ETV Bharat / entertainment

Kangana Ranaut Birthday: গ্যাংস্টার থেকে থালাইভি, সেরা ছবিগুলি দিয়েই জন্মদিন উদযাপন হোক বলিউডের 'কুইন'-এর

author img

By

Published : Mar 23, 2023, 1:46 PM IST

আজ কঙ্গনা রানাওয়াত 36 বছর পূর্ণ করলেন (Kangana Ranaut Birthday)। জন্মদিনে তাঁর কেরিয়ারের সেরা চলচ্চিত্রগুলি (Best films of Kangana) দেখে নেওয়া যাক, যা তাঁকে একজন দাপুটে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ৷

Kangana Ranaut ETV Bharat
কঙ্গনা রানাওয়াত

হায়দরাবাদ, 23 মার্চ: 37 বছরে পড়লেন বলিউডের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Birthday)৷ তাঁর কেরিয়ারের বয়স 17 বছর ৷ অনুরাগ বসুর পরিচালনায় গ্যাংস্টার দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন ৷ তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ৷ একের পর বৈচিত্র্যময় চরিত্রে দর্শকদের অবাক করে চলেছেন তিনি (Best films of Kangana)।

তিনি (Kangana Ranaut age now) বর্তমানে একজন অভিনেত্রীর পাশাপাশি একজন পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করছেন । তাঁর অভিনয় দক্ষতা, নির্ভীক ব্যক্তিত্ব অনেকের মন জয় করে নিয়েছে । জন্মদিনে তাঁর চলচ্চিত্রগুলি একনজরে দেখে নেওয়া যাক, যা তাঁকে একজন স্বতন্ত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে ৷

Kangana Ranaut ETV Bharat
গ্যাংস্টার

গ্যাংস্টার (2006)

গ্যাংস্টার ফিল্ম দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন কঙ্গনা রানাওয়াত । অনুরাগ বসু পরিচালিত মুভিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা গিয়েছে শাইনি আহুজাকে ৷ আর তাঁর বিপরীতে একজন বার ডান্সারের চরিত্র ফুটিয়ে তুলেছেন কঙ্গনা । ক্রাইম ড্রামাটিতে ছিলেন ইমরান হাশমিও ।

Kangana Ranaut ETV Bharat
ফ্যাশন

ফ্যাশন (2008)

ফ্যাশনের মাধ্যমে কঙ্গনা প্রথমবার তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন । এই ছবিতে যদিও প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ৷ তবুও কঙ্গনা একজন মডেলের চরিত্রে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ হিট ফিল্মটি সর্বদা কঙ্গনার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে কারণ এই ছবি তাঁকে প্রথম জাতীয় পুরস্কার এনে দেয় ৷

Kangana Ranaut ETV Bharat
কুইন

কুইন (2014)

কুইনে বাগদত্তা বিজয় ধিংড়া (রাজকুমার রাও) বিয়ের ঠিক আগের দিন বিয়ে ভেঙে দিলে রানি মেহরা (কঙ্গনা) একা একাই হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নেন । যে মেয়েরা পুরুষ শাসিত সমাজে স্বাধীন জীবনযাপন করতে দ্বিধাগ্রস্ত থাকেন, তাঁরা কঙ্গনার চরিত্র থেকে প্রকৃত অনুপ্রেরণা পেতে পারেন । কুইন ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনা তাঁর দ্বিতীয় জাতীয় পুরস্কার পান ।

Kangana Ranaut ETV Bharat
'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি

'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি (2011)

আর. মাধবনের সঙ্গে আনন্দ এল রাই-এর তনু ওয়েডস মনু (2011) ছবিতে প্রথম কঙ্গনার কমেডি দক্ষতার দিকটি প্রকাশ পায় । 2015 সালে তিনি ফিরে আসেন তনু ওয়েডস মনু রিটার্নসে । এই ছবিতে প্রধান অভিনেত্রী কঙ্গনা এবং মাধবনের বিয়েতে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তা তুলে ধরা হয় ৷ এই ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন কঙ্গনা । তনু ওয়েডস মনু রিটার্নস কঙ্গনাকে এনে দেয় আর একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷

Kangana Ranaut ETV Bharat
মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি

মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি (2019)

কঙ্গনা রানাওয়াত 2019 সালে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে প্রথমবার ক্যামেরার পিছনেও দাঁড়ান ৷ তিনি রাধা কৃষ্ণ জাগরলামুড়ির সঙ্গে ঐতিহাসিক এই চলচ্চিত্রের বেশ কয়েকটি অংশ পরিচালনা করেছিলেন । ঝাঁসির রানি লক্ষ্মী বাঈয়ের সাহসিকতার উদযাপনে এই ছবি তৈরি করা হয়েছিল । এই ফিল্মেও মুখ্য চরিত্রে প্রশংসিত হয় কঙ্গনার অভিনয় । হিস্টোরিক্যাল ড্রামায় অভিনয়ের জন্য আরও একটি জাতীয় পুরস্কার জেতেন কঙ্গনা ৷

Kangana Ranaut ETV Bharat
পাঙ্গা

পাঙ্গা (2020)

কঙ্গনা অভিনীত 2020 সালে এই ছবিটি একজন অবসরপ্রাপ্ত কাবাডি খেলোয়াড়কে নিয়ে, যিনি খেলায় ফিরে আসতে চান । অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত মুভিতে রিচা চাড্ডা, নীনা গুপ্তা, জ্যাসি গিল এবং পঙ্কজ ত্রিপাঠীও এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন । মায়েরা যে হাবে তাঁদের পরিবারকে গড়ে তোলেন, তার পাশে থাকেন, তাঁদের সম্মান জানাতেই তৈরি হয় এই ফিল্ম ৷

Kangana Ranaut ETV Bharat
থালাইভি

থালাইভি (2021)

এই মুভিতে কঙ্গনা তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন । রাজনীতিবিদ হওয়ার আগে জয়ললিতা তামিল চলচ্চিত্রে অভিনয় করতেন । জয়ললিতার চরিত্র ফুটিয়ে তোলার জন্য় প্রচুর পরিশ্রম করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ এমনকী তাঁর এই ভূমিকার জন্য তিনি 20 কিলো ওজন বাড়িয়েছিলেন ।

আগামী মাসগুলিতে দর্শকরা কঙ্গনাকে 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অফ ডিড্ডা', 'চন্দ্রমুখী 2' এবং 'দ্য ইনকারনেশন: সীতা'-তে দেখতে পাবেন । এছাড়াও তিনি 'ইমার্জেন্সি' পরিচালনা করছেন, যেটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: হট ডিভা থেকে 'কন্ট্রোভার্সি ক্যুইন', ফিরে দেখা কঙ্গনার সবচেয়ে চর্চিত কিছু মন্তুব্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.