ETV Bharat / entertainment

Sushmita Sen New Video: প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে শরীর চর্চা, সুস্মিতার নতুন ভিডিয়ো ঘিরে শুরু জল্পনা

author img

By

Published : Apr 5, 2023, 11:24 AM IST

বুধবার তাঁর শেয়ার করা ভিডিয়োতে একসঙ্গে শরীরচর্চা করতে দেখা গেল সুস্মিতা সেন এবং তাঁর প্রাক্তন প্রেমিক রহমান শলকে ৷ স্বভাবতই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু ৷

Sushmita Sen New Video
রহমানের সঙ্গে সুস্মিতার নতুন ভিডিয়ো ঘিরে জল্পনা শুরু

মুম্বই, 4 এপ্রিল: ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুস্মিতা সেন এখন সুস্থতার দিকে ৷ অভিনেত্রী বুধবার তাঁর ফ্য়ানেদের জন্য একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে ৷ তাঁর এই ভিডিয়োতে দেখা গিয়েছে, সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমান শল এবং কনিষ্ঠ কন্যা আলিসা সেনকেও ৷ কয়েকদিন আগেই সুস্মিতার সঙ্গে ললিত মোদির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল নেট মাধ্য়মে ৷ তারপর আবার তাঁকে প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে দেখে নয়া চর্চা শুরু হল নেটপাড়ায় ৷ সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই এই বিষয়টি নিয়ে মন্তব্য় করেছেন ৷

47 বছর বয়সি প্রাক্তন মিস ইউনিভার্স ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "ইচ্ছাই হল একমাত্র পথ ৷ 36তম দিন ৷ এর চেয়ে বেশি ট্রেনিংয়ের অনুমতি নেই ৷ আর্যা-এর শ্যুটিংয়ের জন্য খুব তাড়াতাড়ি জয়পুর যাচ্ছি ৷ আর আমার কাছের মানুষেরা আমায় সাহায্য় করছে ৷" আলিয়া এবং রহমানের প্রতি তাঁর ভালোবাসার কথাও ব্য়ক্ত করেছেন নায়িকা ৷

তবে কি নতুন করে আবার শুরু হল তাঁদের সম্পর্ক ৷ এই নিয়েই শুরু হয়ে গিয়েছে আলোচনা ৷ সুস্মিতার অনুরাগীরা মন্তব্যের বন্য়া বইয়ে দিয়েছেন তাঁর এই পোস্টে ৷ একজন লিখেছেন, ' আপনাদের আবার একসঙ্গে দেখে আমি সত্যিই খুশি ৷ আপনাদের দু'জনকে একসঙ্গে দারুণ মানায় ৷ শুধু আপনারা একসঙ্গেই থাকুন ৷' অন্য় আরেকজন লিখছেন, 'ওদের আবার একসঙ্গে দেখে খুব ভালো লাগছে ৷'

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা ৷ তাঁর মূল আর্টারিতে 95 শতাংশ ব্লকেজ ধরা পড়ে ৷ অভিনেত্রী সোশাল মিডিয়ার মাধ্য়মে তাঁর ফ্যানেদেরও জানিয়েছিলেন সেই কথা ৷ সুস্মিতা এখনও তাঁর 'আর্যা 3'-এর শ্যুটিংয়ের কাজে ফিরতে পারেননি ৷ তবে ইতিমধ্য়েই তাঁর অন্যতম চর্চিত আসন্ন প্রজেক্ট 'তালি'র কাজ শেষ করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ৷ এখানে তিনি অভিনয় করবেন রূপান্তরকামী অ্য়াক্টিভিস্ট গৌরি সাওয়ান্তের চরিত্রে ৷

আরও পড়ুন: মরুভূমিতে রহস্যভেদে একেন বাবু, কেমন ছিল জার্নি ? আড্ডায় কলাকুশলীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.