ETV Bharat / entertainment

Pathaan Box Office Day 5 Estimates: দ্রুততম 250 কোটির ক্লাবে ঢুকতে চলেছে 'পাঠান', দাবি বিশ্লেষকদের

author img

By

Published : Jan 30, 2023, 11:27 AM IST

Updated : Jan 30, 2023, 2:57 PM IST

Pathaan Box Office Day 5 Estimates
হিন্দি সিনেমা জগতে সবচেয়ে দ্রুত 250 কোটি আয় করবে পাঠান

হিন্দির জগতে সবচেয়ে দ্রুত 250 কোটি আয় করবে 'পাঠান', লিখেছিলেন তরণ আদর্শ ৷ ট্রেড অ্যানালিস্টরা বলছেন ইতিমধ্য়েই এই ছবি 265 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে শুধু ভারতেই (Pathaan box office Collection day 5)৷

হায়দরাবাদ, 30 জানুয়ারি: ছবি দেখেই সমালোচক তরণ আদর্শ বলেছিলেন, বছরের প্রথম 'ব্লকবাস্টার' আসতে চলেছে ৷ অনুরাগের মতো পরিচালক বলেছিলেন, 'দিল খুশ হো গ্যায়া' ৷ তখন থেকেই বোঝা গিয়েছিল শাহরুখ ছবির প্রথম ঝলকে যেমনটা বলেছিলেন, 'আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে বালা হে', বক্স অফিসেও তেমনই তুফান আনতে চলেছে কিং খানের 'পাঠান' ৷ সত্যিই হয়েছে সেই ভবিষ্যদ্বাণী, পাঁচ দিনেই 400 কোটির ক্লাবে রাজার মতো জায়গা করে নিয়েছে এই ছবি ৷ তরণ আদর্শের মতে ছবিটির হিন্দি সংস্করণ রবিবার 60 থেকে 62 কোটি টাকার ব্যবসা করেছে । এর আগে তরণ আদর্শ আশা করেছিলেন এই ছবি দেশে 250 কোটি ছুঁয়ে ফেলবে পঞ্চম দিনেই (Pathaan box office Collection day 5) ৷

সত্যিই হয়েছে সেই অনুমান ৷ বিশ্লেষকদের মতে, প্রথম উইকএন্ড কাটতে কাটতে না কাটতেই শুধুমাত্র ভারতে 265 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ যদিও নির্মাতারা এখনও রবিবারের আয়ের হিসাব শেয়ার করেননি ৷ তবে ট্রেড অ্যানালিস্টদের মতে শাহরুখের এই ব্লকবাস্টার বাইরের দেশে আয় করেছে প্রায় 165 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্টদের মতে আগামী 500 কোটির ক্লাবেও কোনও অনায়াসে জায়গা করে নেবে এই ছবি ৷ শুধু তাই নয় হিন্দির জগতে এই ছবি সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করবে ৷

  • #Pathaan *early estimates* Sun [Day 5]: ₹ 60 cr to ₹ 62 cr. #Hindi version. 🔥🔥🔥
    Note: Final total could be marginally higher/lower.

    — taran adarsh (@taran_adarsh) January 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগেও বক্স অফিসে অনেকগুলি রেকর্ড ধূলিসাৎ করেছে 'পাঠান' ৷ সারা ভারতে 250 কোটির মাইল ফলক ছুঁতে 'কেজিএফ 2(হিন্দি)'-এর লেগেছিল সাত দিন, আটদিন লেগেছিল 'বাহুবলী 2(হিন্দি)' ছবির ৷ 10 দিনে এই মাইল ফলক ছুঁয়েছিল 'সঞ্জু' এবং 'দঙ্গল' ৷ তাই এই তালিকাতেও সবার ওপরেই জায়গা হতে চলেছে এসআরকের 'পাঠান' ছবির ৷

শাহরুখের হাতে আরও দু'টি ছবি রয়েছে এখন ৷ এবছর এরপর তিনি পর্দায় ফিরবেন অ্যাটলি কুমারের 'জওয়ান' ছবির হাত ধরে ৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'-ও ৷

আরও পড়ুন: 'শিল্পের ধর্মীয় বিভাজন হয় না', কঙ্গনাকে কড়া জবাব উরফির

Last Updated :Jan 30, 2023, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.