Murder in Property Clash : সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন, ভাই-সহ গ্রেফতার দুই

author img

By

Published : May 14, 2022, 8:58 PM IST

Updated : May 14, 2022, 10:02 PM IST

Clash for Property in Hooghly

একটি পুকুর থেকে গৌতম দাসের মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় প্রথমে কৃষ্ণ সরকার নামের এক যুবককে আটক করা হয় । তাকে জেরা করে মৃতের ভাই উজ্জ্বলকে আটক করা হয় । উজ্জ্বল স্বীকার করে, সম্পত্তির লোভে দাদাকে সেই কৃষ্ণকে ভাড়া করেছিল (Murder in greed for Property) ।

শ্রীরামপুর, 14 মে : পারিবারিক সম্পত্তি নিয়ে গন্ডগোল দীর্ঘদিনের । সেই গন্ডগোলের জেরেই দাদাকে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ভট্টাচার্য গার্ডেন দাসপাড়া এলাকায় (Clash for Property in Serampore) । মৃত ব্যক্তির নাম গৌতম দাস (58) ।

গত বৃহস্পতিবার দাসপাড়ারই একটি পুকুর থেকে গৌতম দাসের মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয়রা পুকুরে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন । পিয়ারপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় । মৃতের ছোট ভাই উৎপল শ্রীরামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে ।

অভিযোগ পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নামে । প্রথমে কৃষ্ণ সরকার নামের এক যুবককে আটক করা হয় । মাঠপাড়ার বছর তিরিশের কৃষ্ণ বেশ কয়েকদিন ধরেই অসামাজিক কাজের জন্য পুলিশের নজরে ছিল । তাকে জেরা করে মৃতের ভাই উজ্জ্বলকে আটক করা হয় ।

সম্পত্তির লোভ ! সুপারি কিলার দিয়ে দাদাকে খুন

আরও পড়ুন : বউভাতে ক্যাটারিং কর্মী-আত্মীয়দের সংঘর্ষ, ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু যুবকের

দু'জনকে জেরা করার সময়ই উজ্জ্বল স্বীকার করে, সম্পত্তির লোভে সেই কৃষ্ণকে ভাড়া করেছিল । জানা গিয়েছে, 25 হাজার টাকায় রফা হয়েছিল । অগ্রিম 5 হাজার টাকা কৃষ্ণকে দেওয়া হয়েছিল । এরপরই পুলিশ দু'জনকে গ্রেফতার করে । সূত্রের খবর, এই ঘটনায় উজ্জ্বলের ভগ্নিপতি বিজয় মণ্ডলও সামিল রয়েছে । তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

Last Updated :May 14, 2022, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.