ETV Bharat / entertainment

ED Summoned Kapil-Huma: রণবীরের পর এবার কপিল-হুমা! বেটিং অ্যাপ মামলায় ইডি'র নিশানায় বলিউড

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 9:08 PM IST

Updated : Oct 5, 2023, 10:00 PM IST

কপিল শর্মা এবং হুমা কুরেশিকেও সমন পাঠাল ইডি ৷ এর আগে ডেকে পাঠানো হয়েছিল রণবীর কাপুরকেও ৷ মহাদেব বেটিং অ্যাপ মামলায় জড়িয়ে রয়েছে বলিউড ৷

সৌ: টুইটার
ED Summoned Kapil Huma

হায়দরাবাদ, 5 অক্টোবর: অভিনেতা রণবীর কাপুরের পর এবার ইডি সমন পাঠাল হাস্য কৌতুক শিল্পী কপিল শর্মা এবং অভিনেত্রী হুমা কুরেশিকেও ৷ এর আগেই জানা গিয়েছিল মহাদেব বেটিং অ্যাপ মামলায় শুধু রণবীর কাপুর নয়, ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের নজর রয়েছে আরও একাধিক বলিউড তারকার ওপর ৷ সেই মামলাতেই এবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা কপিল শর্মা এবং অভিনেত্রী হুমা কুরেশিকে ডেকে পাঠাল ইডি ৷

এর আগে রণবীর কাপুরকে এই বেটিং অ্যাপ সংক্রান্ত মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠানো হয় ৷ আগামী 6 অক্টোবর তাঁর ইডির অফিসে হাজিরা দেওয়ার কথা ৷ কিন্তু কী এই মহাদেব বেটিং অ্যাপ? এটি একটি গেমিং অ্যাপ ৷ যেখানে গড়াপেটা করার অভিযোগ উঠেছে ৷ অ্যাপের মালিক সৌরভ চন্দ্রকর ৷ সম্প্রতি দুবাইতে তাঁর বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা হয় ৷ ইডি আধিকারিকদের দাবি এই জমকালো অনুষ্ঠানের জন্য হাওয়ালার মাধ্যমে পাঠান হয়েছে 100 কোটিরও বেশি টাকা ৷

  • ED has summoned comedian Kapil Sharma and actor Huma Qureshi in connection with the Mahadev betting app case: ED Sources

    (file pics) pic.twitter.com/rKXxUgtucl

    — ANI (@ANI) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই অ্যাপেরই প্রচারক হিসাবে দেখা গিয়েছে একাধিক বলিউডি তারকাকে ৷ বি টাউনের অভিনেতা-অভিনেত্রী যাঁরা এই অ্যাপ বা অ্যাপের মালিকের সঙ্গে কোনওভাবে যুক্ত ছিলেন সকলেই রয়েছেন ইডির স্ক্যানারে ৷ সেই সেলেবদের তালিকাটিও বেশ লম্বা ৷ তালিকায় রয়েছেন আতিফ আসলাম, কৃষ্ণা অভিষেক, ভারতী সিং, নুসরাত ভারুচা, টাইগার শ্রফ, রাহাত ফতেহ আলি খান, সানি লিওনের মতো পরিচিত নাম ৷

আরও পড়ুন: মহাদেব অ্যাপ বেটিং মামলায় রণবীর কাপুরকে সমন ইডি'র

তবে ইডি যে জিজ্ঞাসাবাদের জন্য় সকলকে ডেকে পাঠাচ্ছে তাতে সবক্ষেত্রে আশাঙ্কা নেই ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বলিউডের এই সমস্ত সেলেবদের কাছে এই অ্যাপের বিষয়ে নানান তথ্য জানতে চান আধিকারিকরা ৷ এও বলা হচ্ছে যে তাঁদের কাছে জানতে চাওয়া হবে এই অ্য়াপটি যে গড়াপেটার সঙ্গে যুক্ত সেই সম্পর্কিত তথ্য় তাঁদের কাছে ছিল কি না, দেশের বেশকিছু শহরে এই অ্যাপের বিষয়ে তদন্ত চালাচ্ছেন আধিকারিকরা ৷

Last Updated : Oct 5, 2023, 10:00 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.