ETV Bharat / entertainment

Uorfi on Kangana: 'শিল্পের ধর্মীয় বিভাজন হয় না', কঙ্গনাকে কড়া জবাব উরফির

author img

By

Published : Jan 30, 2023, 11:05 AM IST

Updated : Jan 30, 2023, 11:29 AM IST

'দেশ শুধু খানেদের ভালোবাসে আর তারা মুসলিম অভিনেত্রীদের জন্য় পাগল'-কঙ্গনার এমন টুইটের এবার উত্তর দিলেন উরফি ৷ লিখলেন, শিল্পকে ধর্ম দিয়ে ভাগ করা যায় না ৷ সকলে শুধুই অভিনেতা ৷

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/30-January-2023/17617128_60_17617128_1675055395741.png
কঙ্গনার টুইটে তীক্ষ্ণ জবাব উরফির

মুম্বই, 30 জানুয়ারি: 'পাঠান' জ্বরে কাঁপছে গোটা দেশ ৷ চারশো কোটির ক্লাবে জায়গা করে নিয়ে ইতিমধ্য়েই তাক লাগিয়ে দিয়েছে এই ছবি ৷ এরপর সোমবার সকালে জানা গিয়েছে, এদিন 500 কোটির ব্যবসা করে ফেলতে পারে কিংখানের এই ছবি । তবে শুরু থেকেই এই ছবি নিয়ে যেমন উত্তেজনা রয়েছে ঠিক তেমনই এই ছবি নিয়ে বিতর্কও কিন্তু মোটেই কম হয়নি ৷ সম্প্রতি পাঠানের সাফল্য নিয়ে মুখ খুলেছিলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনাও ৷ মিস রানওয়াত লিখেছিলেন 'এই দেশ শুধু খানেদের পছন্দ করে' ৷ তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্য়মে বেশ ট্রোল হচ্ছেন অভিনেত্রী ৷ এবার এই নিয়ে তাঁকে জবাব দিলেন অভিনেত্রী উরফি জাভেদও ৷

এর পালটা উরফি সামাজিক মাধ্য়মে লিখেছেন, "হায় ভগবান! মুসলিম অভিনেতা অভিনেত্রী , হিন্দু অভিনেতা অভিনেত্রী এ আবার কী ধরণের বিভাজন রেখা ! শিল্পকে ধর্ম দিয়ে বিভাজিত করা যায় না ৷ সকলে শুধুই অভিনেতা(Uorfi Tweet to Kangana) টুইটে কঙ্গনা লেখেন, "এই দেশ শুধুমাত্র সমস্ত খানেদের ভালোবাসে আর কোনও কোনও সময় তো শুধুই খানেদের ৷ আর মুসলিম অভিনেত্রীদের নিয়ে একেবারে পাগল ৷ তাই ভারতকে ঘৃণা আর ফ্যাসিজিমের সমর্থক বলে অভিযুক্ত করা যায় না ৷ ভারতের মতো দেশ পৃথিবীতে একটিও নেই। " আর এবার তারই উত্তরে মুখ খুললেন আরেক কন্ট্রোভার্সি কুইন উরফি জাভেদ ৷

  • Oh my gosh ! What is this division , Muslim actors , Hindu actors . Art is not divided by religion . There are only actors https://t.co/Eap3yYAv0p

    — Uorfi (@uorfi_) January 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদতে 'পাঠান' ছবি নিয়ে বিতর্ক চলে আসছে শুরু থেকেই ৷ কখনও ছবির একটি গানের দৃশ্য, কখনও পোশাকের রঙ, বারবার কারণ হয়েছে বিতর্কের ৷ তবে তা সত্ত্বেও বিপুল সাফল্যের মুখ দেখেছে এই ছবি ৷ আর সেই সফলতার পরেই কঙ্গনা লিখেছিলেন তাঁর মতামত ৷ কয়েকদিন ধরেই অবশ্য় এই ছবি নিয়ে বিতির্কিত মন্তব্য করে চলেছেন তিনি ৷ এবার তার উত্তরে তাঁকেই এক হাত নিলেন অভিনেত্রী উরফি ৷

আরও পড়ুন: 'দেশ শুধু খানেদের ভালোবাসে' বলে আবারও ট্রোলের শিকার কঙ্গনার

Last Updated :Jan 30, 2023, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.