ETV Bharat / entertainment

Year Ender 2022: বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো

author img

By

Published : Dec 25, 2022, 9:52 AM IST

Updated : Dec 27, 2022, 3:18 PM IST

আলিয়া-বিপাশার মা হওয়ার খবর থেকে রণবীরের নগ্ন পোস্টার...2022 সালে বিনোদন জগতে ঠিক ঘটে গেল অনেক কিছু ৷ বছর শেষে ফিরে দেখা এরকমই কিছু চর্চিত বিষয় (looking back at a glance Top 12 News of 2022) ৷

Look Back 2022
বিপাশার ফটোশুট থেকে রণবীরের নগ্ন পোস্টার...বিতর্ক, সাফল্য মিলিয়ে ফিরে দেখা বিনোদনের সাত-সতেরো

কলকাতা: "নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা/ নাহি তত্ত্ব নাহি উপদেশ,/ অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে-/ শেষ হয়েও হইলো না শেষ..." রবি ঠাকুরের এই কবিতার লাইনগুলি সাধারণত ছোটগল্পের সংজ্ঞা হিসেবেই ব্যবহার করা হয় ৷ তবে একটি বছর যখন শেষ হয়ে আসে ধীরে ধীরে তখনও আসলে এই লাইন ক'টাই ঘুরে ফিরে মনে আসে ৷ 2022 সালে বিনোদন জগতে ঠিক কী কী ঘটে গেল, তা নিয়ে যদি একটি হিসেব করতে বসা যায় তাহলে বলতেই হবে এবছর ঘটনার ঘনঘটার কোনও অভাব ছিল না ৷ তবে এমনও কিছু কিছু ঘটনা ঘটে গেল এবছর যা একেবারেই ভোলা যায় না ৷ আসুন ফিরে দেখা যাক, এমনই 12টি ঘটনা (looking back at a glance Top 12 News of 2022)...

Year Ender 2022
'আরআরআর', 'কান্তারা'র মতো ছবিগুলি দারুণ সফল।

বিনোদনের জগতে এই বছরের সবচেয়ে বড় খবর নিশ্চিতভাবেই দক্ষিণ ভারতের ছবির বিপুল সাফল্য ৷ করোনার পর একদিকে যখন বক্স অফিসে 100 কোটি ছুঁয়েছে মাত্র পাঁচটি হিন্দি ছবি তখন দক্ষিণের ইন্ডাস্ট্রিতে সাফল্য পেয়েছে প্রায় প্রতিটি অ্যাকশন এন্টারটেইনারই ৷ 'আরআরআর', 'কেজিএফ', 'কান্তারা', 'পিএস-1' গুনতে বসলে উঠে আসবে আরও অসংখ্য় ছবির কথা ৷ অন্যদিকে, হিন্দি ছবির জগতে বেশ কিছু বিগ বাজেট ছবি আদতে বাজেটের খরচও তুলতে পারেনি ৷ তা সে রণবীরের 'শামশেরা', আমিরের 'লাল সিং চাড্ডা' হোক বা অক্ষয়ের 'রামসেতু' ৷ কঙ্গনার 'ধাকড়' তো কার্যত মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে (Top 12 News of 2022) ৷

Year Ender 2022
'বেলাশুরু', 'অপরাজিত' ছবিও যথেষ্ট সাফল্য পেয়েছে

টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্য বক্স অফিসে সাফল্য কুড়িয়েছে বেশকিছু ছবি ৷ একদিকে যেমন 'অপরাজিত'-এর মতো ছবি দর্শক এবং সমালোচক সকলেরই মন জয় করেছে তেমনই 'বেলাশুরু'-এর মতো ছবিও সাফল্য পেয়েছে ৷

Year Ender 2022
মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

এবছর অনুরাগীদের বেশকিছু দারুণ খবর উপহার দিয়েছেন সেলেবরাও ৷ ঠিক যেমন বছরের শুরুতেই মা হয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ সারোগেসির মাধ্যমে ঘরে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ মেয়ে মালতিকে নিয়ে এখন রীতিমতো মেতে রয়েছেন নিকইয়াঙ্কা জুটি ৷

Year Ender 2022
গত 6 নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও
Year Ender 2022
মা হলেন আলিয়া ভাট

অন্যদিকে, গত 6 নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ আর বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের মা হওয়ার সুখবর শোনান নায়িকা ৷ 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকে প্রেমে পড়া এই তারকা দম্পতির জন্য 2022 সত্যিই ছিল একটি দারুণ বছর ৷ অভিনয়ের ক্ষেত্রেও এবছর ভীষণ প্রশংসা কুড়িয়েছেন পর্দার গাঙ্গুবাঈ ৷ আর অন্যদিকে তিনি ব্যক্তিগত জীবনেও পেয়েছেন এক দারুণ উপহার ৷

Year Ender 2022
মা হয়েছেন বিপাশা বসুও

মা হয়েছেন বিপাশা বসুও ৷ বিয়ের 6 বছর পর প্রথম সন্তানকে স্বাগত জানান বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu and Karan Singh Grover welcome first child )৷ 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা ৷ তবে মা হওয়ার খবর দিতে যে ছবিটি ব্যবহার করেছিলেন অভিনেত্রী তা নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি ৷

Year Ender 2022
এবছর মা হয়েছেন সোনম কাপুরও

এবছর মা হয়েছেন সোনম কাপুরও ৷ গত 20 অগস্ট কাপুর পরিবারে আসে নতুন সদস্য় ৷ 2018 সালের 8 মে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷

Year Ender 2022
দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রণবীর সিং

বলিউড অনুরাগীদের জন্য এবছর আরেকটি বড় খবর হল এবছর সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন সুপারস্টার রণবীর সিং এবং কৃতি স্যানন ( Superstar Ranveer Singh and Kriti Sanon have bagged Dadasaheb Phalke International Awards)৷ একদিকে যেমন রণবীর এই পুরস্কার জিতে নেন তাঁর সাম্প্রতিক ছবি '83'-এর জন্য়, তেমনই 'মিমি' ছবির জন্য় পুরস্কার জিতে নিলেন কৃতি ৷

Year Ender 2022
জাতীয় পুরস্কার জিতল বাংলা ছবি 'অভিযাত্রিক'

জাতীয় পুরস্কারের ক্ষেত্রে এবার আরও একবার কামাল বাংলার ৷ একদিকে যখন অজয় দেবগণ জাতীয় পুরস্কার জিতলেন তাঁর 'তানহা জি' ছবির জন্য় সেই মঞ্চেই এবছর পুরস্কার জিতল বাংলাও ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবছর বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ দুটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছিল এই ছবি ৷

Year Ender 2022
এবছর জুলাই মাসে একটি মার্কিন ম্যাগাজিনে ফটোশুটের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেন রণবীর

এবছর বিনোদন জগতে বিতর্কও কিন্তু কম হয়নি ৷ আর সেইসব ঘটনা বারবার উঠে এসেছে খবরের শিরোনামে ৷ এক্ষেত্রে প্রথমেই যে ঘটনাটি মনে পড়ে তা হল রণবীরের নগ্ন পোস্টার বিতর্ক ৷ এবছর জুলাই মাসে একটি মার্কিন ম্যাগাজিনে ফটোশুটের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেন রণবীর ৷ তাঁকে পোজ দিতে দেখা যায় একটি গালিচায় শুয়েও ৷ এই ছবিগুলি নিজের ইনস্টা অ্যাকাউন্টে আপলোড করেন অভিনেতা নিজেই ৷ আর তারপরেই শুরু হয় বিতর্ক ৷ এমনকী রণবীরের নামে আদালতে মামলাও দায়ের করা হয় ৷ অভিনেতার এই কাজ সমর্থন যোগ্য কিনা তা নিয়ে কার্যত দুটি সমান্তরাল ভাগে বিভক্ত হয়ে যায় বলিপাড়া ।

Year Ender 2022
এবছর বিতর্কের শীর্ষে ছিল আমিরের ছবি 'লাল সিং চাড্ডা'-ও

এবছর বিতর্কের শীর্ষে ছিল আমিরের ছবি 'লাল সিং চাড্ডা'-ও ৷ আমির-করিনার এই ছবি প্রেক্ষাগৃহে আসার আগেই তা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ আমিরের বেশ কয়েক বছর আগে করা কিছু বিতর্কিত মন্তব্যের জেরে বয়কট স্লোগানের মুখে পড়তে হয় এই ছবিকে ৷ এই ছবিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ এমনকী বাজেটের টাকাও তুলতে পারেনি আমিরের এই ছবি ৷

Year Ender 2022
এবছর বিতর্ক তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়েও

এবছর বিতর্ক তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়েও ৷ যদিও এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে তবে এবছর সবচেয়ে বেশি বিতর্কের মুখেও পড়তে হয়েছে এই ছবিকে ৷ অনেকের দাবি এই ছবিতে সত্যকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন পরিচালক ৷ কাশ্মীরের ঘটনাকে ঠিক যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিবেক তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী সম্প্রতি ইন্ডিয়ান ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্য়াল-এর জুরি প্রধান নাদাভ লাপিদও একটি বিস্ফোরক মন্তব্য় করেছিলেন এই ছবি নিয়ে ৷ ইজরায়েলি নির্মাতা এই ছবিকে 'অশ্লীল' এবং 'পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার' বলে অভিহিত করেন ৷ পাশাপাশি উপত্যকার কয়েকটি রাজনৈতিক দলও ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছিল । তবে প্রথম থেকেই পরিচালকের স্পষ্ট দাবি, তিনি নির্দিষ্ট তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করেছেন ।

Year Ender 2022
বিতর্ক তৈরি হয়েছে শাহরুখের আসন্ন ছবি 'পাঠান' নিয়েও

বিতর্ক তৈরি হয়েছে শাহরুখের আসন্ন ছবি 'পাঠান' নিয়েও ৷ ইতিমধ্য়েই এই ছবির 'বেশরম রং' গানটি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যার জেরে এই ছবিকে বয়কট করার দাবি উঠেছে ৷ কেউ কেউ এই গানটিকে 'অশ্লীল' এবং 'কুরুচিকর' বলেও দাবি করেছেন ৷ মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও এই নিয়ে মুখ খুলেছেন ৷ তিনিও হুঁশিয়ারি দিয়েছেন, এই গান বাদ না দিলে মধ্য়প্রদেশে 'পাঠান'-এর মুক্তি নিয়ে সন্দেহ তৈরি হবে ৷

আরও পড়ুন: টিভি সিরিয়ালের সেটেই আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া টেলিজগতে

Last Updated : Dec 27, 2022, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.