Gopone Mod Charan: কমেডির মাধ্যমে গোপনে মদ ছাড়ানোর অভিযান শুরু তথাগতর

author img

By

Published : Jun 5, 2022, 9:22 AM IST

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed

কমেডির মাধ্যমে গোপনে মদ ছাড়ানোর অভিযান (Gopone Mod Charan) শুরু করতে চলেছে পরিচালক তথাগত মুখোপাধ্যায় ৷ প্রকাশিত হল এই ছবির চরিত্রগুলির লুক (Tathagata Mukherjee directed film)৷

কলকাতা, 5 জুন: এই বর্ষাতেই মুক্তি পেতে চলেছে পরিচালক তথাগতর বানানো ছবি 'ভটভটি'। দীর্ঘ দুটি বছর অপেক্ষার পর দর্শক দরবারে আসতে চলেছে এই ছবি । তবে পরিচালক দিনকয়েক আগেই তার আসন্ন ছবি 'গোপনে মদ ছাড়ান'-এর ঘোষণা করেছেন (Tathagata Mukherjee directed film)। হাজির হয়েছে তার পোস্টারও ।

এই ছবির গল্পের ব্যাপারে তথাগত (character look of Gopone Mod Charan) জানান, "এক মাঝরাতে প্রাইভেট ফার্মে চাকুরিরত জনির ভাড়াটে ভর্তি বাড়ির চিলেকোঠার ঘরে বসে মদ খাচ্ছে জনি, চাদু, বুম্বা । জনি বেসরকারি ফার্মে, চাঁদু দাদার মোবাইলের দোকানে, বুম্বা বাবার গার্মেন্টস-এর দোকানের মুটে মজুর । তিনজনের অর্থহীন কথার মাঝে উঠে আসছে তাদের মধ্যবিত্ত জীবন, হতাশা, প্রেম, সেক্সুয়াল আক্ষেপ, ফাঁকা ভাবনারা । হয়তো এ ভাবেই অন্যদিনের মতো ভোর হয়ে যেত, ওরাও ফিরে যেত ওদের দৈনন্দিন জীবনে, যদি না সে দিন মাঝরাতে মদটা শেষ হয়ে যেত ।

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
পরিচালক তথাগত মুখোপাধ্যায়

বাকি রাত জুড়ে মদ খাওয়ার যে প্রচণ্ড আকুতি ঠাট্টার ছলে শুরু হয় সেটা ক্রমশ বড় হয় । একটা সময়ে ওই তিন বন্ধু বেরিয়ে পড়ে রাস্তায় মদ খুঁজতে । কিন্তু ক্যামেরা সেখান থেকে একচুল নড়ে না । কারণ একটু পরেই সেখানে সিগারেট কিনতে আসবে সুপারস্টার সুখেনজিৎ আর আইটেম ডান্সার বর্ষা । যারা এই চুপ মেরে থাকা একটা অন্ধকার গলির নির্জনতা খুঁজছে । সুখেনজিতের আগামী ছবি 'বিবেকানন্দ'তে অভিনয় করবে বর্ষা । ক্যামেরা তাদের সঙ্গে গাড়িতে চেপে সেই অন্ধকার গলিতে উপস্থিত হয় ।" তারপর ? বাকিটা তোলা থাক না ছবির মুক্তি পর্যন্ত ।

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
ছবির পোস্টার

এই ছবির গল্প শুরু হয় তিন বন্ধুর মাঝরাতে মদ খোঁজা দিয়ে । গল্প ক্রমশ থ্রিলারের নাটকীয়তায় ব্ল্যাক কমেডির স্বাদ এনে দেয়, যার নির্যাসেই লুকিয়ে আছে প্রত্যেকটি চরিত্রের নিজেদের স্বার্থ পূরণের উদ্দেশ্য আর এক অর্থহীন গন্তব্য । এ সিনেমাতে ক্যামেরা একবারও না থেমে জীবনের প্রবাহমানতাকে ধরার চেষ্টা করে আর চরিত্ররা বাটারফ্লাই এফেক্টে পরষ্পরকে প্রভাবিত করে । এ যাত্রায় এই অন্তঃসারশূন্য সময় আর তার নিস্পৃহ স্বার্থকেন্দ্রিক চরিত্ররা রাতের অন্ধকারের দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, যার গায়ে ইস্তেহার লেখা "গোপনে মদ ছাড়ান"।

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
ছবির একটি দৃশ্যে

ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোহম মজুমদার, সৌম্য মুখোপাধ্যায়, ঋষভ বসু, রুকমা রায়, মেঘা চৌধুরী, ঐশ্বর্যা সেন, সম্রাট মুখোপাধ্যায়, লোকনাথ দে, পুষাণ দাশগুপ্ত, প্রদীপ ধর ও অনিমেষ ভাদুড়িকে ।

আরও পড়ুন: Jamai Sasthi Celebration : জামাইষষ্ঠীতে এবার হ্যাটট্রিক রাহুলের, মেনুতে আজ চিংড়ি-মাটন

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
একটি দৃশ্যে

উল্লেখ্য, বাংলা ভাষায় এটিই প্রথম সিঙ্গল শট ছবি । এখানে ক্যামেরাও একটি চরিত্র । তথাগত জানান, "ছবিট মূলত এই সময়টাকে নিয়ে । সিঙ্গল শট সিনেমা এটা । যে সময়ে আমরা বাস করছি, সেটা তো একটা অন্তঃসারশূন্য সময় । মানুষ মননের দিক থেকে ফাঁকা হয়ে গিয়েছে সেটা আমি বলছি না । আমি বলছি কোনওকিছুই স্থায়ী নয় । কাল একটা ধর্ষণ হল । তা নিয়ে মোমবাতি মিছিল হল, আলোচনা হল, পরদিন তা ভুলেই গেলাম আমরা । সারাদিন এত সব নিউজ ফিডের মধ্যে কোনওটাই মাথায় থাকে না ৷ আর প্রভাবও ফেলে না । 2016 তে লিখি স্ক্রিপ্টটা । আমরা সাধারণত ছবি বানানোর সময় ছবিটাকে পলিটিক্যালি কারেক্ট করার চেষ্টা করি । কোনও ভাবে মহিলা বা পুরুষদের যাতে অবজেক্টিফাইড না করা হয় সেদিকে খেয়াল রাখি । এই ছবিটা কিন্তু তেমন নয় । এটা পলিটিক্যালি ইনকারেক্ট ছবি । এখানে এমন অনেককিছুই আছে যা অন্য সব ছবিতে থাকে না । কারণ আমি এই সময়ের দলিলটাকে ধরতে চেয়েছি । জঘন্য সময়ের দলিল । এখানে সবই হয় । কিন্তু সবই প্রলেপ দিয়ে ঢেকে রাখা হয় । ভাওতাবাজির চুড়ান্ত জায়গা এটা । সবই ঘটে কিন্তু কার্পেটের নিচে। যে সময়ে দাঁড়িয়ে মানুষ মানুষকে গালাগালি দেয়, বিশ্বাস করে না কিন্তু সেগুলো আশ্চর্যজনক ভাবে আমাদের সিনেমা, সাহিত্যে মিসিং । আমি এই সময়টাকে ধরতে চেয়েছি । যা যা এই সময়ে ঘটে কার্পেটের নিচে, তা আমি কার্পেট থেকে বের করে দিয়েছি ।"

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
ছবিতে রুকমা

প্রসঙ্গত, সেন্সরের উপর নির্ভর করছে ছবিটা কোন প্ল্যাটফর্মে আসবে । শুটিং শুরু হয়েছে ছবির । শুটিং শুরুর আগে কয়েক দফা রিহার্সালও করেছে তথাগতর টিম । ছবির দৈর্ঘ্য আনুমানিক দেড় ঘণ্টা । এই প্রসঙ্গে আরও একটা দিক উল্লেখ না করলেই নয়, ছবির পোস্টারে লেখা আছে 'বাংলা ভাষায় প্রথম single shot সিনেমা'। এই একটি তথ্য নিয়ে পোস্টার হাজির হওয়ার পর বিতর্কের মুখে পড়েন তথাগত । বিতর্ক তোলেন পরিচালক আশিস অবিকুন্তক । এই পরিচালকের তৈরি 'রতি চক্রব্যুহ' নাকি বাংলা তথা ভারতের প্রথম সিঙ্গল শট ছবি । তথাগত সেদিনের সেই বিতর্ক সামলে নেন তথ্যের হিসেব দেখিয়ে ।

character look of Tathagata Mukherjee directed Gopone mod charan revealed
গোপনে মদ ছাড়ান

তথাগত এই মুহূর্তে অভিনয় করছেন 'গুড্ডি' এবং 'ধুলোকণা' ধারাবাহিকে । অভিনয়, লেখালিখি, পরিচালনা তিনটি দিককে সমান ভাবে ব্যালান্স করছেন তিনি, এ কথা বলার অপেক্ষা রাখে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.