Ajay Devgn on Yug's Debut: 'লাঞ্চটা আগে ঠিক সময়ে করতে শিখুক' ছেলে যুগকে নিয়ে কেন এমন কথা বললেন অজয়

author img

By

Published : Mar 16, 2023, 10:16 PM IST

Etv Bharat

অভিনেতা অজয়ের 'আসক মি এনিথিং' ( ask me anything) সেশন অনুরাগীদের প্রশ্নে মজার উত্তর ৷ নেট মাধ্যমে হাসির রোল ৷

হায়দরাবাদ, 16 মার্চ: সম্প্রতি বলিউডে নতুন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে ৷ বলিউড তারকারা নিজেদের অনুরাগীদের সঙ্গে কানেক্ট থাকার জন্য সোশাল মাধ্যমে কখনো প্রশ্নোত্তর পর্ব আবার কখনো কুইজ করে থাকেন ৷ উদ্দেশ্য একটই ফ্যানবেস বাড়ানো ৷ আর অনুরাগীরাও সুযোগ পেয়ে যান নিজের পছন্দের তারকাকে নানা প্রশ্ন করার ৷ তবে আজগুবি প্রশ্নও কম আসে না ৷ আর সেই উত্তর বুদ্ধিমত্তার সঙ্গে মজার ছলে দিয়ে থাকেন অভিনেতারাও ৷ এই যেমন ধরা যাক অজয় দেবগণের ক্ষেত্রে ৷

নিজের পরবর্তী ছবি 'ভোলা'-র প্রোমোশন থেকে কিছুটা বিরতি নিয়ে টুইটার (Twitter) পেজে শুরু করেছিলেন 'আসক মি এনিথিং' (ask me anything) সেশন ৷ সেখানে অনুরাগীদের প্রশ্নে কখনো ছবি ভোলা নিয়ে কথা বলেন আবার কখনো কথা বলেন শাহরুখ খানকে নিয়ে ৷ সেখানেই এক অনুরাগী, অজয়কে প্রশ্ন করে বসেন, কবে ছেলে যুগ (Yug) কে বড়পর্দায় নিয়ে আসবেন তিনি ? (Ajay son's Bollywood debut) তাতেই বেশ মজার উত্তর দিয়েছেন অভিনেতা ৷

আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেলকি সুনীল শেট্টির ৷ পা মেলালেন 'কুইক স্টাইল' ডান্স ট্রুুপের সঙ্গে

অজয় ছেলের বলিউডে আসা নিয়ে অনুরাগীর প্রশ্নের উত্তরে বলেন, "এই মুহূর্তে নিজের ছেলে যুগকে বলিউডে দেখার করার কথা ভাবছি না । কিন্তু আগে ও সঠিক সময়ে লাঞ্চ করে নিক, সেটাই আমার কাছে বড় ব্যাপার ৷"

অজয়ের এমন উত্তরে মজা পেয়েছেন নেটিজেনরা ৷ ফলে দ্রুত তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমেও ৷ প্রসঙ্গত, 1994 সালে হালচাল ছবির শুটিং সেটে পরিচয় হয় কাজল ও অজয় দেবগনের ৷ 'রাজু চাচা', 'প্যায়ার তো হোনা হি থা', 'দিল ক্যায়া করে' (Dil Kya Kare), 'গুণ্ডারাজ'-র মতো ছবিতে একসঙ্গে জুটি বাঁধেন এই 'লাভ বার্ড' ৷ এরপর 1999 সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা ৷ 2003 সালে প্রথম কন্যা সন্তান নায়সা (Nysa Devgn) কোল আলো করে আসেন ৷ 2010 সালে জন্মান ছেলে যুগ ৷ অজয় ঘনিষ্ট হিসাবে পরিচিত যুগকে বাবার সঙ্গে শুটিং সেটেও প্রায় দেখা যায় ৷ সিমেরা প্রতি তাঁর আগ্রহ দেখে অনুরাগীরা মনে করেন, খুব শীঘ্রই বিটাউনের পর্দায় (Bollywood debut) দেখা যাবে অজয় পুত্র যুগকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.