকায় রয়েছে 'মাই নেম ইজ খান', 'রাজ 3', 'বাপি বাড়ি যা', 'কাদম্বরী', 'শাদি ম্যায় জরুর আনা', 'মান্তো', 'মিতিন মাসি'র মতো ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি ৷ 2006 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন শিল্পী রশিদ খান ৷ এরপর 2012 সালে তিনি বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হন ৷ 2022 সালে উস্তাদ রশিদ খান সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত মহলে ৷ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. অনুরাগীদের মৃত্যুতে শোকস্তব্ধ যশ, পরিবারের পাশে দাঁড়ালেন 'নায়ক'

2. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

Last Updated : Jan 9, 2024, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.