ETV Bharat / entertainment

'ব্রহ্মান্ড সুন্দরী'র শিরোপা জিতলেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিয়স

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 5:25 PM IST

Miss Universe 2023: মিস ইউনিভার্স 2023 প্রতিযোগিতায় শিরোপা জিতলেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিয়স ৷ ফাইনাল রাউন্ডে প্রশ্নোত্তর পর্বে তাঁর তুখোড় উত্তর ও ব্যক্তিত্ব ঝুলিতে এনে দিল মিস ইউনিভার্স খেতাব ৷

Etv Bharat
মিস ইউনিভার্স শেননিস পালাসিয়োস

এল সালভাদোর, 19 নভেম্বর: 2023-র মিস ইউনিভার্সের মুকুট উঠল ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দ্বীপ নিকারাগুয়ার শেইনিস প্যালাসিয়সের মাথায় ৷ নিকারাগুয়ার প্রথম প্রতিযোগী হিসেবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতে নিলেন বছর তেইশের তরুণী ৷ 2022-র মিস ইউনিভার্স আমেরিকার আরবনি গ্যাবরিয়েল শেননিসের মাথায় পড়িয়ে দেন বিজেতার মুকুট ৷ রবিবার 'মিস ইউনিভার্স' ফাইনালের আসর বসেছিল এল স্যালভাদোরের, স্যান স্যালভাদোর এলাকার জোস অ্যাডোলফো পিনেদা এরিনায় ৷ ফাইনাল রাউন্ডে প্রশ্নোত্তর পর্বে তাঁর তুখোড় উত্তর ও ব্যক্তিত্ব প্যালাসিয়সকে এনে দেয় 'মিস ইউনিভার্সট খেতাব ৷

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, "যদি তোমাকে অন্য কোনও মহিলার জীবন কাটাতে হয় তাহলে তুমি কার জীবন বেছে নেবে এবং কেন?" উত্তরে শেননিস বলেন, "আমি পছন্দ করব মেরি ওলস্টনক্র্যাফ্টের জীবন ৷ কারণ তিনি নারীবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ নারী প্রাকৃতিকভাবেই পুরুষ অপেক্ষা হীন এমনটা যে নয়, তা নিয়ে বুঝিয়েছিলেন ৷ 1750 সালে দাঁড়িয়ে তিনি নারী-পুরুষ বিভেদ মুছে দেওযার কথা বলেছিলেন ৷ এখন 2023 সালে দাঁড়িয়ে আমরা ইতিহাস তৈরি করেছি ৷ বিভিন্ন ক্ষেত্রেই নারীরা বাধা এড়িয়ে পুরুষদের সঙ্গে সমান তালে এগিয়ে চলেছেন ৷ সমাজে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে ৷"

প্যালাসিয়স এর আগে মিস ওয়ার্ল্ড 2021 ও মিস ওয়ার্ল্ড নিকারাগুয়া 2020 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৷ নিকারাগুয়ার পঞ্চম প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি ৷ 2000 সালের 31 মে মানাগুয়ায় জন্ম শেইনিসের ৷ মাস কমিউনিকেশন নিয়ে তিনি ডিগ্রি লাভ করেছেন ৷ তিনি ভলিবল খেলতেও দক্ষ ৷ 2016 সালে প্রথমবার পেগমেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শেইনিস ৷ তিনি সেই সময় জেতেন মিস টিন নিকারাগুয়া 2016 প্রতিযোগিতা ৷

উল্লেখ্য, 2023-র মিস ইউনিভার্স ফাইনালে টপ থ্রি পজিশনে ছিল নিকারাগুয়া, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড ৷ তবে বাকি দু'টি দেশকে পিছনে ফেলে ব্রহ্মান্ড সুন্দরীর লড়াইয়ে সেরার সেরা খেতাব ছিনিয়ে নিল নিকারাগুয়া ৷ এদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগী শ্বেতা সরদা ছিটকে যান টপ 20 ব়্যাঙ্ক করে ৷ তিনি স্যুইমস্যুট রাউন্ডে পরাজিত হতেই ছিটকে যান প্রতিযোগিতা থেকে ৷

আরও পড়ুন:

1. রোহিতদের ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত তারকারা, মাঠে হাজির রণবীর-দীপিকা; নেটপাড়া মাতালেন মহেশ-কার্তিক-শুভশ্রীরা

2. মানবতার পাশে দাঁড়ানোর বার্তা জয়ার, 'গাজা শিশুদের কবরখানা;' মন্তব্য সুমন ঘোষের

3. 8 বছর পর পর্দায় ফিরছে তনু-মনু জুটি! কঙ্গনার নতুন ছবির শুটিংয়ে চমক রজনীকান্তের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.