ETV Bharat / entertainment

Nitin Chandrakant Desai: আত্মঘাতী 'লগান' ছবির শিল্প নির্দেশক নীতিন, কারণ নিয়ে সংশয়

author img

By

Published : Aug 2, 2023, 11:49 AM IST

নিজের হাতে গড়া স্টুডিয়োয় আত্মহত্যা করলেন আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাই ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 57 বছর ৷

Nitin Chandrakant Desai
আত্মহত্যা করলেন আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাই

কাজরাত, 2 অগস্ট: বিনোদন জগতে আবারও শোকের ছায়া ৷ নিজের এনডি স্টুডিয়োয় মৃত অবস্থায় পাওয়া গেল বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাইকে ৷ বুধবার ভোর রাতে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্টুডিয়োর কর্মীরা ৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন এই প্রতিভাবান শিল্প নির্দেশক ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷

যদিও নীতিনের আত্মহত্যার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন কিনা তাও খুঁজে দেখছে পুলিশ ৷ আগামী রবিবার অর্থাৎ 6 অগস্ট 58তম জন্মদিন পালন করার কথা ছিল নীতিনের ৷ কিন্তু তার আগেই অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন নীতিন ।

ফিল্মি দুনিয়ায় পা রাখার আগে মুম্বইয়ের স্যার জেজে স্কুল অফ আর্ট থেকে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছিলেন নীতিন ৷ তারপর 1987 সালে তাঁর আগমন ছবির জগতে ৷ প্রথম ছবি ছিল '1942 এ লাভ স্টোরি' ৷ এরপর 'লগান','দেবদাস', 'হাম দিল দে চুকে সনম', 'যোধা আকবর'-এর মতো একাধিক ছবিতে আর্ট ডিরেক্টর হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি ৷ বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি থেকে শুরু করে সঞ্জয় লীলা বনশালির মতো একাধিক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি ৷

আরও পড়ুন: 'রণে, বনে, জলে, জঙ্গলে...' দেবী চৌধুরানীর শুটিং নিয়ে নতুন খবর দিলেন শুভ্রজিৎ

শুধু তাই নয় কর্ম জীবনে শিল্প নির্দেশনার জন্য চারবার জাতীয় পুরস্কার এবং তিনবার ফিল্ম ফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ 2005 সালে মুম্বই থেকে কিছু দূরে 52 একর জায়গা নিয়ে তাঁর স্বপ্নের এনডি স্টুডিয়ো গড়ে তুলেছিলেন তিনি ৷ আর সেই স্টুডিয়োতেই এদিন মৃত অবস্থায় পাওয়া গেল নীতিনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.