ETV Bharat / entertainment

Lion Book App: ফের বেটিং অ্যাপ কাণ্ড ! রণবীরের পর এবার ইডির নজরে সঞ্জয় দত্ত-সুনীল শেট্টি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 12:51 PM IST

Lion Book App
ইডির নজরে সঞ্জয় সুনীল

Sanjay Dutt-Sunil Shetty under ED Radar: এ বার ইডির নজরে সঞ্জয় দত্ত, সুনীল শেট্টির মতো বলিউড তারকা ৷ এর আগে মহাদেব বুক অ্যাপ কাণ্ডে ইডি সমন পাঠিয়েছিল অভিনেতা রণবীর কাপুরকে ৷ এ বার আরও একটি বেটিং অ্যাপের খবর সামনে এল ৷ আর সেই অ্যাপের সাফল্যের পার্টিতে দেখা গিয়েছিল বলিউডের এই তারকাদের ৷

মুম্বই, 11 অক্টোবর: ফের ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউড ৷ কয়েকদিন আগে বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত মহাদেব বুক অ্যাপ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বি টাউনে ৷ ইডি তলব করেছিল রণবীর কাপুরকে ৷ আর এ বার চর্চায় উঠে এল আরও একটি বেটিং অ্যাপ ৷ এই অ্যাপটির নাম লায়ন বুক অ্যাপ ৷ জানা গিয়েছে, শুধু ভারত নয় পাকিস্তানেও গড়াপেটার জন্য় ব্য়বহৃত হত এই অ্যাপটি ৷ আর এই অ্যপের জন্য়ই ইডির নজর পড়েছে সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, ডেইজি শাহ, সোফি চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীদের দিকে ৷

ঠিক কী কারণে ইডির নজরে রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা ? সূত্রের খবর বলছে, গত বছর 20 সেপ্টেম্বর এই অ্যাপটির সাফল্যের জন্য় একটি পার্টির আয়োজন করা হয় ৷ দুবাইয়ে এই বিলাসবহুল পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক অভিনেতা-অভিনেত্রী ৷ তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, সোফি চৌধুরী, ডেইজি শাহ এবং জর্জিয়া আদ্রিয়ানির মতো আরও অনেকেই ৷ অনেক বলিউড তারকা তো অ্যাপটির প্রচার করেছেন বলেও জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, লায়ন বুক অ্যাপটির নির্মাতা সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল হিতেশ খুশলানি ৷ এই সৌরভের হাত ধরেই বাজারে এসেছিল মহাদেব বুক অ্যাপও ৷ ইডি আধিকারিকরা জানাতে পেরেছেন, এই নতুন অ্যাপটিও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে সৌরভের সঙ্গে ৷ প্রসঙ্গত, কয়েক মাস আগেই দুবাইতে বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় সৌরভের ৷ সেই অনুষ্ঠানেও হাজির ছিলেন বি টাউনের একাধিক চেনা মুখ ৷

আরও পড়ুন: ইজরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরে সরকারকে ধন্যবাদ জানালেন নুসরত

শুধু তাই নয়, ইডির সূত্রে মেলা খবর অনুযায়ী, এই অনুষ্ঠানের জন্য় হাওয়ালার মাধ্যমে প্রায় 100 কোটিরও বেশি টাকা পাঠানো হয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ৷ এ বার লায়ন বুক অ্যাপ কাণ্ড কোনদিকে মোড় নেয় সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.