ETV Bharat / entertainment

Arijit Singh Concert: 'অযথা রাজনীতি হচ্ছে, ইকো পার্কে অরিজিতের কনসার্ট বাতিল হয়নি !' দাবি আয়োজকের

author img

By

Published : Dec 28, 2022, 5:02 PM IST

অযথা রাজনীতি হচ্ছে অরিজিৎ সিং-এর শো নিয়ে (Arijit Singh Concert)৷ এমনই অভিযোগ করলেন এক উদ্যোক্তা ৷ তাঁর দাবি, ইকো পার্কে (Eco Park) অরিজিতের শো বাতিল হয়নি ৷

Arijit Singh
অরিজিৎ সিং

কলকাতা, 28 ডিসেম্বর: ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিং-এর শো বাতিল হয়নি (Arijit Singh Concert)৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কনসার্ট আদৌ হবে কি না, তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে জল ঢেলে এ কথা জানিয়ে দিলেন এক আয়োজক ৷ তিনি সাফ জানালেন, এখনও সেই কনসার্টের টিকিট সংগ্রহ করছেন উৎসাহী ভক্তরা ৷ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কনসার্ট বাতিলের খবরে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, অযথা এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷

জল্পনার সূত্রপাত মঙ্গলবার ছড়িয়ে পড়া একটি খবরকে ঘিরে ৷ কয়েকটি সংস্থার প্রতিবেদনে দাবি করা হয় যে, উৎসবপ্রিয় বাঙালি হয়তো ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনসার্ট থেকে বঞ্চিত হতে পারেন ৷ 2023 সালের 18 ফেব্রুয়ারি কলকাতার ইকো পার্কে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে অরিজিতের, সেটি ইকো পার্কে আদৌ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে ধন্ধ দেখা দেয় ।

2020 সালে শেষবার অরিজিত্‍ কলকাতায় শো করে গিয়েছেন । হিসেব অনুযায়ী শিল্পী প্রায় তিন বছর পর আসছেন শো করতে । সুতরাং পনেরো থেকে কুড়ি হাজার লোকের বসার ব্যবস্থা করতে হবে ৷ তাই অন্যত্র শো সরিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তারা বিকল্প জায়গা খুঁজছেন বলে খবর রটে । জানানো হয় যে, হিডকো সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ বলা হয়, পার্কের পরিবেশ রক্ষার্থেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

এই খবর ছড়িয়ে পড়তেই সমালোচকদের আঙুল ওঠে শাসকদের দিকে ৷ 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উঠে বলিউডের বাদশা শাহরুখ খানকে সম্মান জানিয়ে 'রং দে তু মোহে গেরুয়া..." গেয়েছিলেন অরিজিৎ সিং । এই নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা ৷ বিজেপির পক্ষ থেকে বলা হয়, অরিজিতের মতো সেলিব্রিটিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে তাঁর গানের মাধ্যমে মনে করিয়ে দিলেন যে, বাংলার ভবিষ্যৎ-ও গেরুয়া ৷ এই নিয়ে রাজনৈতিক কথা চালাচালিও কিছু কম হয়নি ৷ অরিজিতের অনুষ্ঠান সরানোর পেছনেও এই কারণই কাজ করছে কি না তা নিয়েও তুমুল চর্চা শুরু হয় ৷

আরও পড়ুন: অমিতাভ-অরিজিতের মন্তব্য নিয়ে তৃণমূল-বিজেপির ‘গেরুয়া’ লড়াই

সেই আগুনে আরও ঘি পড়ে বিজেপি এই নিয়ে সরব হওয়ায় ৷ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি টুইট করে একে অসহিষ্ণুতা বলে উল্লেখ করেন ৷ তিনি লেখেন, "ইকো পার্কে কেন অরিজিৎ সিং-এর শো বাতিল করে দিল রাজ্য সরকারের সংস্থা হিডকো ? কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের) সামনে অরিজিৎ 'রং দে তু মোহে গেরুয়া' গুনগুন করারই কি ফল এটা ? নয়া উচ্চতায় পৌঁছেছে অসহিষ্ণুতা ৷"

বিজেপি এ কথা বললেও নাম প্রকাশে অনিচ্ছুক আয়োকদের একজন ইটিভি ভারতকে স্পষ্ট জানিয়ে দিলেন অনুষ্ঠান এখনও বাতিল হয়নি ৷ কীসের ভিত্তিতে সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে ৷ উল্লেখ্য, আগামী বছর 20 জানুয়ারি সলমন খানেরও আসার কথা রয়েছে ইকো পার্কে । সেই শোয়েরও টিকিট বিক্রি হয়ে গিয়েছে । সেই প্রসঙ্গ তুলেও ওই আয়োজক বললেন, "স্থান সংকুলানের অভাবের কারণে অরিজিতের শো বাতিল করলে তো সলমন খানের শো-ও বাতিল করতে হবে ৷ অরিজিতের শো মোটেই বাতিল হয়নি ৷ এখনও যদি ওয়েবসাইটে যান, তাহলে ওই শোয়ের জন্য আপনার পছন্দের আসন বেছে টিকিট কাটতে পারবেন ৷" ওয়েবসাইটে গিয়ে দেখা গিয়েছে যে, https://insider.in/arijit-singh-one-night-only-tour-2023-kolkata-feb18-2023/event - এই লিংকে মিলছে কনসার্টের টিকিট ৷

পরিস্থিতি কোনদিকে গড়ায়, তার উত্তর দেবে সময় !!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.