ETV Bharat / entertainment

Sidharth New Posters from Yodha: এগিয়ে এল সিদ্ধার্থের 'যোদ্ধা' মুক্তির তারিখ, প্রতিক্রিয়া কিয়ারার

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 5:10 PM IST

এগিয়ে এল সিদ্ধার্থ মালহোত্রা'র 'যোদ্ধা' মুক্তির তারিখ ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে ছবি মুক্তির তারিখ জানালেন অভিনেতা ৷ প্রতিক্রিয়া দিলেন কিয়ারা আদবানি ৷

Etv Bharat
এগিয়ে এল সিদ্ধার্থের 'যোদ্ধা' মুক্তির তারিখ

হায়দরাবাদ, 7 নভেম্বর: ঘোষণার পর থেকেই আলোচনার শিরোনামে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার 'যোদ্ধা' ৷ অনুরাগীরা ছবির পুঙ্খানুপুঙ্খ জানতে মুখিয়ে রয়েছেন ৷ এই ছবির জন্য নিজের আমূল পরিবর্তন এনেছেন অভিনেতা ৷ অ্যাকশনে ভরপুর এই ছবির নতুন দুটি পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ৷ পাশাপাশি জানিয়েছেন ছবি মুক্তির নতুন তারিখও ৷ পোস্টারে কিয়ারার আগুনে প্রতিক্রিয়া দেখার মতো ৷

মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিদ্ধার্থ নতুন দুটি পোস্টার শেয়ার করেন ৷ একটা পোস্টারে দেখা যায় অভিনেতার রাফ অ্যান্ড টাফ লুক ৷ কম্যান্ডোর পোশাকে হাতে বন্দুক নিয়ে সিদ্ধার্থকে দেখে বোঝাই যাচ্ছে, ময়দানে নামতে প্রস্তুত অভিনেতা ৷ অন্য ছবিতে দেখা গিয়েছে অ্যাকশন সিকোয়েন্সের কোনও দৃশ্যে ৷ ট্যাগলাইন হিসাবে ব্যবহার করা হয়েছে, "একজন কম্যান্ডো ৷ একটা প্লেন হাইজ্যাক ৷ একাধিক রহস্য ৷" সিদ্ধার্থ লিখেছেন, " অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর একটা জার্নির সাক্ষী থাকার জন্য তৈরি থাকুন ৷ বেঁধে নিন নিজেদের সিটবেল্ট ৷ যোদ্ধা প্রেক্ষাগৃহে ল্যান্ড করতে চলেছে 15 মার্চ, 2024 ৷"

এই পোস্ট সামনে আসার পর স্ত্রী কিয়ারা আদবানি আগুন ইমোজি ব্যবহার করে লিখেছেন, "উফফ !" অনুরাগীরা লিখেছেন, "15 মার্চের জন্য আমরা সকলে তৈরি ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "যোদ্ধার দেখার জন্য অপেক্ষায় রইলাম ৷" যোদ্ধা পরিচালনায় রয়েছেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, রাশি খান্না ও সুনীল শেট্টিকে ৷ ছবি প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধরমা প্রোডাকশন হাউস ৷ প্রথমে এই ছবি মুক্তির কথা ছিল চলতি বছর 15 ডিসেম্বর ৷ তারপর তা পিছিয়ে হয় 2024-র 8 ডিসেম্বর ৷ অবশেষে অভিনেতা সিদ্ধার্থ জানালেন, 2024-র 15 মার্চ মুক্তি পাবে 'যোদ্ধা' ৷

আরও পড়ুন: বিগ বি'র পর ডিপফেক ঘটনায় রশ্মিকার পাশে ম্রুণাল-নাগা চৈতন্য, প্রতিবাদে সোচ্চার তারকারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.