ETV Bharat / entertainment

Neetu Kapoor on Ranbir : বিয়ের পর 'বদলে' গিয়েছে ছেলে, রণবীরকে নিয়ে মুখ খুললেন নীতু

author img

By

Published : Jun 18, 2022, 12:57 PM IST

চারহাত এক হওয়ার পর 'বদলে' গিয়েছে ছেলে, ছেলেকে নিয়ে এ কথা বললেন মা (Neetu Kapoor on Ranbir After Marrying Alia Bhatt ) ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীতু বলেন, "আমি ওর মধ্য়ে বদলটা বুঝতে পারি ৷"

Neetu Kapoor on Ranbir Kapoor
বিয়ের পর 'বদলে' গিয়েছে ছেলে, রণবীরকে নিয়ে মুখ খুললেন নীতু

মুম্বই, 18 জুন : বিয়ের পর 'বদলে' গিয়েছে ছেলে - এই সংলাপ প্রায় প্রত্যেক মায়ের মুখে ৷ তবে এই কথা যদি বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুরও বলেন (Neetu Kapoor on Ranbir After Marrying Alia Bhatt), তাহলে একটু চিন্তা হয় বৈকি ! 14 এপ্রিল একসঙ্গে পথ চলা শুরু তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাটের ৷ এর মধ্য়েই ছেলে সম্পর্কে মায়ের এমন সংলাপ ? রণলিয়ার বিবাহ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা দম্পতি ঋষি এবং নীতু কাপুর ৷ যদিও ছেলের বিয়ের আগেই মারা যান কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ৷

ঋষি না থাকলেও তাঁর মনের মতো করেই ছেলের বিয়ের আয়োজন করেছিলেন নীতু ৷ বাবার কথা মনে করে পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছিলেন রণবীর ৷ আর সেই বিয়ের মাত্র দু'মাস কাটতে না কাটতেই নীতু জানাচ্ছেন, ছেলে 'বদলে' গিয়েছেন ৷ না, কোনও নেতিবাচক অর্থে নয় ! বরং নীতুর এহেন সংলাপ ইতিবাচক ৷

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীতু বলেন, "আমি ওর মধ্য়ের বদলটা বুঝতে পারি ৷ ওদের একসঙ্গে খুব সুন্দর মানিয়েছে ৷" তিনি আরও যোগ করেন, "আমি খুব খুশি, আলিয়া আমাদের পরিবারে এসেছেন ৷ জীবনেও অনেক বদল এসেছে এবং আমি নিশ্চিন্ত ৷ ওই টেনশন হয় না যে বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না ! নাও এবার বিয়ে হয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন : গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

প্রসঙ্গত আলিয়া-রণবীরের প্রেম কাহিনির সূত্রপাত অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিং ফ্লোর থেকে ৷ এই ছবির শ্যুটিং চলাকালীনই তাঁরা ডেটিং শুরু করেন ৷ অবশেষে এবছর এপ্রিলে চারহাত এক হয় রণলিয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.