ETV Bharat / entertainment

Urfi Javed Viral Video : পর্ন ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন উরফি জাভেদ?

author img

By

Published : Apr 29, 2022, 12:29 PM IST

নিষিদ্ধ ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন উরফি জাভেদ? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য় ৷ যদিও পুরোটাই আসলে ছিল উরফিকে চমকে দেওয়ার জন্য় করা একটি বিশুদ্ধ মজা (Urfi Javed Viral Prank)৷

Urfi Javed Video
পর্ন ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন উরফি জাভেদ

মুম্বই, 29 এপ্রিল : উরফি জাভেদ নিজের অদ্ভুত ফ্যাশনের জন্যই বিখ্যাত ৷ তবে এবার কি নিষিদ্ধ ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এই অভিনেত্রী ? সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য় ৷ ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন কন্টেন্ট ক্রিয়েটার রোহিত গুপ্ত ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, উরফি একজন পরিচালকের অফিসে একটি ছবির জন্য কথা বলতে এসেছেন । আর সেখানেই ঘটে এই কাণ্ড ৷

অভিনেত্রী জানান, তাঁকে বলা হয়েছিল এটি একটি সিক্রেট প্রজেক্ট ৷ ছবিতে রণবীর কাপুর খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন ৷ শুধু তাই নয়, নায়কের ভূমিকায় অভিনয় করবেন একজন বিদেশী এবং গান লিখবেন বাদশাহ ৷ যার জেরে প্রকল্পটি নিয়ে তাঁর আগ্রহ জন্মায় ৷ এখানে রোহিতও কাজ করেছেন আরেকজন পরিচালক হিসাবে ৷ যিনি উরফির হাতে কিছু অদ্ভুত সংলাপ তুলে দেন এবং তাঁকে জানান উগান্ডা থেকে আসছেন এই ছবির নায়ক ৷

আরও পড়ুন: দীপিকাই প্রথম নন, কান চলচ্চিত্র উৎসবে জুরি হয়েছেন আরও অনেক বলিতারকা

ঠিক এই সময় পুলিশ প্রবেশ করে এবং উরফিকে জানানো হয়, পর্ন ফিল্ম শ্য়ুটিংয়ের অপরাধে তাঁকে গ্রেফতার করা হচ্ছে ৷ পুরো বিষয়টায় ভীষণ অবাক হয়ে চিৎকার শুরু করেন উরফি ৷ ডেকে পাঠান তাঁর ম্য়ানেজারকে ৷ আসলে পুরোটাই ছিল একটি প্র্যাঙ্ক ৷ উরফি নিজের অদ্ভুত সব ফ্যাশন দিয়ে চমকে দেন সকলকে ৷ এবার সকলে মিলে চমকে দিলেন তাঁকেই (Urfi Javed Viral Prank)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.