Ashok Bhattacharya on Assets Case: সম্পত্তি বৃদ্ধি মামলায় তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুশিয়ারি অশোক ভট্টাচার্যের

author img

By

Published : Aug 11, 2022, 9:08 PM IST

Ashok Bhattacharya comments on TMC allegation against him in Assets Case

আয় বহির্ভূত সম্পত্তি প্রমাণ করতে না পারলে তৃণমূল কংগ্রেসের অভিযোগকারী প্রত্যেক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করব, জানালেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya on Assets Case) ।

শিলিগুড়ি, 11 অগস্ট: "নিজেদের অপরাধকে আড়াল করার জন্যই অযৌক্তিক কথা বলছে তৃণমূল নেতারা । প্রমাণ কর‍তে না-পারলে মানহানির মামলা করব ।" আয় বহির্ভূত সম্পত্তির মামলায় বাম নেতৃত্বদের বিরুদ্ধে তোলা অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে এমনটাই হুশিয়ারি দিলেন এবার অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya comments on TMC allegation against him in Assets Case)।

গত বুধবার তৃণমূল কংগ্রেসের বেশ কিছু তাবড় নেতা এক সাংবাদিক বৈঠক করে অবৈধ সম্পত্তি নিয়ে বেশ কিছু সিপিএম নেতার নাম প্রকাশ্যে আনেন । তার মধ্যে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের নামও প্রকাশ্যে আনেন ব্রাত্য বসু, ফিরহাফ হাকিমের মতো মন্ত্রীরা । বৃহস্পতিবার সেই অভিযোগের পালটা আক্রমণ আনলেন প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য ।

বৃহস্পতিবার দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য বলেন, "নিজেদের অপরাধ আড়াল করতেই এমনও অহেতুক অযৌক্তিক কথা বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা । তবে দলগতভাবে আইনি উপায় তার জবাব দেওয়া হবে । প্রমাণ করতে না-পারলে মানহানির মামলা করব । আর যারা সাংবাদিক বৈঠক করেছে তারা প্রত্যেকেই মূল অভিযুক্ত ।" অশোক ভট্টাচার্যের দাবি, তাঁর পৈত্রিক সম্পত্তি ও কলকাতার একটি ভাড়া করা আবাসন ছাড়া এই ভূ-ভারতে কোনও সম্পত্তি নেই । আইন চাইলে তা যাচাই করতে পারে ৷ আদালত যা তথ্য জানতে চাইবে তিনি সেটা দিয়ে সাহায্য করবেন ।

সম্পত্তি বৃদ্ধি মামলায় তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুশিয়ারি অশোক ভট্টাচার্যের

অন্যদিকে রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, "কোন তথ্য প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ওই কথা বলেছে । তাদের বিরুদ্ধে মামলা আর তারা আমাদের উপর আঙুল তুলছে । দলগতভাবে পদক্ষেপ তো করা হবেই । ব্যক্তিগতভাবেও মানহানির মামলা করা হবে ।"

আরও পড়ুন : সম্পত্তি বৃদ্ধি মামলায় একতরফাভাবে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, দাবি ফিরহাদ-ব্রাত্যদের

প্রসঙ্গত, সম্প্রতি আয় বহির্ভূত সম্পত্তির মামলা কলকাতা হাইকোর্ট ইডিকে ওই তদন্তে যুক্ত করার নির্দেশ দিয়েছেন । তালিকায় নাম রয়েছে শাসকদলের 19 জন নেতা মন্ত্রীর নাম । রাজ্যে একের পর এক শাসকদলের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতারের পর আয় বহির্ভূত সম্পত্তির মামলায় শাসকদলের একগুচ্ছ নেতা মন্ত্রীদের নাম জড়ানোয় অস্বস্তি বেড়েছে শাসকদলের অন্দরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.