ETV Bharat / entertainment

Priyanka Chopra Birthday: 41-এ প্রিয়াঙ্কা, ভালোবাসা উজাড় করে দিলেন নিক

author img

By

Published : Jul 19, 2023, 1:10 PM IST

প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে তাঁর স্বামী নিক জোনাস ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দুজনেই ইয়টে রোমান্টিকভাবে পোজ দিয়েছেন । ভক্ত এবং পরিবার ছাড়াও সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, অর্জুন কাপুরের মতো বলিউডের সেলিব্রিটিরা দেশি গার্লকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।

Priyanka Chopra
Priyanka Chopra

হায়দরাবাদ, 19 জুলাই: হলি-বলি তারকা প্রিয়াঙ্কা চোপড়া মঙ্গলবার 41-এ পড়লেন ৷ জন্মদিনে তাঁকে ভালোবাসা উজাড় করে দিলেন তাঁর গায়ক-হাবি নিক জোনাস ৷ এ ছাড়াও সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ-সহ বলিউডের অন্যান্য সেলিব্রিটিরা সোশাল মিডিয়ায় দেশি গার্লকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । বর্তমানে প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন ৷ তাঁর হেডস অফ স্টেট চলচ্চিত্রের কাজ চলছে সেখানে ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে ৷

প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে তাঁদের একটি অদেখা ছবি পোস্ট করেছেন নিক জোনাস ৷ ওই ছবিতে, পোলকা ডটের ম্যাক্সি ড্রেস পরে মোহময়ী দেখাচ্ছে পিগ্গি চপসকে ৷ একটি ইয়টে নিকের বাহুডোরে রয়েছেন তিনি ৷

ছবিটির ক্যাপশনে নিক লিখেছেন, "আমি তোমাকে সেলিব্রেট করতে ভালোবাসি । শুভ জন্মদিন আমার ভালোবাসা ।"

নিকের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন সোশাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আপনার রানি পিসিজে-কে শুভ জন্মদিন ! আমরা আপনাকে ভালোবাসি এবং আপনার সামনে একটি সুন্দর আশীর্বাদপূর্ণ বছর কামনা করি ! উজ্জ্বল থাকুন এবং আপনার সুন্দর পরিবারের সঙ্গে আশীর্বাদধন্য থাকুন !" অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "সেরা ! জুলাইয়ের রত্ন !" আরও একজন লিখেছেন, "নিক জোনাস আক্ষরিক অর্থেই স্বামীর লক্ষ্য পূরণ করছেন ৷ তাঁদের বন্ডিং খুবই শক্তিশালী ৷"

বলিউডে প্রিয়াঙ্কার বন্ধু অভিনেত্রী সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, তাঁর গুন্ডের সহ-অভিনেতা অর্জুন কাপুর, কিয়ারা আডবাণী, ভাই সিদ্ধার্থ চোপড়া এবং মা মধু চোপড়া-সহ আরও অনেকে প্রিয়াঙ্কাকে তাঁর বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন ।

সম্প্রতি, প্রিয়াঙ্কা এবং নিককে লন্ডনে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলাদের ফাইনালে দেখা গিয়েছে ৷ চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সাক্ষী থেকেছেন তাঁরা ।

প্রিয়াঙ্কার শেষ কাজ সিটাডেলে ৷ এটি তাঁর প্রথম অনলাইন সিরিজ ৷ একে দ্বিতীয় সিজনও হতে চলেছে ৷ জানা গিয়েছে, ফারহান আখতারের জি লে জারা থেকে বেরিয়ে এসেছেন প্রিয়াঙ্কা ৷ এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.