ETV Bharat / entertainment

Super Singer New Episode: সুপার সিঙ্গারের মঞ্চে বসন্ত উৎসব, হাজির রুকমা থেকে লগ্নজিতা

author img

By

Published : Mar 3, 2023, 5:15 PM IST

বসন্ত উৎসবের রঙে রেঙে উঠবে সুপার সিঙ্গারের মঞ্চ ৷ হাজির রুকমা রায় থেকে লগ্নজিতা সকলেই ৷ থাকবেন শান, রূপম ইসলামরাও (Super Singer Special Episode For Holi)৷

Super Singer New Episode
বসন্ত উৎসবের আবহে সেজে উঠবে সুপার সিঙ্গারের মঞ্চ

কলকাতা, 3 মার্চ: সামনেই দোল । আর তা নিয়ে ইতিমধ্যেই বাঙালির মনে এখন উন্মাদনা তুঙ্গে । রঙের আনন্দে মেতে উঠবে বাঙালি । একইভাবে তেরো পার্বণে মেতে উঠতে পিছিয়ে থাকে না বাংলা টেলিভিশন চ্যানেলগুলিও । এমনকী রিয়েলিটি শোয়ের মঞ্চেও দেখা যায় নানান অনুষ্ঠানের আয়োজন ৷ এবারেও অন্যথা হবে না তার । খবর মিলেছে ইতিমধ্যেই । সুপার সিঙ্গারের মঞ্চে দোল ঘিরে আসছে মহাপার্বণ । থাকবে নাচ, গান এবং রঙের মেলা (Super Singer Special Episode For Holi)।

দোল উপলক্ষ্যে আসতে চলেছে বিশেষ পর্ব ৷ এই দুই পর্বে 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে অতিথি হিসেবে হাজির থাকবেন রুকমা রায়, অভিষেক বসু, সাহেব চট্টোপাধ্যায় এবং লগ্নজিতা চক্রবর্তী । সকলেই মেতে উঠবেন রঙের খেলায় । রুকমা এই চ্যানেলের 'কিরণমালা', 'খড়কুটো', 'দেশের মাটি'র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ৷ আবার এই ধারাবাহিকের পাশাপাশি 'সুপার সিঙ্গার'-এর প্রথম সিজনের সঞ্চালনাও করেছেন ৷

Super Singer New Episode
থাকবেন রুকমা-অভিষেক-সাহেব-লগ্নজিতা

অভিষেক বসু 'গঙ্গারাম' ধারাবাহিক শেষ করার পর এই মুহূর্তে এই চ্যানেলেরই 'আলতা ফড়িং' ধারাবাহিকে অভিনয় করছেন । অনুষ্ঠানটিকে গানে গানে ভাসিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করতে আসবেন সাহেব এবং লগ্নজিতা । দোলের গানে সকলের মন ভরাবেন লগ্নজিতা এবং সাহেব । সঙ্গে তো থাকবেই যীশুর দুর্দান্ত সঞ্চালনা । এই রঙিন অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই শামিল হবেন বিচারক রূপম ইসলাম, শান এবং মোনালি ঠাকুর ।

Super Singer New Episode
উৎসবের এই মঞ্চে হাজির হবেন বিশিষ্ট অতিথিরা

আরও পড়ুন: মাঝরাতে 2 সন্তান সহ তাঁকে বাড়ি থেকে বের করেছে নওয়াজের পরিবার, অভিযোগ আলিয়ার

আদতে প্রেমের গান মানেই তো মনে লাগে বসন্তের দোলা ৷ আর বসন্ত মানেই হল দোল ৷ তাই 'বসন্ত উৎসব' শীর্ষক এই অনুষ্ঠানের মাধ্যমে এবার ঘরে বসেই দোলের আগে দোলের মজা লুটে নেবে দর্শক । 4 এবং 5 মার্চ রাতটা জমে যাবে নাচ, গান, আড্ডা আর রঙের মজায়- আশাবাদী প্রত্যেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.