ETV Bharat / city

Student Missing: মেডিক্যাল কলেজ থেকে উধাও ছাত্র, করোনেশন সেতু থেকে উদ্ধার পরিচয় পত্র

author img

By

Published : Aug 10, 2022, 11:00 PM IST

রহস্যজনকভাবে মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ ডাক্তারি পড়ুয়া ৷ আধার কার্ড ও মোবাইল ফোন উদ্ধার সেভেকের করোনেশন সেতু থেকে (Student Missing From Medical College) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ছাত্র তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৷

Student Missing
মেডিক্যাল কলেজ থেকে উধাও ছাত্র

শিলিগুড়ি, 10 অগস্ট: সেভেকর করোনেশন সেতু থেকে ডাক্তারি পড়ুয়ার আধার কার্ড ও মোবাইল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ নিখোঁজ ওই ছাত্রের বাড়ি উত্তরপ্রদেশের রামপুর এলাকায় (student missing from mbbs College in siliguri) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই পড়ুয়া আত্মহত্যা করতে পারেন ৷ তবে খোঁজ না-পাওয়া পর্যন্ত মৃত্যু নিশ্চিত করতে পারেনি পুলিশ ৷ ইতিমধ্যে তাঁর খোজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র বুধবার দুপুরে হস্টেল থেকে বেরিয়ে সেভকের উদ্দেশ্যে গিয়েছিল। এরপর তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। মেডিক্যাল কলেজের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, "এদিন দুপুরে আমাদের প্রথম বর্ষের এক ছাত্র তাদের বন্ধুদের কাছে সেবকে যাওয়ার নাম করে বেরিয়েছিল হস্টেল থেকে। তার কিছু পরে ওই ছাত্র ফেসবুক পেজে নিজের বাবা ও মায়ের ছবি দিয়ে দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চায় ৷ কিছুক্ষণ পরে আমরা পুলিশ সূত্রে জানতে পারি, করোনেশন সেতুর উপর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক ছাত্রের আধার কার্ডে মিলেছে। খোঁজ নিয়ে দেখা যায় সেটি আমাদের সেই নিখোঁজ ছাত্রের।"

আরও পডুন: 15 দিন পর নিখোঁজ যুবকের দেহ শনাক্ত করল পরিবার

সন্দীপ সেনগুপ্ত আরও বলেন, "নিখোঁজ ছাত্রটি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল। সম্প্রতি সে জানিয়েছিল আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে একজন যুবককে সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দেওয়ার খবর পায় পুলিশ। কিন্তু উদ্ধার হওয়া আধার কার্ডটি যে ঝাঁপ দেওয়া ওই যুবককেরই সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.