ETV Bharat / entertainment

Abir on Arindam: চার বছরে মাথাটা অনেকটা ঠান্ডা হয়েছে অরিন্দমদার, বক্তব্য আবিরের

author img

By

Published : Aug 6, 2022, 12:23 PM IST

Updated : Aug 6, 2022, 3:48 PM IST

Abir Chatterjee on Arindam Sil
মাথাটা আগের থেকে অনেকটা ঠাণ্ডা হয়েছে অরিন্দমদার, বক্তব্য আবিরের

পাক্কা চার বছর পর ফের ব্যোমকেশ বড় পর্দায় । কিন্তু এই চার বছরে কতটা পালটেছেন অরিন্দম শীল? কতটা পরিবর্তন এসেছে তাঁর মধ্যে? আবির বলেন (Abir Chatterjee on Arindam Sil ),"অরিন্দমদার মাথাটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে । যদিও কারওকে কখনও ফ্লোরে বকাঝকা করেন না তিনি । তবু বোঝা তো যায় একটা মানুষ কখন রেগে গিয়েছেন । সেই রাগ এখন অনেকটা কম ।"

কলকাতা, 6 অগস্ট: আগামী 11 অগস্ট বড়পর্দায় আসছে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশু পাল বধ' রহস্যের উদঘাটন করবে ব্যোমকেশ ৷ এবার তার সামনেই ঘটবে খুন । সেটাও আবার মঞ্চে । এই রচনাটি শেষ করে যেতে পারেননি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় । শেষটা লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল । কে খুনী তা ঠিক করেছেন এঁরা দু'জনেই । আর সেটা নিয়ে আপ্লুত অরিন্দম-পদ্মনাভ জুটি ।

পাক্কা চার বছর পর ফের ব্যোমকেশ বড় পর্দায় । এই চার বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে । গত দু'বছরে মানুষের জীবনে অযাচিতভাবে চলে এসেছে কোভিড । আর সেটা নাড়িয়ে দিয়েছে মানুষের জীবনের ছন্দকে । কিন্তু এই চার বছরে কতটা পাল্টেছেন অরিন্দম শীল? কতটা পরিবর্তন এসেছে তাঁর মধ্যে? জানতে চাওয়া হয় আবির এবং সোহিনী সরকারের কাছে ।

আবির বলেন, "অরিন্দমদার মাথাটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে । যদিও কারওকে কখনও ফ্লোরে বকাঝকা করেন না তিনি । তবু বোঝা তো যায় একটা মানুষ কখন রেগে গিয়েছেন । সেই রাগ এখন অনেকটা কম (Abir Chatterjee on Arindam Sil) ।" আবিরের সঙ্গে সহমত তাঁর পর্দার নায়িকা সোহিনীও ৷

Abir on Arindam
মাথাটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে অরিন্দমদার, বক্তব্য আবিরের

অন্যদিকে অরিন্দমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, "অরিন্দমদার সঙ্গে কাজ করার মজাই আলাদা । টিমের সদস্যদের কথার গুরুত্ব দেন তিনি, যদি সেটা ওঁর ঠিক বলে মনে হয় । সিন এবং ডায়লগ সব ক্ষেত্রেই দলের সদস্যদের কথা শোনেন, গুরুত্ব দেন । সবথেকে যে জিনিসটা ভাল লাগে ইউনিটের সকলের নাম মনে রাখেন তিনি । এই গুণ অবশ্য আবিরদারও আছে ।"

আরও পড়ুন: হাজির বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজ 'থার্টি সিক্স আওয়ার্স'-এর দ্বিতীয় টিজার

ওদিকে পাওলির মতে, অরিন্দমদা যেমন ছিলেন তেমনই আছেন । কোনও পরিবর্তন নেই । ওদিকে আবিরের নিষ্ঠা আর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন পরিচালক অরিন্দম শীল । এদিন দুজনকেই পাওয়া গেল বেশ খোশমেজাজে । উল্লেখ্য, অজিতের পরিবর্তন হয়েছে এবার । সুহোত্র মুখোপাধ্যায় এসেছেন এই চরিত্রে । অজিত নিয়ে বারংবার এই এক্সপেরিমেন্ট কোনও ইচ্ছাকৃত কারণে নয় । সবটাই শিল্পীকে সময় পাওয়া না পাওয়ার কারণে বলে জানিয়েছেন আবির চট্টোপাধ্যায় । তাঁর মতে স্বাদবদল হলে ক্ষতি কী?

Last Updated :Aug 6, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.