ETV Bharat / entertainment

Dream Girl 2 Trailer: আবেদনময়ী পূজা আবার হাজির, মুক্তি পেল 'ড্রিম গার্ল 2' ট্রেলার

author img

By

Published : Aug 1, 2023, 9:43 PM IST

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'ড্রিম গার্ল 2'-এর ট্রেলার ৷ আয়ুষ্মান খুরানা ওরফে পূজার লাস্যময়ী রূপ আবারও ঘায়েল করেছে দর্শকদের ৷ 25 অগস্ট মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল 2' ৷

Etv Bharat
মুক্তি পেল 'ড্রিম গার্ল 2'-এর ট্রেলার

হায়দরাবাদ, 1 অগস্ট: সকলের মনে আরও একবার ঝড় তুলতে হাজির পূজা ৷ যিনি সকল পুরুষের 'ড্রিম গার্ল' ৷ হ্যাঁ, মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'ড্রিম গার্ল 2' ছবির ট্রেলার ৷ পূজা চরিত্রে আয়ুষ্মানের ক্যারিশ্মা আগেই দেখেছেন দর্শক ৷ এবার সেই মহিমা ছড়িয়েছে আরও একটু বেশি ৷ ইতিমধ্যেই ট্রেলারেই পুরুষভক্তদের ঘায়েল করেছেন পূজা ওরফে আয়ুষ্মান খুরানা ৷ দর্শকরাও ড্রিমগার্লের নয়া অবতার দেখে প্রসংশায় পঞ্চমুখ ৷

ছবির টিজার দেখে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ আগেই বেড়েছিল ৷ অপেক্ষা ছিল ট্রেলারের ৷ মঙ্গলবার সন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটে ৷ ট্রেলার শুরু হয় আয়ুষ্মান তথা পূজার সেই ইউনিক ভয়েস দিয়ে ৷ যেখানে তাঁর বাবার ক্রেডিট কার্ডের ধার শোধ করার জন্য ফোন করেন একজন এজেন্ট ৷ এইরকম আরও অনেক জায়গায় ধারের বোঝা আয়ুষ্মান তথা করমবীর সিং-এর মাথায় চাপিয়ে দিয়েছেন তাঁর বাবা অর্থাৎ জগজিৎ সিং ৷ সেই ধার থেকে বাঁচতে কী কী উপায় অবলম্বন করেন করমবীর ওরফে পূজা, সেই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারেই রয়েছে একাধিক টুইস্ট ৷ সঙ্গে উপরি পাওনা নানা সময়ে আয়ুষ্মানেন সেক্সি অবতার ৷ ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা পাণ্ডে, অনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব-সহ আরও অনেকে ৷ এর আগে গোবিন্দা, কমল হাসান ও আমির খানকে দেখা গিয়েছে বড় পর্দায় মহিলা চরিত্র ফুটিয়ে তুলতে ৷ সেই তালিকায় এন্ট্রি নিয়েছেন আয়ুষ্মানও ৷ তাঁর এই অবতার আরও একবার মন ছুঁয়েছে দর্শকদের ৷ ট্রেলার আসতেই ভেসে গিয়েছে কমেন্টের বন্যা ৷

আরও পড়ুন: 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন কার্তিক আরিয়ান

'ড্রিম গার্ল' ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজ শান্ডিল্য ৷ প্রযোজনার দায়িত্বে একতা কাপুর ও শোভা কাপুর ৷ জুলাইয়ে ছবি মুক্তির কথা থাকলেও ভিএফএক্স কাজের জন্য পিছিয়ে দেওয়া হয় মুক্তির দিন ৷ অবশেষে, 25 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল টু' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.