উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

author img

By

Published : Jul 2, 2021, 3:52 PM IST

humid-weather-is-the-reason-for-the-infection-of-black-fungus-in-north-bengal

উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসে 19 জনের মৃত্যু হয়েছে ৷ ব্ল্যাক ফাংগাসের এই বাড়াবাড়ির পিছনে অন্যতম কারণ হিসেবে স্যাঁতসেঁতে আবহাওয়াকে দায়ী করেছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা ৷ তাই চিকিৎসকদের পরামর্শ শুকনো এবং কম আদ্রতা রয়েছে এমন জায়গায় থাকতে হবে করোনা আক্রান্ত রোগী বা করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের ৷

শিলিগুড়ি, 2 জুলাই : একে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ । তার উপর দোসর হয়েছে ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিস (Mucormycosis) ৷ করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে বেশি করে সংক্রমণ হচ্ছে এই ভাইরাসের ৷ উত্তরবঙ্গে যার প্রকোপ সবচেয়ে বেশি করে দেখা গিয়েছে ৷ এর কারণ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকরা জানাচ্ছেন, ব্ল্যাক ফাংগাসের সংক্রমণকে বেশি করে সাহায্য করছে বর্তমান জলবায়ু ৷ লাগাতার বৃষ্টি এবং তার ফলে তৈরি হওয়া স্যাঁতসেঁতে পরিবেশ ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণের সবচেয়ে বড় কারণ ৷ বিশেষজ্ঞদের লাগাতার গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে ৷

ঘূর্ণাবর্তের জেরে প্রায় রোজই রোদের দেখা পাওয়া যাচ্ছে না ৷ বর্ষাকাল চলায় মাঝেমধ্যেই টানা বৃষ্টি হচ্ছে রাজ্যে । যার ফলে মিউকরমাইকোসিসের মতো ফাংগাসের এই পরিবেশে বাড়বাড়ন্ত বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । আর তাই উত্তরবঙ্গের স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেশি শক্তিশালী হয়ে উঠছে ব্ল্যাক ফাংগাস (Black Fungus) । বিশেষজ্ঞদের টানা গবেষণা এবং অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে । গত এক মাসে শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে ৷

আচমকা ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ হিসেবে বর্তমান আবহাওয়াকে দুষছেন চিকিৎসকদের একাংশ । সতর্কতা হিসেবে সাধারণ মানুষকে ভেজা এবং স্যাঁতসেঁতে জায়গায় যতটা এড়িয়ে চলা যায় সেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ এমনকি চা-বাগান, ফুল ও ফলের বাগানে কর্মরত শ্রমিকদের ফুল হাতা জামা এবং গ্লাভস পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘এই ছত্রাক স্যাঁতসেঁতে আবহাওয়ায় বেশি সক্রিয় হয়ে ওঠে । কাজেই বাড়ির ভেজা জায়গাগুলি পরিষ্কার এবং শুকনো রাখতে হবে । এই আবহাওয়ায় শুধুমাত্র ব্ল্যাক ফাংগাস নয়, অন্যান্য ছত্রাকের থেকেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায় ৷’’

আরও পড়ুন : Black Fungus : ফের ব্ল্যাক ফাংগাসে মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কল্যাণ খাঁ বলেন, ‘‘সাধারণ মানুষের পাশাপাশি করোনা রোগী এবং করোনা থেকে থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদেরে এই সময়টা সবচেয়ে বেশি সর্তকতা অবলম্বন করতে হবে । যতটা সম্ভব স্যাঁতসেঁতে পরিবেশ থেকে দূরে থাকা উচিত এবং শুকনো জায়গায়, যেখানে আদ্রতা কম রয়েছে সেরকম জায়গায় বসবাস করতে হবে । এতে মিউকর ছত্রাক থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা অনেকটাই কম হবে ৷’’

আরও পড়ুন : আবার মৃত্যু, কারণ সেই ব্ল্যাক ফাংগাস এ নিয়ে উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 14

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও গবেষক রণধীর চক্রবর্তী বলেন, ‘‘মিউকর ছত্রাক এর বেড়ে ওঠার জন্য স্যাঁতসেঁতে পরিবেশ এবং আর্দ্রতা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় । এই পরিবেশে ছত্রাক সবথেকে বেশি সক্রিয় হয়ে ওঠে । কারণ ছত্রাক প্রকৃতির সব জায়গায় রয়েছে । সেজন্য উচিত যেখানে আলো-বাতাস ভাল রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ রয়েছে সেই সব জায়গায় থাকা ৷ প্রয়োজনে রুম হিটার ব্যবহার করে ঘর গরম রাখতে হবে । তাতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকবে এবং মিউকরের মতো ছত্রাক প্রভাব বিস্তার করতে পারবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.