ETV Bharat / crime

Urfi Javed: উরফিকে খুনের হুমকি দিয়ে অশ্লীল মেসেজ ! অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের

author img

By

Published : Dec 18, 2022, 7:29 PM IST

উরফি জাভেদকে (Urfi Javed) ধর্ষণ ও খুনের হুমকি (Rape and Murder Threat) ! মুম্বইয়ের গোরেগাঁও থানায় (Goregaon Police Station) দায়ের হল অভিযোগ ৷

case registered against a man as Urfi Javed receives Rape and Murder Threat
ফাইল ছবি ৷

মুম্বই, 18 ডিসেম্বর: আবারও শিরোনামে উরফি জাভেদ (Urfi Javed) ৷ তবে এবার আর চোখ ছানাবড়া করা কোনও পোশাকের জন্য নয়, উরফিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্য কারণে ৷ বিতর্কিত এই মডেল তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের দাবি, তাঁকে ধর্ষণ এবং খুনের হুমকি (Rape and Murder Threat) দেওয়া হচ্ছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পাশাপাশি, টুইটারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উরফি ৷

গত শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁও থানায় (Goregaon Police Station) এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ উরফির দাবি, তাঁকে ওই ব্যক্তি বেশ কিছু অডিয়ো রেকর্ডিং এবং মেসেজ পাঠিয়েছেন ৷ তাতে উরফিকে প্রাণে মেরে ফেলার এবং ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নবীন গিরি ৷

আরও পড়ুন: পর্ন ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন উরফি জাভেদ?

এই বিষয়ে গত বৃহস্পতিবার একটি টুইট করেন উরফি ৷ তিনি লেখেন, "এই ব্যক্তি প্রতিদিন নতুন নতুন নম্বর থেকে আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিচ্ছেন ৷ কিন্তু, সমস্য়া হল, আমি এখন ভারতে নেই ৷ তাই আমি আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করতে পারছি না ৷ এবং কিছু করতেও পারছি না ৷ কিন্তু, এই হল সেই ব্যক্তির ছবি ৷ এবং এঁর সম্পর্কে আমি সকলকে সতর্ক করে দিতে চাই ৷" এই টুইটটি মুম্বই পুলিশ এবং মুম্বইয়ের পুলিশ কমিশনারকে ট্যাগ করেছেন উরফি ৷ একইসঙ্গে, অভিযুক্ত ব্যক্তির ছবির একটি স্ক্রিনশটও টুইটারে শেয়ার করেছেন তিনি ৷ ওই ব্যক্তি তাঁকে যেসমস্ত মেসেজ পাঠিয়েছেন বলে দাবি করা হচ্ছে, তারও একটি স্ক্রিনশট আপলোড করেছেন উরফি ৷

বিষয়টি নজরে আসার পরই আসরে নামে মুম্বই পুলিশ ৷ তাদের পক্ষ থেকে টুইটারের মাধ্যমেই উরফির সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এবং শুক্রবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.