ETV Bharat / bharat

রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

author img

By

Published : Jul 12, 2021, 1:45 PM IST

রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নিয়ে কয়েক বছর আগে রজনী মাক্কাল মন্দ্রম নামে একটি দল তৈরি করেছিলেন রজনীকান্ত ৷ এবার সেই দল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ৷

actor rajnikanth decides to quits politics
রাজনীতিতে মোহভঙ্গ ! দল তুলে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের

কলকাতা, 12 জুলাই : রাজনীতিতে মোহভঙ্গ রজনীকান্তের (Rajnikanth) ৷ ভবিষ্যতেও রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর ৷ তাই তিনি তাঁর তৈরি রাজনৈতিক দল রজনী মাক্কাল মন্দ্রম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সোমবার এ কথাই ঘোষণা করেছেন ভারতীয় চলচ্চিত্র (Indian Cinema) জগতের এই তারকা ৷

কয়েক বছর আগেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ তার পর অনুরাগীদের সঙ্গে কথা বলে তৈরি করেছিলেন তাঁর দল ৷ কিন্তু সময় যত এগিয়েছে, ততই দেখা গিয়েছে যে তিনি রাজনীতিতে যোগদান নিয়ে গড়িমসি করছেন রজনী ৷

আরও পড়ুন : Yogi Adityanath : নয়া জনসংখ্যা নীতি প্রকাশ যোগীর, দুই সন্তানের মাঝে ব্যবধান বৃদ্ধিতে জোর

চলতি বছরের মার্চ-এপ্রিলে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Tamilnadu Assembly Election) ছিল ৷ তিনি ওই ভোটের আগে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়বেন বলে ঘোষণা করেছিলেন ৷ কিন্তু গত ডিসেম্বরে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন ৷ হাসপাতালে ভর্তি হন ৷ তার পর তিনি রাজনীতিতে যোগদানের বিষয়টি পিছিয়ে দেন ৷

এর পর থেকে এই বিষয়ে নীরবই ছিলেন থালাইভা (Thalaiva) ৷ সোমবার সেই নীরবতা ভাঙলেন তিনি ৷ রজনীকান্ত বলেন, ‘‘আমি রজনী মাক্কাল মন্দ্রম (Rajni Makkal Mandram) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ রজনীকান্ত মাক্কাল মন্দ্রমের কার্যকর্তারা রজনীকান্ত ফ্যান ক্লাবের (Rajnikanth Fan Club) কাজ এগিয়ে নিয়ে যাবেন ৷ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন ৷’’

আরও পড়ুন : পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির

এদিন দলের কার্যকর্তা ও অনুরাগীদের সঙ্গে বৈঠক করবেন রজনীকান্ত ৷ তার আগে তিনি জানান, তাঁর রাজনীতিতে যোগ দেওয়া উচিত কি না, এই নিয়ে তিনি আলোচনা করবেন ৷ তবে ভবিষ্যতে তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷

এখন দেখার ভারতীয় চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তীর অনুরাগীরা কী মতামত দেন ৷ তাঁরা যদি রাজনীতিক রজনীকে দেখতে চান, তাহলে থালাইভার পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাও যথেষ্ট আকর্ষণীয় হতে পারে ৷ তিনি কি অন্য কোনও রাজনৈতিক দলে যোগদান করবেন৷ এখন সেটাই দেখার !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.