ETV Bharat / entertainment

HBD Rani Mukerji: মিসেস চ্যাটার্জি থেকে মিশেল ম্যাকনেলি... জন্মদিনে ফিরে দেখা পর্দার দাপুটে রানিকে

author img

By

Published : Mar 21, 2023, 10:53 AM IST

Updated : Mar 21, 2023, 11:05 AM IST

'কভি আলবিদা না কেহনা'র মায়া তলোয়ার থেকে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির দেবিকা, রানি অভিনয় করেছেন বহু আইকনিক চরিত্রে ৷ আসুন তাঁর জন্মদিনে ফিরে দেখি এমনই কিছু চরিত্র যা কোনওদিন ভুলতে পারবেন না সিনেপ্রেমীরা (Rani Mukerji Iconic Characters)৷

Rani Mukerji Iconic Characters
জন্মদিনে ফিরে দেখা রানির কিছু আইকনিক চরিত্র

হায়দরাবাদ, 21 মার্চ: রানি মুখোপাধ্য়ায়, বাঙালি এই নায়িকা একসময় যে কত সিনেপ্রেমীর ক্রাশ ছিলেন তা বলাই বাহুল্য ৷ শুধু তাই নয়, তাঁর জনপ্রিয়তা ঠিক কতখানি তা একটি তথ্য দিলেই বোঝা যাবে ৷ 2000 সাল নাগাদ ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন সেই নায়িকা যাঁর পারিশ্রমিক ছিল সবচেয়ে বেশি ৷ বহু আইকনিক সুপারহিট ছবিতে রানি তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন ৷ রানি বললেই তাই কারও মনে পড়ে 'কভি আলবিদা না কেহনা'র মায়া তলোয়ারকে কারও আবার মনে পড়ে যায় 'ব্ল্যাক' ছবির মিশেল ম্য়াকনেলিকে ৷ কেউ আবার তাঁকে মনে রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'বিয়ের ফুল' ছবির নায়িকা হিসাবে ৷ বহু স্মরনীয় চরিত্রে অভিনয় করা রানি অন্যদের তুলনায় নিজেকে একটু দূরে রাখতেই ভালোবাসেন লাইমলাইট থেকে ৷ আসুন আজ তাঁর জন্মদিনে ফিরে দেখি রানি অভিনীত এমনই কিছু চরিত্র যা সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে আবার মন জিতেছে দর্শকদেরও (Rani Mukerji Iconic Characters) ৷

কুছ কুছ হোতা হ্যায়: রানি এই ছবিতে অভিনয় করেছিলেন টিনা মালহোত্রার চরিত্রে ৷ রাহুল অর্থাৎ শাহরুখের সঙ্গে জমে ওঠে তাঁর প্রেমের কাহিনি ৷ করণ জোহর পরিচালিত এই ছবিতে অভিনয়ের জন্য় নায়িকা তাঁর প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কারও জিতে নেন রানি ৷ সেরা সহ অভিনেত্রী হিসাবে 1999 সালে এই পুরস্কার ওঠে তাঁর হাতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গেই ছিলেন কাজলও ৷

চলতে চলতে: আবার শাহরুখ ৷ সালটা 2003 ৷ এবার আজিজ মির্জার পরিচালনায় রানি হলেন প্রিয়া চোপড়া ৷ অসামান্য অভিনয় এবারও ছুঁয়ে গেল দর্শকদের ৷ আর এই চরিত্রের জন্য় রানি জিতে নিলেন বিবিসি ফিল্ম ক্যাফে পুরস্কার ৷ বাণিজ্যিকভাবেও সুপারহিট ছিল 'চলতে চলতে' ৷

ব্ল্যাক: এবার সঙ্গী অমিতাভ বচ্চন ৷ সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবিতে মিশেল ম্য়াকনেলির চরিত্রে অভিনয় করলেন রানি ৷ অন্ধ এবং বধির এক নারীর কাহিনি যেভাবে ফুটিয়ে তুললেন তিনি তা চমকে দিল সকলকে ৷ 'ব্ল্যাক' তাঁকে আবারও এনে দিল ফিল্ম ফেয়ার পুরস্কার ৷ জীবনে মোট সাতটি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন রানি ৷ তার মধ্য়ে 'ব্ল্যাক' ছবির জন্য়ই তিনি পেয়েছেন দু'টি পুরস্কার ৷

কভি আলবিদা না কেহনা: 2006 সালে আবার কমার্শিয়াল ছবিতে কামব্যাক করলেন রানি ৷ এবার তিনি অভিনয় করলেন হিন্দি ছবির জগতের অন্যতম কাল্ট ছবি 'কভি আলবিদা না কেহনা'র মায়া তলোয়ার চরিত্রে ৷ এই ছবিতে তারকাদের হাট বসেছিল বললেও ভুল বলা হয় না ৷ অভিষেক বচ্চন, শাহরুখ খান, কাজল, কিরণ খের থেকে বিগ বি পর্যন্ত সকলেই রয়েছেন করণের এই গল্পে ৷ তবে তার মধ্যেও আলাদা করে নজর কাড়ে রানির অভিনয় এবং তাঁর যন্ত্রণা ছুঁয়ে যায় দর্শকদের ৷

নো ওয়ান কিলড জেসিকা: অন্য় ধরনের চরিত্রে বারবার নিজেকে মেলে ধরেছেন নায়িকা ৷ কিন্তু তাঁকে এবার যে চরিত্রে দেখা গিয়েছে তা সত্যিই একেবারে আলাদা ৷ লড়াকু সাংবাদিক মীরার চরিত্রে যেভাবে নিজেকে ঢেলে দিয়েছেন রানি তা ছিল সত্যিই অনবদ্য ৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি রাজকুমার গুপ্তার এই ছবিতে অভিনয়ের জন্য় সমালোচকদেরও যথেষ্ট প্রশংসা কুড়োন অভিনেত্রী ৷

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে: এখন প্রেক্ষাগৃহে এক লড়াকু মায়ের গল্প নিয়ে হাজির হয়েছে অসীমা ছিব্বরের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ৷ আর ছবির হাত ধরেই যেন অভিনয়ের মূলস্রোতে নতুন করে কামব্যাক করেছেন রানি ৷ সন্তানের জন্য় মা কীভাবে রাষ্ট্রের বিরুদ্ধেও লড়াইয়ে নামতে পারেন সেই গল্পই তুলে ধরে এই ছবি ৷ এই ছবির জন্য় ইতিমধ্য়েই প্রশংসিত হচ্ছেন রানি ৷ সমালোচক থেকে দর্শক মা রানির লড়াই সবার চোখেই জল এনেছে ৷

আরও পড়ুন: টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে 'দোস্তজী' র ট্রেলার, প্রথম বাংলা ছবি হিসেবে অনন্য সম্মান

Last Updated :Mar 21, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.