74th Republic Day: জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে বলিউডের এই ছবিগুলি

author img

By

Published : Jan 25, 2023, 1:41 PM IST

Bollywod patriotic movies ETV Bharat

যাঁরা সাধারণতন্ত্র দিবসে (74th Republic Day) বাড়িতে বসে সপরিবারে ফিল্ম দেখে জাতীয়তাবোধে আরও উদ্বুদ্ধ হতে চান, তাঁদের জন্য রইল একটি তালিকা ৷ যেখানে বলিউডের দেশপ্রেমের অনুভূমি জাগানো কয়েকটি ছবির নাম দেওয়া রইল ৷

নয়াদিল্লি, 25 জানুয়ারি: বৃহস্পতিবার দেশের 74তম সাধারণতন্ত্র দিবস (74th Republic Day)৷ 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে চিহ্নিত করে 26 জানুয়ারি ৷ চলচ্চিত্রেও বারবার এসেছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রামের গল্প ৷ ছুটির এই দিনে সপরিবারে বাড়িতে বসে জাতীয়তাবাদে আরও উদ্বুদ্ধ হতে চান ? তাহলে আপনাদের জন্য রইল কয়েকটি চলচ্চিত্রের তালিকা ৷ যে গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরবে দেশনায়কদের বীরগাথা (Bollywod Patriotic Movies)৷

'স্বদেশ'

Bollywod patriotic movies ETV Bharat
স্বদেশ

চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকারের পরিচালনায় শাহরুখ খান এই ছবিতে তাঁর সেরা অভিনয়ের নিদর্শন রেখেছেন (Swades)। প্লটটি আবর্তিত হয়েছে কীভাবে একজন নাসার বিজ্ঞানী তাঁর মাতৃভূমির প্রেমে পড়েন তা নিয়ে । তিনি ভারতে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন এবং তাঁর শৈশবের জন্মস্থানের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেন । এই ছবির গান 'ইয়ে জো দেস হ্যায় তেরা' হৃদয়কে দেশপ্রেমের অনুভূতিতে পূর্ণ করে । এই ছবি আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে ৷

'রং দে বসন্তী'

Bollywod patriotic movies ETV Bharat
রং দে বসন্তী

আমির খান, আর মাধবন, কুণাল কাপুর, সোহা আলি খান এবং সিদ্ধার্থ অভিনীত ছবিটি প্রায় 17 বছর আগে মুক্তি পেয়েছিল (Rang De Basanti)৷ ঘনিষ্ঠ বন্ধুদের একটি দলের সফর ঘিরে গল্প ৷ কর্তৃপক্ষকে তাঁরা প্রশ্ন করার প্রয়োজনীয়তা তুলে ধরেছিল । চন্দ্র শেখর আজাদ এবং ভগৎ সিং-এর মতো স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এই চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ৷

আরও পড়ুন: 'পাঠান' জ্বরে তেতে উঠেছে কলকাতা থেকে পেরু

'এয়ারলিফট'

Bollywod patriotic movies ETV Bharat
এয়ারলিফট

অক্ষয় কুমার এবং নিমরত কৌর অভিনীত এয়ারলিফটে (Airlift) কুয়েতে আটকে পড়া একজন সফল ব্যবসায়ীর গল্প দেখানো হয়েছে ৷ ইরাক যখন আক্রমণ করেছিল তখন হাজার হাজার ভারতীয় যুদ্ধক্ষেত্রে আটকে পড়েছিল । মুভিটির গল্পটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত ৷ কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার হওয়া ও বাড়িতে আনার আগে ভারতীয় নাগরিকরা কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেনর তার একটি বাস্তব চিত্র চিত্রিত হয়েছে এই ছবিতে ।

'রাজি'

Bollywod patriotic movies ETV Bharat
রাজি

হরিন্দর সিং সিকার উপন্যাস 'কলিং সেহমত' থেকে গৃহীত গল্পটি (Raazi)৷ মেঘনা গুলজারের পরিচালনায় রাজিতে একটি তরুণ কাশ্মীরি মেয়ে সেহমত খানের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে ৷ সে বিয়ে করে ইকবাল সৈয়দকে, যে একজন পাকিস্তানি সেনা অফিসার (ভিকি কৌশল) ৷ এরপর ভারতীয় গুপ্তচর হয়ে পাকিস্তানে চলে যায় সেই কন্যা । পাকিস্তান থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করে তাঁর দেশকে সাহায্য করে সে ৷

'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'

Bollywod patriotic movies ETV Bharat
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক

ভিকি কৌশল এবং ইয়ামি গৌতম অভিনীত এই ফিল্ম নিঃসন্দেহে সাধারণতন্ত্র দিবসে দেখার মতো সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি (Uri: The Surgical Strike)। এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি ৷ পুলওয়ামা হামলার পরে সন্ত্রাসবাদীদের উপর ভারতের পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে । এই ছবি জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ৷ এটি ছিল একটি ব্লকবাস্টার ৷

'শেরশাহ'

Bollywod patriotic movies ETV Bharat
শেরশাহ

বিষ্ণুভারধন পরিচালিত 'শেরশাহ' (Shershaah) পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷ যিনি 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কাছ থেকে ভারতীয় এলাকাগুলি পুনরুদ্ধার করার সময় জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন । 2021 সালে 12 আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রকাশিত এই ছবি জনমানসে সাড়া ফেলে দিয়েছিল ৷ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী ৷

দেশকে যথাযথ সম্মান দিতে এবং দর্শকদের মধ্যে দেশাত্মবোধ আরও জাগ্রত করার ক্ষেত্রে চলচ্চিত্র শিল্প কখনওই পিছিয়ে নেই । আর এই মুভিগুলিই তার প্রমাণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.