ETV Bharat / entertainment

Annwesha on Sandhyatara: ‘দাঁতনের কৌশল শিখিয়েছিলেন মা ঠান স্বয়ং’, আড্ডায় 'সন্ধ্যাতারা'র অন্বেষা

author img

By

Published : Aug 2, 2023, 12:43 PM IST

Annwesha on Sandhyatara
দাঁতন প্রসঙ্গে আড্ডায় অন্বেষা

'সন্ধ্যাতারা' ধারাবাহিকে সম্প্রতি তুলে আনা হয়েছে দাঁতন করার দৃশ্য ৷ কে শেখাল সন্ধ্যা অর্থাৎ অন্বেষাকে এর ব্য়বহার ? কথা বলতে গিয়ে জানালেন অভিনেত্রী ৷

কলকাতা, 2 অগস্ট: প্রত্যন্ত গ্রামে আজও দাঁতন করার চল আছে । প্রচলিত ধারণা, এতে নাকি দাঁতও ভালো থাকে । গ্রামের দিকে আজও অনেক সম্প্রদায়ের মধ্যেই ব্যবহৃত হয় নিমের দাঁতন ৷ ব্রাশের থেকে এর ব্যবহার পদ্ধতি কিন্তু একেবারে আলাদা ৷ গ্রামের তথাকথিত চাষাভুষোরা আজও অনেকেই ব্যবহার করে এই দাঁতন ৷ আর 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের গল্পের নায়িকা তো চাষিই । তাই সে সেভাবেই অভ্যস্ত ৷

সে জমিতে আল বাঁধে । লাঙল দিয়ে ধান চাষ করে । ধান বাজারে নিয়ে গিয়ে দরদাম করে বিক্রি করে । তার রোজগারেই সংসার চলে কাঞ্জিলাল বাড়ির । এহেন সন্ধ্যার বিয়ে হয় এলাকার প্রভাবশালী বাড়িতে । সন্ধ্যার শাশুড়ি বিজয় মা ঠানকে এলাকার মানুষ মান্যি করে । ছেলের অমতে মা ঠানই সন্ধ্যাকে বাড়ির বউ করে নিয়ে এসেছে । ওদিকে ছেলে নীল তো ভালোবাসে তার শ্যালিকা তারাকে । তাই সন্ধ্যাকে মেনে নিতে পারছে না সে ।

ওদিকে বউমাকে দাঁতন দিয়ে দাঁত মাজতে দেখে শাশুড়িও লেগে পড়ে সেই কাজে । বাড়ির সবাই তো হাঁ করে তাকিয়ে থাকে তাদের দিকে । আর এই দৃশ্য দেখে হেসেই লুটোপুটি দর্শক । অনেকে লিখেছেন আজকাল সব জায়গাতেই ব্রাশ-পেস্ট পাওয়া যায় । এগুলো দেখানোর মানেই হয় না । অনেকে প্রত্যন্ত গ্রামের ফ্লেভার ধারাবাহিকে তুলে ধরায় বেশ খুশি । তবে, শাশুড়ির বউমাকে উৎসাহ প্রদান নিয়ে প্রশংসা করেছেন অনেকেই । আর বউমার নমনীয়তা নিয়েও সুনাম করেছেন অনেকে। শাশুড়ি-বউমার এই জুটি শুরুর দিন থেকেই হিট ।

আরও পড়ুন: আত্মঘাতী 'লগান' ছবির শিল্প নির্দেশক নীতিন, কারণ নিয়ে সংশয়

পরিবারের অন্যরা সন্ধ্যার বিরুদ্ধে চক্রান্ত করলেও তা সামলে নেয় মা ঠান । দাঁতন প্রসঙ্গে সন্ধ্যা অর্থাৎ অন্বেষা হাজরার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, "আমি জীবনে কোনও দিন দাঁতন হাতে নিইনি । এই প্রথম হাতে নিলাম । আমায় ঝুলনদি মানে ধারাবাহিকের মা ঠানই শিখিয়েছেন কীভাবে দাঁতন দিয়ে দাঁত মাজতে হয় । ঝুলনদিই বলে দিয়েছিলেন চিবিয়ে শুধু উপর-নিচ করতে হবে । ব্যস তাহলেই কেল্লাফতে । আমি শুধু সেটাই করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.