ETV Bharat / entertainment

Ranbir skips ED summons: ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর, অনিশ্চয়তা শ্রদ্ধার উপস্থিতি ঘিরেও

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:57 AM IST

Updated : Oct 6, 2023, 11:10 AM IST

শুক্রবার মহাদেব অ্যাপ বেটিং দুর্নীতি মামলায় মুম্বইয়ে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও এড়িয়ে গেলেন অভিনেতা রণবীর কাপুর ৷ সমন পাঠানো হয়েছে শ্রদ্ধা কাপুরকেও ৷ তিনি ইডি দফতরে যাবেন কি না, তা এখনও অনিশ্চিত ৷ তবে রণবীর হাজিরা দিতে দু'সপ্তাহ সময় চেয়েছেন।

Etv Bharat
ইডি দফতরে হাজিরা এড়ালেন রণবীর

মুম্বই, 6 অক্টোবর: ইডির তলব এড়িয়ে গেলেন অভিনেতা রণবীর কাপুর ৷ শুক্রবার মহাদেব অ্যাপ বেটিং দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তবে এদিন সেই হাজিরা এড়িয়ে গেলেন ঋষি-পুত্র ৷ আরও দু'সপ্তাহ সময় দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা ৷ অন্যদিকে, একই মামলায় জিজ্ঞসাবাদের জন্য তলব কর হয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও ৷ তবে তিনি ইডি দফতরে হাজিরা দেবেন কি না তা এখনও পর্যন্ত অনিশ্চিত ৷

মহাদেব অ্যাপ-এর সঙ্গে যুক্ত সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপলের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা ৷ মহাদেব বেটিং অ্যাপ চালানোর মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাচারের অভিযোগ উঠেছে ৷ সেই মামলায় বিজ্ঞাপনী প্রচারে যুক্ত বলিউড অভিনেতা-অভিনেত্রীদের তলব করেছে ইডি ৷ এই মামলায় অভিনেতা-অভিনেত্রীকে অভিযুক্ত হিসাবে ডাকা হয়নি ৷ ডাকা হয়েছে সাক্ষী হিসেবে। মূলত, মহাদেব অ্যাপের সঙ্গে জড়িত আর্থিক লেনদেন এবং প্রচারমূলক ক্রিয়াকলাপগুলি কীভাবে হত, তা জানতেই তলব করা হয়েছে ৷

মহাদেব অ্যাপের সঙ্গে জড়িত থাকায় রণবীর-শ্রদ্ধার পাশাপাশি হাস্যকৌতুক অভিনেতা কপিল শর্মা ও হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠিয়েছে ইডি ৷ জানা গিয়েছে, নিজেদের প্রস্তুতির জন্য এঁরাও 2 সপ্তাহ সময় চেয়েছেন তদন্তকারী অফিসারদের কাছে ৷

ইডি সূত্রে খবর, মহাদেব অ্যাপে অবৈধ বেটিং ওয়েবসাইট পরিচালনা করেন চন্দ্রকর ও উপ্পল ৷ তাঁরা মূলত ছত্রিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা ৷ তাঁরা বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ৷ মনে করা হচ্ছে এই রকম আরও অনেকগুলি অ্যাপ তাঁরা পরিচালনা করতেন ৷ এই তছরুপের মধ্য দিয়ে তাঁরা প্রতিদিন প্রায় 200 কোটি টাকা আয় করে বলে জানা গিয়েছে ৷

ইডি আরও দাবি করেছে যে অ্যাপের প্রচারকারীরা বেটিং ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য নতুন ইউজার বা ফ্র্যাঞ্চাইজিদের ফাঁদে ফেলে ৷ তাঁদের কাছ থেকে নগদে অর্থ গ্রহণ করা হত ৷ এই আর্থিক দুর্নীতির এই ঘটনা সামনে আসে যখন মুম্বই, কলকাতা এবং ভোপাল জুড়ে 39টি স্থানে অভিযান চালানোর সময় 417 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করে ইডি, যা মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুন: রণবীরের পর এবার কপিল-হুমা! বেটিং অ্যাপ মামলায় ইডি'র নিশানায় বলিউড

ঘটনাটি আরও বেশি করে নজরে আসে যখন এই অ্যাপের অন্যতম কাণ্ডারি সৌরভ চন্দ্রকার সংযুক্ত আরব আমিরশাহিতে প্রচুর খরচ করে বিয়ের অনুষ্ঠান করে। ফেব্রুয়ারি মাসে এই জমকালো বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল 200 কোটি টাকা ৷ এরপরেই তদন্ত শুরু করে ইডি ৷

Last Updated :Oct 6, 2023, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.