ETV Bharat / city

মিলছে না রেশন, বোরো অফিসে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : May 6, 2020, 11:28 PM IST

ration agitation at Siliguri
শিলিগুড়ি

বারবার আবেদন করেও ডিজিটাল কার্ড পাননি, পাননি টোকেনও। ফলে বিনামূল্যে রেশন পাচ্ছেন না তাঁরা। স্থানীয়রা বিক্ষোভ দেখালেন শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর বোরো অফিসের সামনে।

শিলিগুড়ি, 6 মে: সরকারি নির্দেশিকা অনুযায়ী বিনামূল্যে রেশনের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, বহুবার ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলেও তাঁরা তা পাননি। প্রশাসনের তরফে বলা হয়েছে, যাঁদের ডিজিটাল কার্ড নেই তাঁদের SDO অফিস থেকে টোকেন নিতে হবে। কিন্তু, সংশ্লিষ্ট অফিস গিয়েও অনেকেই সরকারি টোকেন পাননি। ফলে তাঁরা বিনামুল্যে রেশন পাচ্ছেন না। এরই প্রতিবাদ আজ বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

বুধবার শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর বোরো অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। তাঁদের দাবি, যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই তাঁদের সরকারি নির্দেশ মতো প্রশাসনের তরফে টোকেন দিতে হবে। যার মাধ্যমে তাঁরা বিনামূ্ল্যে রেশন পেতে পারেন।

যদিও বোরো আধিকারিকেরা জানান, সরকারি নির্দেশ অনুসারেই তাঁরা কাজ করছেন। যাঁদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে ও যাঁদের টোকেন দেওয়া হয়েছে তাঁদের রেশন দেওয়া হচ্ছে। অন্যদিকে যাঁদের কার্ড বা টোকেন নেই তাঁদের রেশন দেওয়া হচ্ছে না। বোরো আধিকারিকরা জানান, এই বিষয়ে তাঁদের দিক থেকে কিছু করার নেই। তবে, তাঁদের পরামর্শ, যাঁদের কার্ড নেই তাঁরা ফুড সাপ্লাই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

যদিও বিক্ষোভকারীরা এই কথা শুনতে রাজি হননি। তাঁরা টোকেনের দাবিতে বোরো অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজনা তুঙ্গে উঠলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.