ETV Bharat / entertainment

Rajinikanth over Politics: '10 ফুট দূরে থাকতে হত, প্রচারে, রোড শোতে আমি কি পারতাম ?', রাজনৈতিক সন্ন্যাস নিয়ে রজনীকান্ত

author img

By

Published : Mar 12, 2023, 8:54 AM IST

Updated : Mar 12, 2023, 10:50 AM IST

Rajinikanth politics
রজনীকান্ত

সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে পা রেখেও রাখেননি ৷ সিদ্ধান্ত বাতিল করেন তিনি ৷ ভক্তরা নিরাশ হয়েছিল ৷ তাঁদের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা ৷ শনিবার জানালেন, কেন রাজনীতিতে সরে এলেন তিনি (Rajinikanth speaks over his quiting politics) ৷

চেন্নাই, 12 মার্চ: তাঁর শরীর খারাপ ৷ কিডনি সংক্রান্ত অসুখে ভুগছেন রজনীকান্ত ৷ তাই নাকি তিনি রাজনীতি থেকে নির্বাসন নিয়েছেন ৷ শনিবার এমনটা জানালেন প্রবীণ অভিনেতা ৷ তাঁর ভক্ত, সমর্থকরা বারে বারে এ নিয়ে রজনীকান্তকে প্রশ্ন করেছেন ৷ তাঁর এই রাজনৈতিক সন্ন্যাস মেনে নিতে পারেনি ভক্তকুল ৷ কিন্তু কিংবদন্তি অভিনেতা খোলাখুলি জানালেন, কিডনির অসুখ আর চিকিৎসকের পরামর্শ তাঁকে বাধ্য করেছে রাজনীতি থেকে বেরিয়ে আসতে, চিরকালের জন্য ৷

2020 সালের ডিসেম্বর মাস ৷ তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে থালাইভা তাঁর দলের সূচনা করবেন বলে একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল ৷ কিন্তু শেষ মূূহূর্তে তিনি ঘোষণা করলেন, এটা হবে না ৷ এই খবর শুধুমাত্র তাঁর ভক্তদেরই নিরাশ করেনি, বিরোধী বিজেপি শিবিরও হতাশ হয়েছিল ৷ তারা চেয়েছিল কোনও ভাবে এই মহাতারকাকে কাজে লাগিয়ে তামিলভূমে ভারতে নিজেদের প্রসার ঘটাতে ৷ কারণ, রজনীকান্তও দক্ষিণপন্থায় বিশ্বাসী বলে নিজের পরিচয় দিতেন ৷

এ প্রসঙ্গে রজনীকান্ত বলেন, "আমি রাজনীতিতে পা রাখব ৷ এটা একটা প্রতিশ্রুতি ছিল ৷ কিন্তু সেখান থেকে আমায় বেরিয়ে আসতে হল ৷ আমার কিডনি প্রতিস্থাপন হল ৷ রোগপ্রতিরোধক ক্ষমতা কমে আসছিল ৷ তারপরেই কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল ৷ আমি যখন চিকিৎসকের কাছে গেলাম, তিনি আমার এই রাজনীতিতে প্রবেশের বিরোধিতা করলেন ৷ কারণ আমাকে যে কোনও মানুষের থেকে অন্ততপক্ষে 10 ফুট দূরত্ব রেখে চলতে হবে ৷ মাস্ক পরতে হবে ৷ ব়্যালিতে, নির্বাচনী প্রচারে, রোডশোতে কি সেটা সম্ভব হত ?"

চেন্নাইয়ে একটি চিকিৎসা বিষয়ক সংস্থার একটি অনুষ্ঠানে রজনীকান্ত স্মৃতি রোমন্থন করছিলেন ৷ তিনি বললেন, "ডাঃ রবিচন্দর আমার শারীরিক অবস্থা মিডিয়া এবং ভক্তদের কাছে বলার কথা জানান ৷ শুধুমাত্র তারপরই এই দোলাচল থেকে রেহাই পেলাম ৷ সিদ্ধান্ত নিলাম যে রাজনীতি ছাড়তে হবে ৷"

আরও পড়ুন: রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

Last Updated :Mar 12, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.