ETV Bharat / entertainment

Nushrratt Bharuccha: ইজরায়েল থেকে নিরাপদে ভারতে ফিরে সরকারকে ধন্যবাদ জানালেন নুসরত

ভিডিয়ো বার্তায় ভারতীয় দূতাবাস, ভারত সরকার এবং ইজরায়েলের দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন অভিনেত্রী নুসরত ভারুচ্চা ৷ তিনি জানালেন ইজরায়েলে তাঁর দূর্বিষহ অভিজ্ঞতার কথা ৷

Nushrratt Bharuccha
সরকারকে ধন্যবাদ দিলেন নুসরত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 9:06 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: বলিউড তারকা নুসরত ভারুচ্চা সোশালে একটি ভিডিয়ো পোস্ট করে ধন্য়বাদ জানিয়েছেন ভারতীয় দূতাবাস, ভারত সরকার এবং ইজরায়েলের দূতাবাসের আধিকারিকদের ৷ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তাঁকে ভারতে ফিরে আসতে সাহায্য করার জন্য সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই মুহূর্তে রণক্ষেত্র ইজরায়েল ৷ সেখানেই সম্প্রতি আটকে পড়েন অভিনেত্রী ৷ তিনি ইজরায়েলে গিয়েছিলেন হাফিয়া ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করতে ৷ তাঁর নতুন ছবির প্রদর্শনের পর সেখানে গান গাইতেও দেখা যায় তাঁকে ৷

কিন্তু শনিবারের পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর পরিবারের ৷ আর শনিবার দুপুরেই ইজরায়েল সরকার যুদ্ধ ঘোষণা করে ৷ যার জেরে সেখানেই আটকে পড়েন নুসরত ৷ এরই মাঝে ইজরায়েলে শুরু হয় হামাসের হামলা ৷ প্যালেস্তাইনের এই সশস্ত্র গোষ্ঠী একাধিক জায়গায় বিমান হামলা শুরু করে ৷ সেই ভয়ংকর পরিস্থিতি থেকে অবশেষে সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন অভিনেত্রী ৷

আর দেশে ফিরেই ভিডিয়ো বার্তায় তিনি তুলে ধরলেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ গত 8 অক্টোবর মুম্বই বিমানবন্দরে নামেন তিনি ৷ মুম্বই এয়ারপোর্টে বিধ্বস্ত দেখিয়েছিল তাঁকে ৷ বোঝাই গিয়েছিল তাঁর এই বিদেশ যাত্রা ঠিক কতখানি কঠিন ছিল ৷ এদিনের বার্তায় তিনি জানান, কেমন ছিল বিদেশে তাঁর সেই দুর্বিসহ 36 ঘণ্টা ৷ কী কী কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে তাও এদিন ব্য়াখ্যা করেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রণবীরের ঠোঁটে ঠোঁট রশ্মিকার, অন্তরঙ্গ ছবি ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া

প্রসঙ্গত, প্যালেস্তাইন এবং ইজরায়েলের এই লড়াই আজকের নয় ৷ ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, ইজরায়েল প্যালেস্তাইনের মধ্যে বহুবার শান্তি প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছে ৷ কিন্তু কিছুদিনের যুদ্ধ বিরতির পর আবারও তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের চতুর্থদিনে নিহতের সংখ্যা 1600 ছুঁয়েছে ইতিমধ্যেই ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর: বলিউড তারকা নুসরত ভারুচ্চা সোশালে একটি ভিডিয়ো পোস্ট করে ধন্য়বাদ জানিয়েছেন ভারতীয় দূতাবাস, ভারত সরকার এবং ইজরায়েলের দূতাবাসের আধিকারিকদের ৷ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তাঁকে ভারতে ফিরে আসতে সাহায্য করার জন্য সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷ এই মুহূর্তে রণক্ষেত্র ইজরায়েল ৷ সেখানেই সম্প্রতি আটকে পড়েন অভিনেত্রী ৷ তিনি ইজরায়েলে গিয়েছিলেন হাফিয়া ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান করতে ৷ তাঁর নতুন ছবির প্রদর্শনের পর সেখানে গান গাইতেও দেখা যায় তাঁকে ৷

কিন্তু শনিবারের পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর পরিবারের ৷ আর শনিবার দুপুরেই ইজরায়েল সরকার যুদ্ধ ঘোষণা করে ৷ যার জেরে সেখানেই আটকে পড়েন নুসরত ৷ এরই মাঝে ইজরায়েলে শুরু হয় হামাসের হামলা ৷ প্যালেস্তাইনের এই সশস্ত্র গোষ্ঠী একাধিক জায়গায় বিমান হামলা শুরু করে ৷ সেই ভয়ংকর পরিস্থিতি থেকে অবশেষে সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন অভিনেত্রী ৷

আর দেশে ফিরেই ভিডিয়ো বার্তায় তিনি তুলে ধরলেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ গত 8 অক্টোবর মুম্বই বিমানবন্দরে নামেন তিনি ৷ মুম্বই এয়ারপোর্টে বিধ্বস্ত দেখিয়েছিল তাঁকে ৷ বোঝাই গিয়েছিল তাঁর এই বিদেশ যাত্রা ঠিক কতখানি কঠিন ছিল ৷ এদিনের বার্তায় তিনি জানান, কেমন ছিল বিদেশে তাঁর সেই দুর্বিসহ 36 ঘণ্টা ৷ কী কী কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে তাও এদিন ব্য়াখ্যা করেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রণবীরের ঠোঁটে ঠোঁট রশ্মিকার, অন্তরঙ্গ ছবি ঘিরে তোলপাড় সোশাল মিডিয়া

প্রসঙ্গত, প্যালেস্তাইন এবং ইজরায়েলের এই লড়াই আজকের নয় ৷ ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, ইজরায়েল প্যালেস্তাইনের মধ্যে বহুবার শান্তি প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছে ৷ কিন্তু কিছুদিনের যুদ্ধ বিরতির পর আবারও তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের চতুর্থদিনে নিহতের সংখ্যা 1600 ছুঁয়েছে ইতিমধ্যেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.